Imam Hossain-ইমাম হুসাইন

Imam Hossain-ইমাম হুসাইন আমার টাইমলাইন যেন সদকায়ে জারিয়া হয়।

*জুম'আ মোবারক* #জুম'আ
21/11/2025

*জুম'আ মোবারক*

#জুম'আ

14/11/2025

মুসলিম পোশাকের ৮টি মূলনীতি

১. পোশাক সতর যোগ্য হওয়া। (সূরা আরাফ (৬)
* পুরুষের সর- নাভী থেকে হাটু পর্যন্ত।
পরপুরুষের সামনে নারীর চেহারা, হাত-পা সহ পূর্ণ শরীর।
* তিন ধরনের পোশাক সতর ঢাকতে অক্ষম- [এক] পরিমাপে ছোট [দুই] পাতলা [তিন] আঁটসাঁট, টাইটফিট।

২. বেশ-ভূষায়, সাজ-সজ্জা ও শোভা অর্জন করা। (সূরা আরাফ-২৬)
৩. পোশাকে বিধর্মীদের অনুকরণ ও সাদৃশ্য না হওয়া। (আবু দাউদ-৪০৩১)
৪. পোশাক পরিধানে অহংকার না থাকা। (সহীহ বুখারী-৫৭৮৯)
৫. পুরুষের পোশাক টাখনুর নীচে না হওয়া। (সহীহ বুখারী-৫৭৮৭)
৬. নারী-পুরুষ একে অন্যের পোশাক না পরা। (সহীহ বুখারী-৫৮৮৫)
৭. পুরুষের পোশাক রেশমী না হওয়া। (সুনানে তিরমিযী-১৭২০)
৮. পুরুষের পোশাক নিষিদ্ধ রঙের না হওয়া। (সহীহ মুসলিম-২০৭৭)

জাফরান, গাঢ় হলুদ, কুসুমী এবং গাঢ় লাল এই চারটি রঙ পুরুষের জন্য মাকরুহে তাহরিমী।

ইদানিং দেখা যাচ্ছে, হুজুর নামধারী কিছু লোক রঙিন জগতের নারীদের বিয়ে করে হেদায়েতের পথে আনার দায়িত্ব ইজারা নিয়ে রীতিমতো মাস...
18/10/2025

ইদানিং দেখা যাচ্ছে, হুজুর নামধারী কিছু লোক রঙিন জগতের নারীদের বিয়ে করে হেদায়েতের পথে আনার দায়িত্ব ইজারা নিয়ে রীতিমতো মাসনা, সুলাসা, রুবায়ার ইন্ডাস্ট্রি খুলে বসেছে।

ইমাম নাসাঈ (র) বর্ণনা করেন, একদা একজন সাহাবী উম্মে মাহযুল নামক এক ব্যভিচারিণী নারীকে বিয়ে করবার জন্য রাসূলুল্লাহ (সা) এর নিকট অনুমতি চাইলেন, তখন রাসূল (সা) তাকে সূরা নূরের ৩ নং আয়াত পাঠ করে শোনালেন।

"ব্যভিচারী পুরুষ-ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করে না এবং ব্যভিচারিণী নারী, তাকে ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না, আর মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে।"

আমার প্রশ্ন - তাদের বিয়ে করে নিজেদের কি প্রমাণ করলেন?

17/10/2025

বিয়ে আর ব্যভিচারের মধ্যে পার্থক্য হচ্ছে, বিয়ে ঘোষণা দিয়ে উৎসবের মতো আয়োজন করে হয় আর ব্যভিচার চলে অতি সংগোপনে। বিয়েতে আনন্দ উৎসবের তাগিদ দেওয়া হয়েছে। যেমন মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে-

عَنْ أَبِي بَلْجٍ، قَالَ:، ، قُلْتُ لِمُحَمَّدِ بْنِ حَاطِبٍ: إِنِّي قَدْ تَزَوَّجْتُ امْرَأَتَيْنِ، لَمْ يُضْرَبْ عَلَيَّ بِدُفٍّ، قَالَ بِئْسَمَا صَنَعْتَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ فَصْلَ مَا بَيْنَ الْحَلَالِ وَالْحَرَامِ الصَّوْتُ يَعْنِي الضَّرْبَ بِالدُّفِّ

আবু বালজ ফাজারী (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি মুহাম্মদ ইবনে হাতিবকে বললাম: আমি দুটি মহিলাকে বিয়ে করেছি, কিন্তু আমার জন্য কোন দফ বাজায়নি। তিনি বললেন: তুমি কত খারাপ কাজ করেছ। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "যা হালাল এবং যা হারাম তার মধ্যে পার্থক্য হল শব্দ, অর্থাৎ দফ বাজানোর আওয়াজ। (মুসনাদ আহমদ, ১৮২৮০)

বিবাহের সাথে সামাজিক নিরাপত্তা, দায়িত্ব, স্বীকৃতি আবশ্যক হয়। একটি সুন্দর সমাজ গঠনে বিবাহের ভূমিকা অসীম। বিবাহ বহির্ভূত সম্পর্কে সামাজিক নিরাপত্তা যেমন থাকে না তেমনি সেই মেয়ের দায়িত্ব কেউ নেয় না আবার সন্তান হলে তার স্বীকৃতিও মিলে না। এজন্য বিবাহ হতে হবে সবাইকে জানিয়ে আনন্দ উৎসব করে। আমাদের বিয়ে আর জানাযা যেন এক না হয়ে যায়।

বহু বিবাহ ইসলামে নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে জায়েজ করা হয়েছে। হিজরতের মাত্র তিন বছরের মধ্যে বড় বড় দুইটি যুদ্ধ সংগঠিত হয়। সেখানে ৮০ এর অধিক সাহাবী (বদর ১৪ জন ও উহুদ ৭০ জন) শহিদ হন। মুষ্ঠিমেয় মুসলমাদের মাঝে বিশাল সংখ্যক নারী বিধবা এবং অসংখ্য শিশু এতিম হয়ে যায়। এ অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তায়ালা এতিম শিশুদের লালন-পালন এবং বিধবা নারীদের দায়িত্ব নিতে নাযিল করেন-

"এবং ইয়াতীমদেরকে তাদের ধন-সম্পদ প্রদান কর এবং ভালোর সাথে মন্দের বদল করো না এবং তাদের মাল নিজেদের মালের সঙ্গে মিশিয়ে গ্রাস করো না, নিশ্চয় এটা মহাপাপ। যদি তোমরা আশঙ্কা কর যে, (নারী) ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমত দুই-দুই, তিন-তিন ও চার-চার জনকে বিবাহ কর, কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে, তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে; এটাই হবে অবিচার না করার কাছাকাছি।" (সূরা আন নিসা, ২-৩)

ইসলামের এমন একটি জনকল্যাণমূলক বিধানকে কিছু বিকৃতমনারা নিজেদের খাহেশাত পূরণের হাতিয়ার বানিয়েছে। রীতিমত মাসনা, সুলাসা, রুবায়ার ইন্ডাস্ট্রি বানিয়ে অনলাইনে ঘোষণা দেয়- ‘আমার সব ফ্লেবারের বউ আছে’। কাউকে ভালো না লাগলে তালাক দিয়ে আবার আরেকটা করে। আবার অনেকে জেলায় জেলায় বিয়ে করে রাখে। সাক্ষী দুইজন ছাড়া পৃথিবীর কেউ জানে না তারা স্বামী-স্ত্রী!

এক্সট্রিম বা বাড়াবাড়ি যারা করে তাদের মাঝেই ঝামেলা আছে। শাহবাগীরা সারাদিন নারী মুক্তির আন্দোলন করে রাতে কাজের মেয়ের গায়ে কেরসিন ঢেলে আগুন দেয় আর অতি ইসলামিষ্ট ভন্ডরা ওয়াজ করে এসে বউ পিটায়।

আরে ভাই আল্লাহ এক বিয়েতে শান্তি এবং বরকত রাখছেন যদি না হত তাহলে আদম (আ) এর জন্য একাধিক স্ত্রী বানাতেন।


fans
#বহুবিয়ে

*জুম'আ মোবারক* fans
16/10/2025

*জুম'আ মোবারক*


fans

আজকের আলোচনা- 'আল কুরআনের মর্যাদা, অবমাননাকারীর শাস্তি ও আমাদের করণীয়'
10/10/2025

আজকের আলোচনা-

'আল কুরআনের মর্যাদা, অবমাননাকারীর শাস্তি ও আমাদের করণীয়'

14/09/2025

لاَ تَسُبُّوْا الْأَمْوَاتَ ، فَتُؤْذُوْا الْأَحْيَاءَ

‘‘তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কখনো গালি দিও না। কারণ, তাতে জীবিতরাও কষ্ট পায়’’।

(তিরমিযী, হাদীস ১৯৮২)

ঘটনা যদি উলটা হলে তাহলে অবস্থা কি হতো চিন্তা করেন তো!
03/09/2025

ঘটনা যদি উলটা হলে তাহলে অবস্থা কি হতো চিন্তা করেন তো!

31/08/2025

আসুন এই রবিউল আওয়ালে প্রিয় নবিজি (স) এর একটা জীবনী হলেও পড়ি।

*আগামীকাল রবিউল আওয়াল মাসের প্রথম জুম'আয় রাসূল (স) এর জীবনী থেকে ধারাবাহিক আলোচনায় থাকছে ইনশা আল্লাহ- "খন্দক যুদ্ধের মর্...
28/08/2025

*আগামীকাল রবিউল আওয়াল মাসের প্রথম জুম'আয় রাসূল (স) এর জীবনী থেকে ধারাবাহিক আলোচনায় থাকছে ইনশা আল্লাহ-

"খন্দক যুদ্ধের মর্মান্তিক ঘটনা, কারণ ও বিবরণ"



#জুম'আ

Address

বায়তুল হেরা জামে মসজিদ, মুজগুন্নি
Khulna
9100

Telephone

+8801914792347

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam Hossain-ইমাম হুসাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imam Hossain-ইমাম হুসাইন:

Share