Tarun Sardar

Tarun Sardar I am a social media marketer

19-02-2024,Md.Mojahidullah Maruf Sir Amader Social Media Account Er Class Kore Onek Kichu Jante Parlam
20/02/2024

19-02-2024,Md.Mojahidullah Maruf Sir Amader Social Media Account Er Class Kore Onek Kichu Jante Parlam

ফেসবুক মার্কেটিং কি :-ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ফেসবুক ব্যবহার করে কোনো একটি প্রতিষ্ঠানের পন্য ও স...
10/01/2024

ফেসবুক মার্কেটিং কি :-

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ফেসবুক ব্যবহার করে কোনো একটি প্রতিষ্ঠানের পন্য ও সেবার মান প্রচারনা করা হয়। এটাকে ফেসবুক মার্কেটিং বলা হয় এই কারনে যে আপনি আপনার পন্য বা সার্ভিসটি ফেসবুক এর মাধ্যমে সবার কাছে পৌঁছে দিচ্ছেন। সেটা হতে পারে ছবির মাধ্যমে,কোনো শর্ট ভিডিও এর মাধ্যমে,অথবা কন্টেন্ট আকারে লেখার
মাধ্যমে।

বর্তমান সময়ে স্যোসাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তার মধ্যে ফেসবুক একটি অন্যতম মাধ্যম।বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 742 কোটি।যার মধ্যে প্রায় 1.5 বিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছে।প্রতিদিন মিনিমাম 30 মিনিট সময় ফেসবুকে ব্যয় করেনা এমন লোকের সংখ্যা খুবই কম।সুতরাং বুঝতে যায় যদি সঠিক নিয়মে ফেসবুক মার্কেটিং শিখতে পারা এবং ফেসবুক মার্কেটিং করা যায় তাহলে কত সহজে কোনো পন্যের মান বা সেবা মানুষের কাছে পৌছানো যায়।

ফেসবুক মার্কেটিং কত প্রকার :-

ফেসবুক মার্কেটিং মূলত দুইভাবে করা যায়।

1.ফ্রি ফেসবুক মার্কেটিং।
2.পেইড ফেসবুক মার্কেটিং।

ফ্রি ফেসবুক মার্কেটিং কি :-

ফ্রি ফেসবুক মার্কেটিং বলতে বুঝায় যে মার্কেটিং করতে আপনার কোনো টাকা বা ডলার খরচ করতে হয় না। অর্গানিক উপায়ে আপনার পন্য বা সার্ভিস কিছু মানুষের কাছে পৌছানো। সেটা হতে পারে কোনো ছবি বা ভিডিও ফেসবুকে পোস্ট করার মাধ্যমে।

পেইড ফেসবুক মার্কেটিং কি :-

টাকার বিনিময়ে যে মার্কেটিং গুলো করা হয় তাকে বলা হয় পেইড ফেসবুক মার্কেটিং।ফেসবুকের নিউজ ফিডে যে পোস্টগুলো স্পন্সরড লেখা থাকে সে সব পোস্টগুলো হলো পেইড ফেসবুক মার্কেটিং।

ফেসবুক মার্কেটিং করতে কি কি লাগবে :-

ফেসবুক মার্কেটিং করতে খুব বেশি কিছু লাগবে না।লাগবে ফেসবুক মার্কেটিং এর সঠিক নিয়ম জানা আর যেটা লাগবে সেটা হলো স্মার্ট এবং সুন্দর একটি ফেসবুক পেজ বা বিজনেস পেজ।

ফেসবুক মার্কেটিং করে আয় করার উপায় :-

ফেসবুক মার্কেটিং করে আপনি চাইলে ঘরে বসে প্রতি মাসে একটা ভালো উপার্জন করতে পারবেন। বর্তমানে এখন অনেক নামী দামী ব্রান্ড তাদের মার্কেটিং করে থাকে ফেসবুকের মাধ্যমে।আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক সেলিব্রিটি বা তারকা তাদের পেজ এর মধ্যে অনেক দামী ব্রান্ডের পন্যের ছবি পোস্ট করে থাকে।








Hi friends .........
03/01/2024

Hi friends .........








ভালো একটা নতুন বছরের আশায়।
01/01/2024

ভালো একটা নতুন বছরের আশায়।








ফেসবুক মার্কেটিং কি ??ফেসবুক মার্কেটিং হলো ব্যবসার এমন একটি প্রক্রিয়া যা অনলাইনের/ফেসবুকের মাধ্যমে কোনো পন্য মানুষের কা...
30/12/2023

ফেসবুক মার্কেটিং কি ??

ফেসবুক মার্কেটিং হলো ব্যবসার এমন একটি প্রক্রিয়া যা অনলাইনের/ফেসবুকের মাধ্যমে কোনো পন্য মানুষের কাছে প্রচার করে ব্যবসার উন্নতি ঘটানো । বর্তমানে সারাবিশ্বে মানুষ এখন অনলাইনে কেনাকাটার উপর বেশি নির্ভরশীল,এবং ফেসবুক হচ্ছে তার অন্যতম একটি প্লাটফর্ম। ফেসবুক হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যা বেশী সংখ্যক ফেসবুক ব্যবহারকারী মানুষের নিকট পন্যের মান সম্পর্কে ধারণা দিয়ে পন্যটি বিক্রি করা।

কিভাবে করবেন ফেসবুক মার্কেটিং ??

ফেসবুক একটি জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্লাটফর্ম,এবং দিনদিন এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে বিশ্বের 1.5 মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছে, আর 2.3 বিলিয়ন মানুষ প্রতিমাসে ফেসবুক ব্যবহার করছে । এখানে প্রায় 7 মিলিয়ন এর বেশি কোম্পানি ফেসবুক মার্কেটিং করছে সুতরাং ফেসবুক হতে পারে আপনার ব্যবসার প্রচার এবং প্রসার ঘটানোর একটি উল্লেখযোগ্য মাধ্যম ।

ফেসবুক মার্কেটিং কতপ্রকার ও কি কি ??

সাধারণত দুইভাবে ফেসবুক মার্কেটিং হয়ে থাকে তাই হলো : ফ্রি ফেসবুক মার্কেটিং এবং পেইড ফেসবুক মার্কেটিং । ব্যবসার ধরন অনুযায়ী ফ্রি ফেসবুক মার্কেটিং এবং পেইড ফেসবুক মার্কেটিং ব্যবহার করা হয়ে থাকে ।

কেন করবেন ফেসবুক মার্কেটিং ??

দিনদিন মানুষের জীবনযাত্রার মান উন্নতি হচ্ছে এবং যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হচ্ছে । আমরা প্রতিদিন ফেসবুকে অযথা সময় নষ্ট করি । সেই সময় টা যদি আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করে বাস্তবরুপ দিতে পারি, তাহলে ভালো পরিমাণ টাকা উপার্জন করে সাবলম্বী হওয়া সম্ভব ।

ফেসবুক মার্কেটিং করতে কি কি লাগে ??

ফেসবুক মার্কেটিং করতে তেমন কিছু লাগে না ।শুধু প্রয়োজন ফেসবুক মার্কেটিং এর সঠিক নিয়ম জানা এবং একটি “ফেসবুক পেজ” দক্ষতা আর হলো ধৈর্য্য ।তাছাড়া আপনি আপনার ব্যক্তিগত আইডি ব্যবহার করেও ফেসবুক মার্কেটিং করতে পারবেন । সুতরাং আমাদের উচিত সঠিক পথ টাকে বেছে নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া ।

পরিশেষে বলতে পারি,ফেসবুক মার্কেটিং এ আমরা শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে খুব সহজে মানুষের প্রয়োজনীয় পন্য বিক্রি করতে পারি ।

ফ্রিল্যান্সিং আসলে কি ? মানুষ কেন ফ্রীল্যান্সিং করে ?ফ্রিল্যান্সিং বলতে বুঝায় এমন  একটি পেশা, যা কারো অধীনে না থেকে নিজ...
29/12/2023

ফ্রিল্যান্সিং আসলে কি ? মানুষ কেন ফ্রীল্যান্সিং করে ?

ফ্রিল্যান্সিং বলতে বুঝায় এমন একটি পেশা, যা কারো অধীনে না থেকে নিজের মেধাশক্তিকে ব্যবহার করে বৈধ উপায়ে স্বাচ্ছন্দ্যের সাথে পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই অনলাইনে আয় করা এবং বেকারত্ব দূরীকরনে ভূমিকা রাখা। সারাবিশ্বে এবং সেই সাথে আমাদের দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফ্রীল্যান্সিং পেশার মাধ্যমে রেমিট্যান্স দেশে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যা দেশের বেকারত্ব দূরীকরণে সহায়ক হতে পারে। ফ্রীল্যান্সিং এর মাধ্যমে কাজ করা মানুষেরা আত্মনির্ভরশীল হয়ে থাকেন । তাই, ফ্রিল্যান্সিংকে বলা হয় স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা ।

এ মাধ্যমে,ব্যক্তি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কাজ খুঁজে বের করে নিজের ইচ্ছে মত কাজ করেন। আর যারা এভাবে স্বাধীন হয়ে ফ্রীল্যান্সিং এর কাজ করেন, তাদের “ফ্রীল্যান্সার ” বলা হয় ।

বর্তমানে,ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েব-সাইট গুলির মাধ্যমে, এই ফ্রিল্যান্সাররা নানান ধরণের কাজ,যেমন,ডাটা এন্ট্রি, লোগো ডিজাইন ,কন্টেন্ট রাইটিং ইত্যাদি কাজ খুঁজে, সেগুলি তারা তাদের বায়ারদের জন্য নির্ধারিত সময়ে পুরো করেন।এবং প্রজেক্ট গুলো পুরো করার বিনিময়ে বায়াররা তাদেরকে অর্থ প্রদান করেন।

এ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করার সুবিধে অনেক । ফ্রিল্যান্সিং পেশায় আপনি নিজেই ঠিক করতে পারবেন যে, আপনি কতটুকু সময় কাজ করতে চান বা কতটুকু সময় কাজ করতে পারবেন । এবং এই কাজ আপনি পার্ট টাইম( part- time) করবেন না ফুল টাইম( full- time).

তাছাড়া, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নেয়া কাজ গুলি করার জন্য আপনার বিশেষ কোন জায়গার প্রয়োজন হবেনা । কারণ, প্রায় সব ধরণের কাজ করার জন্য আপনার কেবল একটি ল্যাপটপ বা কম্পিউটারেরএবং তার সাথে ইন্টারনেট কানেক্ট প্রয়োজন ।

যা, আপনি নিজের ঘরে বসে বা কোথাও ঘুরতে গেলে সেখানে বসেই করতে পারবেন ।সামগ্ৰিক তথ্য সমূহ হতে ফ্রিল্যান্সিং সম্পর্কে নানাবিধ ধারণা পাওয়া যায়।







27/12/2023

Nice View. # Bangladesh

💕💕💕💕Happy  Freelancing 💕💕💕💕
23/12/2023

💕💕💕💕Happy Freelancing 💕💕💕💕






কনটেন্ট : কোন একটা  টপিককে সুশৃংঙ্খল  ও গঠনমূলকভাবে বুঝিয়ে  দেওয়াকে কনটেন্ট বলে। সাধারণত কনটেন্ট  বলতে আপনার  সামনে বসে ...
22/12/2023

কনটেন্ট :
কোন একটা টপিককে সুশৃংঙ্খল ও গঠনমূলকভাবে বুঝিয়ে দেওয়াকে কনটেন্ট বলে। সাধারণত কনটেন্ট বলতে আপনার সামনে বসে যাহারা আপনার কথাগুলো শুনে ধারণা পেয়ে নতুন নতুন শব্দ দিয়ে কোন শিরোনাম কিংবা হেডলাইন তৈরি করাটাই কনটেন্ট। উদাহরণ হিসেবে বলতে পারি খুলনার সুন্দরবনের প্রাকৃতিক মধু খুবই খাঁটি
কনটেন্ট কে চার ভাগে ভাগ করা হয়েছে :
১.লিখিত কনটেন্ট :
লেখার মাধ্যমে কোন বিষয় সুসম্পন্ন করা হয় তাকে লিখিত কন্টেন্ট বলে।
২.ভিডিও কনটেন্ট :
চলমান ক্রিকেট খেলার দৃশ্য ভিডিও করে যে ভিডিও তৈরি করা হয় তাকে ভিডিও কন্টেন্ট বলে। উদাহরণ হিসেবে বলতে পারি ইউটিউবের ভিডিও।
৩.ইমেজ কন্টেন্ট :
অনেকগুলো ছবির মাধ্যমে কোন কাঠামোর গঠনমূলক ভাব বুঝানোকে ইমেজ কন্টেন্ট বলে ।
৪.অডিও কনটেন্ট :
ভয়েস এর মাধ্যমে কন্ঠস্বরের মাধ্যমে কোন কাজ সুসম্পন্ন করাকে অডিও কনটেন্ট বলে।
একজন দক্ষ কনটেন্ট রাইটার হতে হলে প্রথমত তার মাতৃভাষার উপর প্রচুর অধ্যয়ন করতে হবে এবং অনুশীলন করতে হবে ।তাহলে সে একজন দক্ষ কনটেন্ট রাইটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব ।
নিজের মেধা ও শিক্ষাকে কাজে লাগিয়ে প্রাঞ্জল ভাষায় নতুন নতুন কন্টেন্ট লেখার অভ্যাস গড়ে তুলতে হবে । অন্যের কোন লেখা কপি পেস্ট করা থেকে বিরত থাকতে হবে ।
কনটেন্ট গ্রহনযোগ্যতা পায় শিরোনামের উপর । মনে রাখতে হবে শিরোনাম সীমিত ভাষায় লিখে মূল বিষয়বস্তু ফুটিয়ে তুলতে হবে ।

Address

Hadda Koyra Khulna
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Tarun Sardar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarun Sardar:

Share