MD.Ashiq Iqbal

  • Home
  • MD.Ashiq Iqbal

MD.Ashiq Iqbal মহান "সৃষ্টিকর্তাকে" ধন্যবাদ,
সুন্দর জীবনের জন্য।

বাঙালী যদি ফিলিস্তিনে যুদ্ধে যেত! হায়তো এমনটাই করতো।
08/04/2025

বাঙালী যদি ফিলিস্তিনে যুদ্ধে যেত! হায়তো এমনটাই করতো।

বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় একটা সাধারণ চিত্র।  এমন একটা দিনও যাচ্ছে না,  সংবাদ মাধ্যমে আমরা সড়ক দূর্ঘটনার খবর পাচ্ছি না।...
03/04/2025

বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় একটা সাধারণ চিত্র। এমন একটা দিনও যাচ্ছে না, সংবাদ মাধ্যমে আমরা সড়ক দূর্ঘটনার খবর পাচ্ছি না। আধুনিক দ্রুত গতির যানবাহন যেমন জীবনে কে সহজ করছে, তেমন করছে অনিরাপদ। রাস্তায় ট্রাফিক নিয়মের কোন প্রয়োগ নেই। চালকদের অদক্ষতা ও অসর্কতার কারনে প্রতিদিন ঝরে যাচ্ছে তাজা প্রান, আর পঙ্গুত্ব বরন করছে কতো-শত মানুষ।

12/10/2024
16/09/2024

দেশ নিয়ে আর ভাবতে চাননা হিরো আলম।

🥺🥺🥺
23/08/2024

🥺🥺🥺

26/06/2024

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার হলো তার বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক।

আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো... দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি।

আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি, কিন্তু বিশ্বাস করুন সন্তান সেটা যত না চায়, তার চেয়ে বেশি চায় বাবা-মাকে সুখী দেখতে।

আজকে বসুন্ধরায় গিয়েছিলাম।। দেখি বসুন্ধরা কনভেনশন সেন্টারে কনসার্ট চলছে।।ঢোকার মুখে সিকিউরিটি দাঁড়ানো।।জিজ্ঞেস করলাম টি...
31/05/2024

আজকে বসুন্ধরায় গিয়েছিলাম।। দেখি বসুন্ধরা কনভেনশন সেন্টারে কনসার্ট চলছে।।
ঢোকার মুখে সিকিউরিটি দাঁড়ানো।।
জিজ্ঞেস করলাম টিকিটের দাম কত।।
বললো ফ্রি।।
আনন্দে চোখে পানি চলে আসলো।। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মন থেকে দোয়া করলাম।।
ভিতরে ঢুকে দেখি তখনো সাউন্ড রেডি করছে।।। কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হল।।
হায়রে এতো দেখি মাহফুজুর রহমানের কনসার্ট।।
মাহফুজুর রহমান বিকট শব্দে "দাইমা দাইমা" গাইছে।।
দৌড়ে বের হতে যাবো দেখি দরজা লক।। সিকিউরিটি ম্যান কে বললাম ভাই দরজা খুলেন।।
সেই ব্যাটা হাসি দিয়া বলে
স্যার ঢুকা ফ্রি।।। কিন্তু বের হতে ৩০০০ টাকা লাগবে।।

জিম্বাবুয়েকে নিয়ে মজা করবেন না! যখন আমাদের কেউ ছিল না, তখন কেবল তারাই ছিল। এমন একটা সময় ছিল যখন টেস্ট প্লেয়িং কোনো দল বা...
06/05/2024

জিম্বাবুয়েকে নিয়ে মজা করবেন না! যখন আমাদের কেউ ছিল না, তখন কেবল তারাই ছিল। এমন একটা সময় ছিল যখন টেস্ট প্লেয়িং কোনো দল বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খুব একটা খেলতে চাইতো না! কালেভদ্রে খেললেও বড় দলগুলো তাদের 'সি টিম' পাঠিয়ে দিতো বাংলাদেশের সঙ্গে খেলার জন্য! মানে বাংলাদেশ নাম শুনলেই দলগুলোর নাক ছেঁটকানো লেগেই থাকতো!

সেই কঠিন সময়টায় ত্রাতা হয়ে বাংলাদেশের পাশে ছিল ক্রিকেট জিম্বাবুয়ে। তখন জিম্বাবুয়ে শক্তিশালী দল হিসেবেই বিশ্বক্রিকেটে অন্যান্য বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছিলো! তবুও তারা বাংলাদেশকে এতটুকুও অসম্মান করেনি, নাক ছেঁটকায়নি ; বরং বাংলাদেশের বিপক্ষে তারা তাদের পূর্ণ শক্তির দল নিয়েই খেলতো সবসময়! সেসময়ের ছোট সেই বাংলাদেশের পাশে এভাবেই সবসময় থাকতো ক্রিকেট জিম্বাবুয়ে!

বাংলাদেশ ক্রিকেটে জিম্বাবুয়ের অবদান ভুলার নয়।

03/05/2024

সুন্দর আয়োজন।

“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গে...
30/04/2024

“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-

: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ?

সে বল্লো -
: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন ।

রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক রাখাল ছাগল চড়াচ্ছিলো , সে বললো-

: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন ? একটু পরেই তাে ঝুম বৃষ্টি হবে !

রাজা রেগে বল্লেন -
: বেটা রাখালের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি ।

রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলাে ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ রাখাল ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! রাখাল তো পড়লাে মহা বিপদে! সে তাে আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-

: মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।

রাজা বল্লো -
: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি !

রাখাল উত্তর দিল ,
: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে !

তারপর রাজা রাখালকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলােতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়।”
Collected

14/04/2024

প্রকাশ্য দানের চেয়ে গোপন দান আল্লাহ পছন্দ করেন বেশি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা যদি প্রকাশ্যে দান কর তবে তা ভালো। আর যদি গোপনে দান কর তাহলে আরও ভালো, (সূরা আল-বাকারা, আয়াত-২৭১)। গোপন দানের মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসূল (সা.) বলেন, ‘কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তখন আল্লাহতায়ালা সাত শ্রেণির মানুষকে তাঁর আরশের নিচে আশ্রয় দেবেন। তাদের মধ্যে একজন হল ওই ব্যক্তি যে এমন গোপনে দান করত, ডান হাত দান করত বাম হাত টেরও পেত না (বুখারি)। অন্য হাদিসে রাসূল (সা.) বলেছেন, গোপন দান বড়ই বরকতময়। গোপন দানে আল্লাহর অভিমান কমে যায় (তাবরানি)। তাই আসুন! আমরা লোক দেখানো দান না করে প্রভুকে সন্তুষ্ট করার দান করি। আল্লাহতায়ালা আমাদের দান করার মানসিকতা তৈরি করার তাওফিক দিন। আমিন।

Address


Telephone

+8801989327939

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD.Ashiq Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD.Ashiq Iqbal:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share