01/10/2025
শুভ জন্মদিন “তামিম হাসান” (Tamim Hasan)
আজ পহেলা ০১ অক্টোবর‚২০২৫ শিল্প ও সাহিত্যের কাগজ পাক্ষিক ভোরের আলো ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা,সম্পাদক ও প্রকাশক তামিম হাসানের শুভ জন্মদিন।গত ৭ বছর আগে শিল্প ও সাহিত্যের কাগজ “পাক্ষিক ভোরের আলো” ম্যাগাজিনের যাত্রা শুরু হয়েছিলো তার হাত ধরেই।
দীর্ঘ সাত বছরের এ পথচলায় নানা বাধা বিপত্তি পেরিয়ে নিরলসভাবে কাজ করেছেন তিনি।মূলত তরুণ প্রজন্মের সৃজনশীল প্রতিভাকে প্রকাশ করতে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে সে।বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে তাদের সৃষ্টিশীল শৈল্পিক কাজ ও লেখা গুলোকে প্রকাশ করে যাচ্ছেন নতুন আঙ্গিকে সবার সামনে। পাক্ষিক ভোরের আলো’র সম্পাদক ও প্রকাশক তামিম হাসান পেশায় ডি.টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পড়াশুনা করছেন (বস্ত্রকৌশল) 𝐃𝐢𝐩𝐥𝐨𝐦𝐚 𝐈𝐧 𝐓𝐞𝐱𝐭𝐢𝐥𝐞 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 নিয়ে।সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট খুলনার ওয়েট প্রসেসিং অনুষদ থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন তিনি। সম্প্রতি তিনি ইন্ড্রাস্টিয়াল ট্রেইনিং ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন ঢাকার সাভারে অবস্থিত আরন ডেনিম লিমিটেড ডেনিম ইন্ড্রাস্টি থেকে।
শখের বশেই তিনি লেখালেখি করেন এবং ম্যাগাজিন সম্পাদনা করেন।তাছাড়াও বাংলাদেশের জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রজন্ম পাতায় ফিচার রাইটার হিসেবে কাজ করেন তিনি।দৈনিক খবরের কাগজ পত্রিকায় ফ্যাশন প্লাস ডেস্ক ও বিরতি ডেস্কে ফিচার নিউজ রিপোর্টার হিসেবেও কাজ করেছেন।তাছাড়া জাতীয় দৈনিক প্রথম আলো,দৈনিক কালের কন্ঠ পত্রিকাতেও লেখালেখি করেন।২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত খুলনার আঞ্চলিক পত্রিকা দৈনিক খুলনাঞ্চল,দৈনিক কালান্তার,দৈনিক জন্মভূমি,খুলনা টাইমস ইত্যাদি পত্রিকাতে সাহিত্য পাতায় লেখালেখি করেছেন দীর্ঘ সময় ধরে। তামিম হাসানের লেখা প্রথম বই কাব্যগ্রন্থ “বিষণ্ণ বিলাস” ই-বুক সংস্করণে ২০২১ সালে প্রকাশিত হয়েছিলো।
শুভেচ্ছায়
প্রচার ব্যবস্থাপক,
Team Pakkhik-Bhorer-Alo
magazine