Daily Salah

Daily Salah And establish prayer and give zakah and obey the Messenger - that you may receive mercy.[24:56]

09/07/2024

Warning ⚠️☠️❌

❌Fake Ai Generated Voice
✅কোনো কিছুর সত্যতা যাচাই করার আগে বিশ্বাস করবেন না। এই নতুন প্রবর্তিত প্রযুক্তির ব্যাপারে সতর্ক থাকুন।

15/05/2024

-আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শায়েখ!❤️‍🩹🥹
-ওইসব ভন্ড মাজার পূজারী তাহেরি আপনার কিছুই করতে পারবে না ইনশা আল্লাহ্।

18/04/2024

কালবে সালীম বা নিরোগ আত্মা তখনি হবে যখন কোনো মানুষের অন্তর তিনটি ব্যাধি থেকে মুক্ত হবেঃ
১- শির্ক থেকে মুক্ত হবে। তাওহীদ আঁকড়ে ধরবে। অন্তর শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত হবে।
২- বিদআত থেকে মুক্ত হবে। শুবুহাত তথা সন্দেহ-সংশয়ে পতিত হওয়া থেকে মুক্ত হয়ে সুন্নাহর উপর অটল থাকবে।
৩- গুনাহ থেকে মুক্ত হবে। শাহওয়াত তথা কু-প্রবৃত্তির চাহিদামুক্ত হয়ে আনুগত্যে নিজেকে প্রতিষ্ঠিত রাখবে।

17/04/2024

Surah Al-Fath
Shaykh Yasser Al Dosari 💖
#কুরআন

16/04/2024

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন,
“ইয়াহূদীদের যদি ইরাক বা অন্য কোনো জায়গায় রাষ্ট্র প্রতিষ্ঠা পায়, তাহলে রাফেযীরা হবে তাদের সবচেয়ে বড় সাহায্যকারী; কারণ তারা সর্বদা কাফির তথা মুশরিক, ইয়াহূদী, নাসারাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে, আর তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ও শত্রুতায় ইয়াহূদী, নাসারা ও মুশরিকদের সাহায্য করে থাকে।”
- মিনহাজুস সুন্নাহ ৩/৩৭৮।

13/04/2024

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন- রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
আল্লাহ্ তা’আলা পাক-পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবূল করে থাকেন। আল্লাহ্ তা’আলা মুমিনদের ঐ কাজই করার হুকুম দিয়েছেন যা করার হুকুম তিনি রাসূলদেরকে দিয়েছেন। আল্লাহ্ তা’আলা বলেছেন: (হে রাসূলগণ! পবিত্র বস্তু আহার করুন এবং নেক আমল করুন।) আল্লাহ্ তা’আলা আরো বলেছেন: (হে মুমিনগণ! আমরা তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার কর।)
তারপর তিনি (রাসূলুল্লাহ্) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে ও কাপড় ধুলোবালিতে ময়লা হয়ে আছে। অতঃপর সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে ও বলে: হে রব! হে রব! অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোষাক হারাম, সে হারামভাবে লালিত-পালিত হয়েছে; এ অবস্থায় কেমন করে তার দো’আ কবূল হতে পারে।.
📗গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস
অধ্যায়ঃ ১/ বিবিধ হাদিসসমূহ
হাদিস নম্বরঃ ১০

10/04/2024

আবূ হুরায়রা আব্দুর রহমান ইবনু সাখর রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন- আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: আমি তোমাদেরকে যেসব বিষয় নিষেধ করেছি, তা থেকে বিরত থাক। আর যেসব বিষয়ে আদেশ করেছি, যথাসম্ভব তা পালন কর। বেশী বেশী প্রশ্ন করা আর নবীদের সথে মতবিরোধ করা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে।

[📗গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস
অধ্যায়ঃ ১/ বিবিধ হাদিসসমূহ
হাদিস নম্বরঃ ৯

07/04/2024

বিশ্বাস করো যুবক
পীর সাহেবের দোহায় দিয়ে ধর্ম চলে না।
শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 🥰💖

07/04/2024

ইবনু উমার রাদিয়াল্লাহু ’আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
আমাকে হুকুম দেয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াই করতে যতক্ষণ পর্যন্ত না তারা এ কথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ছাড়া আর কোন সত্য ইলাহ্ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল। আর তারা সালাত কায়েম করে ও যাকাত দেয়। যদি তারা এরূপ করে তবে তারা আমার হাত থেকে নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করে নেবে, অবশ্য ইসলামের হক যদি তা দাবী করে তবে আলাদা কথা; আর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত।

[গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস]
অধ্যায়ঃ ১/ বিবিধ হাদিসসমূহ
হাদিস নম্বরঃ ৮

05/04/2024

এক পোষ্টে জাহমী পাড়ায় আগুন লেগে গেছে😷

05/04/2024

আবূ রুকাইয়্যা তামীম ইবনু আওস আদ্-দারী রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত হয়েছে- নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দ্বীন হচ্ছে শুভকামনা। আমরা জিজ্ঞেস করলাম: কার জন্য? তিনি বললেন: আল্লাহ্, তাঁর কিতাবের, তাঁর রাসূলের, মুসলিম নেতাদের এবং সকল মুসলিমের জন্য।

📗গ্রন্থঃ আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস
অধ্যায়ঃ ১/ বিবিধ হাদিসসমূহ
হাদিস নম্বরঃ ৭

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Salah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Salah:

Share