15/09/2025
চুয়াডাঙ্গা জেলায় এবার প্রকাশ্য সদর জেলা ছাত্রলীগের সভাপতি।
৫ই আগষ্ট পরবর্তী সময়ে চুয়াডাঙ্গা জেলার সদর থানা ছাত্রলীগের সভাপতিকে প্রকাশ্য মানববন্ধনে উপস্থিত থাকতে দেখা গেছে। জেলার পুলিশ সুপারের পদায়ন আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের মানববন্ধনে তার উপস্থিতি জেলায় আলোড়ন তৈরি হয়েছে। সচেতন মহল মনে করছে, জুলাই আন্দোলনে সন্ত্রাসীর ভুমিকায় থাকা এই ব্যক্তি এখনো কিভাবে বাইরে ঘুরাফেরা করছে তা তাদের বোধগম্য নই। আর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে এই ব্যক্তির যোগাযোগ থাকার বিষয়ে অনেকেই মনে করছেন। জেলার আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে আশু পদক্ষেপ নিবে বলে জেলার সচেতন মহল মনে করছে।