
28/10/2024
চাইলেই কি সবকিছু ভুলে যাওয়া সম্ভব!
জীবনে এমন কিছু ভুল আছে যা
কখনো শোধরাবার নয় ।
এমন কিছু মুহূর্ত আছে যা
ভোলার নয়।
এমন কিছু ঘটনা আছে
যা কখনো ঘটার ছিল না।
এমন কিছু মানুষ আছে
যে মানুষের প্রয়োজন
তোমার জীবনে মোটেই ছিল না।
দিন শেষে আমরা মানুষ
সবকিছু মেনে নিয়ে
সামনের দিকে অগ্রসর হওয়ার
নামি বুঝি জীবন।