29/12/2023
ফ্রিল্যান্সিং আসলে কি ? মানুষ কেন ফ্রীল্যান্সিং করে ?
ফ্রিল্যান্সিং বলতে বুঝায় এমন একটি পেশা, যা কারো অধীনে না থেকে নিজের মেধাশক্তিকে ব্যবহার করে বৈধ উপায়ে স্বাচ্ছন্দ্যের সাথে পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই অনলাইনে আয় করা এবং বেকারত্ব দূরীকরনে ভূমিকা রাখা। সারাবিশ্বে এবং সেই সাথে আমাদের দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফ্রীল্যান্সিং পেশার মাধ্যমে রেমিট্যান্স দেশে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যা দেশের বেকারত্ব দূরীকরণে সহায়ক হতে পারে। ফ্রীল্যান্সিং এর মাধ্যমে কাজ করা মানুষেরা আত্মনির্ভরশীল হয়ে থাকেন । তাই, ফ্রিল্যান্সিংকে বলা হয় স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা ।
এ মাধ্যমে,ব্যক্তি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কাজ খুঁজে বের করে নিজের ইচ্ছে মত কাজ করেন। আর যারা এভাবে স্বাধীন হয়ে ফ্রীল্যান্সিং এর কাজ করেন, তাদের “ফ্রীল্যান্সার ” বলা হয় ।
বর্তমানে,ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েব-সাইট গুলির মাধ্যমে, এই ফ্রিল্যান্সাররা নানান ধরণের কাজ,যেমন,ডাটা এন্ট্রি, লোগো ডিজাইন ,কন্টেন্ট রাইটিং ইত্যাদি কাজ খুঁজে, সেগুলি তারা তাদের বায়ারদের জন্য নির্ধারিত সময়ে পুরো করেন।এবং প্রজেক্ট গুলো পুরো করার বিনিময়ে বায়াররা তাদেরকে অর্থ প্রদান করেন।
এ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করার সুবিধে অনেক । ফ্রিল্যান্সিং পেশায় আপনি নিজেই ঠিক করতে পারবেন যে, আপনি কতটুকু সময় কাজ করতে চান বা কতটুকু সময় কাজ করতে পারবেন । এবং এই কাজ আপনি পার্ট টাইম( part- time) করবেন না ফুল টাইম( full- time).
তাছাড়া, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নেয়া কাজ গুলি করার জন্য আপনার বিশেষ কোন জায়গার প্রয়োজন হবেনা । কারণ, প্রায় সব ধরণের কাজ করার জন্য আপনার কেবল একটি ল্যাপটপ বা কম্পিউটারেরএবং তার সাথে ইন্টারনেট কানেক্ট প্রয়োজন ।
যা, আপনি নিজের ঘরে বসে বা কোথাও ঘুরতে গেলে সেখানে বসেই করতে পারবেন ।সামগ্ৰিক তথ্য সমূহ হতে ফ্রিল্যান্সিং সম্পর্কে নানাবিধ ধারণা পাওয়া যায়।