20/08/2025
চার্ট:-
টেকনিক্যাল এনালাইসিস এর ৩ টি জনপ্রিয় চার্ট হল:-
১।লাইন চার্ট
২।বার চার্ট
৩। ক্যান্ডেলস্টিক চার্ট
এই ৩ প্রকারের চার্ট এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত চার্ট হল ক্যান্ডেলস্টিক চার্ট। জাপানিজ রাইস ট্রেডার Homma'r কাছ থেকে ক্যান্ডেলস্টিক ধারনাটি ফরেক্স মার্কেটে আসে।এটা দেখতে ক্যান্ডেল এর মত। এই চার্ট এর মাধ্যমে একটি নির্দিষ্ট দিনের বা ভিন্ন ভিন্ন সময়ে মার্কেট প্রাইস তথা ওপেন ক্লোজ হাই লো ইত্যাদি দেখা যায়। ক্যান্ডেলস্টিক চার্ট মার্কেট মুভমেন্ট ডিরেকশন দেয়।
ট্রেন্ড:-
এটি হলো মার্কেটের স্বাভাবিক গতিবিধি। মার্কেট ট্রেন্ড কখনও সোজাসুজি গতিতে চলে না। মার্কেট সবসময় প্রগতিশীল অর্থাং কখনও উদ্ধমুখী আবার কখনও নিম্নমুখী আবার মাঝেমধ্যে সমান্তরাল।
সাপোর্ট এন্ড রেসিস্টেন্স:-
টেকনিক্যাল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হলো সাপোর্ট এন্ড রেসিস্টেন্স। অর্থনীতির ভাষায় মার্কেটের চাহিদা ও যোগানের দুটি মিলিত পয়েন্ট এই সাপোর্ট এন্ড রেসিস্টেন্স। ফরেক্স মার্কেট যেহেতু অর্থনির্ভর একটি মার্কেট তাই এই ধারনা টি এখানে বেশ মুল্যবান।সঠিক সাপোর্ট এন্ড রেসিস্টেন্স এর মাধ্যমে আপনি বুঝবেন কখন ট্রেডে ঢুকবেন এবং কখন ট্রেড থেকে বের হবেন কিংবা কি পরিমান লাভ করবেন বা কতটুকু পরিমান লস নিবেন।