11/10/2025
ঠকাচ্ছো যেনেও ছেড়ে দেই নি। এর থেকে বেশি কে ভালোবাসবে বলো? জানতাম ছেড়ে যাবে, তবুও ছেড়ে যাই নি। ভাবতাম কিছু সুন্দর সময় হোক, এগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকবো। সবাই বলতো থাকবে না। মনরে বোঝাইতাম, সবাই ভুল তুমি সঠিক। কত প্রমাণ দেখেও দেখিনি। এর থেকে বেশি কে ভালোবাসবে বলো?