Forex Review

Forex Review Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Forex Review, Social Media Agency, Vill:-Gopalpur Post:-Godaipur PS:-Paikgachha Dist:-Khulna, Khulna.

Forex trading provides opportunities for individuals and institutions to participate in the global currency markets, allowing them to speculate on exchange rate movements and potentially profit from fluctuations in currency values.

চার্ট:-টেকনিক্যাল এনালাইসিস এর ৩ টি জনপ্রিয় চার্ট হল:-১।লাইন চার্ট২।বার চার্ট৩। ক্যান্ডেলস্টিক চার্টএই ৩ প্রকারের চার্ট ...
20/08/2025

চার্ট:-
টেকনিক্যাল এনালাইসিস এর ৩ টি জনপ্রিয় চার্ট হল:-
১।লাইন চার্ট
২।বার চার্ট
৩। ক্যান্ডেলস্টিক চার্ট

এই ৩ প্রকারের চার্ট এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত চার্ট হল ক্যান্ডেলস্টিক চার্ট। জাপানিজ রাইস ট্রেডার Homma'r কাছ থেকে ক্যান্ডেলস্টিক ধারনাটি ফরেক্স মার্কেটে আসে।এটা দেখতে ক্যান্ডেল এর মত। এই চার্ট এর মাধ্যমে একটি নির্দিষ্ট দিনের বা ভিন্ন ভিন্ন সময়ে মার্কেট প্রাইস তথা ওপেন ক্লোজ হাই লো ইত্যাদি দেখা যায়। ক্যান্ডেলস্টিক চার্ট মার্কেট মুভমেন্ট ডিরেকশন দেয়।

ট্রেন্ড:-
এটি হলো মার্কেটের স্বাভাবিক গতিবিধি। মার্কেট ট্রেন্ড কখনও সোজাসুজি গতিতে চলে না। মার্কেট সবসময় প্রগতিশীল অর্থাং কখনও উদ্ধমুখী আবার কখনও নিম্নমুখী আবার মাঝেমধ্যে সমান্তরাল।

সাপোর্ট এন্ড রেসিস্টেন্স:-

টেকনিক্যাল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হলো সাপোর্ট এন্ড রেসিস্টেন্স। অর্থনীতির ভাষায় মার্কেটের চাহিদা ও যোগানের দুটি মিলিত পয়েন্ট এই সাপোর্ট এন্ড রেসিস্টেন্স। ফরেক্স মার্কেট যেহেতু অর্থনির্ভর একটি মার্কেট তাই এই ধারনা টি এখানে বেশ মুল্যবান।সঠিক সাপোর্ট এন্ড রেসিস্টেন্স এর মাধ্যমে আপনি বুঝবেন কখন ট্রেডে ঢুকবেন এবং কখন ট্রেড থেকে বের হবেন কিংবা কি পরিমান লাভ করবেন বা কতটুকু পরিমান লস নিবেন।

ফান্ডামেন্টাল এনালাইসিস :এককথায় ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন...
18/08/2025

ফান্ডামেন্টাল এনালাইসিস :
এককথায় ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভেলু নির্ধারন বা অনুধাবন করার একটি প্রক্রিয়া। আরও সহজ ভাবে বলা যেতে পারে কোন একটি দেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি ভ্যালুর যে পরিবর্তন ঘটে ত বিশ্লেষণ বা বের করার যে উপায় তাই হল ফান্ডামেন্টাল এনালাইসিস।

টেকনিক্যাল এনালাইসিস :
বিগত কয়েকদিনের মার্কেট চার্ট পড়ে পরবর্তী মার্কেট মুভমেন্ট কি হতে পারে তা বের করা বা বোঝার একটি পদ্ধতি।এটা বিভিন্ন চার্ট ট্রডিং টুল এবং মার্কেট তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে মার্কেট মুভমেন্ট কি হতে পারে তার একটি সহজ ও সার্বজনীন ট্রডিং পদ্ধতি। এতে করে ট্রডাররা পূর্বের ডাটা এনালাইসিস করে ট্রেড করতে পারে।বিশ্বের সকল ট্রডারদের কাছে এই পদ্ধতি খুবই জনপ্রিয়।

টেকনিক্যাল এনালাইসিস ৩টি বিশেষ নীতির মাধ্যমে কাজ করে:-
১।মার্কেট অ্যাকশন।
২।ট্রেন্ড এ প্রাইস মুভমেন্ট।
৩।ইতিহাস পুনরাবৃত্তি।

26/05/2025

ফরেক্স এ বেসিক টার্ম শেখা শেষে এখন জানা দরকার যে মার্কেট কখন আপ এ যাবে নাকি ডাউন এ যাবে।আন্দাজ বা ধারনা করে তো আর ট্রেড করা যায় না।আর তাই যদি হতো তবে শেখারও বা কি দরকার অর্থাং আমি বোঝাতে চেয়েছি কোনো ট্রেড ওপেন করার আগে তার একটি ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যাতে আপনার অর্ডারটি পজেটিভ হয়।আর ফরেক্স মার্কেটে আপনি যত বেশি ভালো বিশ্লেষক হতে পারবেন ততই ভালো প্রফিট করে নিতে পারবেন বা লস হবে না। আপনার প্রত্যেকটি অর্ডার এর পেছনে একটি ভালো গবেষণা থাকতে হবে তখনই আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন।যাই হোক আর কথা বাড়াচ্ছি না ফরেক্স মার্কেটে মূল এনালাইসিস এর জন্য অনেক পদ্ধতি আছে আমরা একে একে সকল ধরনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো

ফরেক্স ২ ধরনের এনালাইসিস এর মাধ্যমে আপনি ট্রড শুরু করতে পারেন:-

১/ফান্ডামেন্টাল এনালাইসিস
২/টেকনিক্যাল এনালাইসিস

ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যকার পার্থক্য টা খুবই সিম্পল। ফান্ডামেন্টাল এনালাইসিস এ প্রাইস যদি কোনো নিদিষ্ট সময়ে নিদিষ্ট একটি ডিরেকশনে যায় তখন টেকনিক্যাল এনালাইসিস বলতে পারে ওই প্রাইস এর ফাইনাল বা পরবর্তী মুভ কি হতে পারে। অনেকে প্রশ্ন করে যে কোন এনালাইসিস এ ট্রেড করবো।বিষয়টি আলাদা না করে দুটো মেথড কে একসাথে বা কম্বিনেশন করে ট্রড করুন তাহলে আপনার ট্রড হবে শক্তিশালী।।।।

Continue..........

21/05/2025

What is forex......?
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। ফরেক্স মার্কেটে আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।

How can earn by forex...?
আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন।এভাবে আপনি আয় করতে পারবেন।শেয়ার মার্কেটে শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy)আমরা প্রফিট করতে পারি।কিন্তু ফরেক্স মার্কেটে কোনো কারেন্সি শক্তিশালী অথবা দূর্বল হোক দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা।।।।।

What is সূচক.....?
বর্তমান দামকে সূচক বলে।।।

What is pips.....?
সূচকের প্রতি একক পরিবর্তনকে পিপস্ বলে।।।

what is Volume.....?
পিপস্ এর দাম নির্ধারন করাকে Volume বলে।।।

What is spread....?
sell & buy এর পার্থক্য কে স্প্রেড বলে।।।

What is Leverage....?
Company কতৃক যে লোন দেওয়া হয় তাকে লিভারেজ বলে।।।।

What is Time frame...?
সময়কে এনালাইসিস করার জন্য টাইম ফ্রেম ব্যবহার করা হয়।।।।

Continue...........

Address

Vill:-Gopalpur Post:-Godaipur PS:-Paikgachha Dist:-Khulna
Khulna
9281

Alerts

Be the first to know and let us send you an email when Forex Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share