Sagor iqbal blog

Sagor iqbal blog Its all about photography & video, Motovloggin,travel vlog ETC

আল্লাহুমা মাগফিনীহিম বিমা শিহতা "!!
25/07/2024

আল্লাহুমা মাগফিনীহিম বিমা শিহতা "!!

05/06/2024

ইকবাল এগ্রো ফার্ম
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গরু বিক্রয় ও বুকিং চলিতেছে,আপনারা স্বপরিবারে আমন্ত্রিত
আমাদের খামারের ষাড়গরু লালন পালনে,
আমরা ১০০% হালাল খাবার নিশ্চিত করি এবং দেশীয় খাবার দিয়ে গরু লালন-পালন করে থাকি ।
দেয়ানা মোল্লাপাড়া, ঈদগাহ মোড়, দৌলতপুর, খুলনা ।
মোবাইল: ০১৭১৯-২৬২৭৬৫

বাবার সাথে শেষ কথা ২০০২ইংসালে মার্চের সন্ধ্যায়।আমার মনে হচ্ছে আজ রাতে বাড়ি ফেরা হবেনা,তোমরা কোন পরিস্তিতে ভয় পেয়না,তবে খ...
25/05/2024

বাবার সাথে শেষ কথা ২০০২ইংসালে মার্চের সন্ধ্যায়।

আমার মনে হচ্ছে আজ রাতে বাড়ি ফেরা হবেনা,তোমরা কোন পরিস্তিতে ভয় পেয়না,তবে খবু সাবধান আমি না থাকলে তোমাদেরও আর কেউ থাকবেনা,সকলে তখন বন্ধু হতে শত্রুতে পরিনত হবে,তবে খুব খারাপ লাগছে তোমাদের জন্য কিছু করে যেতে পারলাম না,জীবনে কোন কিছুতে আপছোস রাখবানা,তবে তোমাদের দেখার অনেক মানুষ আসবে,বেশি দিনের জননে নয়।তোমারা একা হয়ে যাবা সবার কাছ থেকে, মনে হয় একজন আছে সে তোমাদের দেখবে,সে আসবে তোমাদের দেখতে,,,,,,,,,,,,,,,,,,,,,।

তিনি এসেছিলো আমাদের দু:খ ভাগ করে নিতে,আমাদের দায়িত্ব নিতে,তিনি যা আমার পরিবারের জ্ন্য করেছে তা হয়তো এক জনমে শোধ হবার নয়। সাংবাদিক হারুন অর-রশীদ খোকনের পরিবার কৃতঞ্জ আওয়ামী লীগ সভাপতি ও সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

তুমি তোমার মতো,আমি নিজেরই মতো,পাওয়া না চাওয়াতে,চাওয়া না পাওয়ারই ঠিকানা,মুছে গিয়েছে সব সীমানা,বিবাগি বাতাসে উড়ছে ভালোবাসা...
06/03/2024

তুমি তোমার মতো,আমি নিজেরই মতো,পাওয়া না চাওয়াতে,
চাওয়া না পাওয়ারই ঠিকানা,মুছে গিয়েছে সব সীমানা,
বিবাগি বাতাসে উড়ছে ভালোবাসা,তুমি তা দেখেও কি দেখছো না।

18/01/2024

কিছু কিছু ঋণ শোধ না করা ভালো। সেটা শোধ করতে গেলে ঋণ কমে না, বরং বেড়ে যায়।

23/12/2023

বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভায় এস এম কামাল
বিএনপি সরকারের আমলে কৃষকরা সার আনতে
গিয়ে ১১ জন কৃষক গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল।

01/10/2023
interview on Desh TV today.
10/08/2023

interview on Desh TV today.

জনসং‌যোগ ও তথ‌্য শাখা কু‌য়েট খুলনা।
01/08/2023

জনসং‌যোগ ও তথ‌্য শাখা কু‌য়েট খুলনা।

Address

Khulna

Telephone

+8801711339012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor iqbal blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagor iqbal blog:

Share