বইয়ের ঝুড়ি - Boiyer Jhuri

বইয়ের ঝুড়ি - Boiyer Jhuri ”বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মত।” -মার্কাস টুলিয়াস সিসারো

এখানে সকল ধরনের একাডেমিক ও ইসলামিক বই পাওয়া যায়

পর্ন আসক্তির অন্ধকার থেকে মুক্তির চূড়ান্ত গাইড!আপনি কি পর্ন-আসক্তির অন্ধকারে ডুবে গিয়ে জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন? ...
18/12/2024

পর্ন আসক্তির অন্ধকার থেকে মুক্তির চূড়ান্ত গাইড!

আপনি কি পর্ন-আসক্তির অন্ধকারে ডুবে গিয়ে জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন? হয়তো ভাবছেন, মুক্তির কোনো উপায় নেই। কিন্তু আপনি ভুল করছেন! 'ঘুরে দাঁড়াও' বইটি শুধু মুক্তির পথই দেখাবে না, বরং আপনাকে একজন আত্মবিশ্বাসী, সফল এবং সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে তুলবে।

এটা কোনো সাধারণ অনুপ্রেরণামূলক কথাবার্তার বই নয়। এটি আপনার জীবনের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। উইল-পাওয়ার দিয়ে সব সম্ভব নয়, কিন্তু একটি কার্যকর সিস্টেম দিয়ে সম্ভব—এটাই এই বইয়ের মূলমন্ত্র।

প্রতিটি অধ্যায় মানেই একেকটি চ্যালেঞ্জ। আপনি শুধু বই পড়বেন না, বরং এর প্রতিটি অধ্যায় বাস্তবে প্রয়োগ করবেন। এটি হবে আপনার জীবনের একটি বাস্তব টাইমলাইন—একটি সংগ্রামের গল্প, যেখানে আপনি কেবল পর্ন-আসক্তি থেকে মুক্তি পাবেন না, বরং পুরোপুরি তা থেকে পরিত্রাণ পাবেন।

অভিজ্ঞ লাইফ কোচ ওয়ায়েল ইব্রাহিম তাঁর বাস্তব অভিজ্ঞতা দিয়ে এমন সব সিস্টেম তৈরি করেছেন যা আপনার জীবনে কার্যকর হবে। চ্যালেঞ্জ কী কী আসতে পারে, তা আগেভাগেই বলে দেওয়া আছে। আর কীভাবে সেগুলো মোকাবিলা করবেন, সেই পথও দেখানো আছে।

তবে এবার কি আপনি প্রস্তুত? নিজের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখুন বইটি আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে অন্ধকার কাটিয়ে আলোর পথের দিকে নিয়ে আসার জন্য।

ঘুরে দাঁড়াও (পেপারব্যাক)
by ওয়ায়েল ইব্রাহিম , মিনহাজ মোহাম্মদ (অনুবাদক)
TK. 240
অর্ডার করতে ক্লিক করুন:https://rkmri.co/TeIe53e52ASE/

কাকডাকা ভোরে আমরা সন্তানদের কোচিং ব্যাচের জন্য ঘুম থেকে তুলে দিই। কিন্তু আল্লাহর ফরজ বিধান সালাতের জন্য তাদের জাগানো আমা...
18/12/2024

কাকডাকা ভোরে আমরা সন্তানদের কোচিং ব্যাচের জন্য ঘুম থেকে তুলে দিই। কিন্তু আল্লাহর ফরজ বিধান সালাতের জন্য তাদের জাগানো আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। সালাতের জন্য উঠলে বাচ্চার শরীর খারাপ করবে, অথচ কোচিং-এর জন্য উঠলে কিছুই হবে না।

রামাদানের সময় পড়াশোনা বা পরীক্ষার অজুহাতে আল্লাহর ফরজ বিধান সিয়াম থেকেও আমরা সন্তানদের দূরে রাখি। কত বড় সাহস আমার! আমি কি নিজের সন্তানদের জন্য আল্লাহর ফরজ বিধানকে অপ্রয়োজনীয় ঘোষণা করছি?

সন্তানকে গান শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি—আমি আধুনিক, কালচারাল মাইন্ডেড। কিন্তু কুরআন শেখানোর কথা বললে বলি, “ওসব বড় হলে শিখে নেবে, যদি প্রয়োজন মনে করে।” মানে আমি নিজেই মনে করি না, এটা প্রয়োজনীয়।

সিয়াম রাখলে শরীর খারাপ হবে, ফজরের জন্য উঠলে অসুস্থ হয়ে পড়বে। তাই পড়ালেখা আর এ-প্লাস পেতে হলে সালাত-সিয়ামকে বাদ দিতেই হবে। কিন্তু আমার আর আমার সন্তানের মাঝে আল্লাহ কোথায়?

আল্লাহ চাইলে আমার এই সন্তানকেই আমার জন্য কঠিন পরীক্ষায় পরিণত করতে পারেন। তাঁর হুকুম আমি অবহেলা করছি, অথচ তিনিই আমাকে এই পরিবার দিয়েছেন। আল্লাহকে আমাদের জীবন থেকে সরিয়ে দিয়ে আমরা কি আসলে ভয়-ই পাচ্ছি না? যিনি আমাকে সবকিছু দিয়েছেন, তাঁর বিধান উপেক্ষা করে কি আমি তাঁর কাছে রক্ষা পাব?

অবাধ্যতার ইতিহাস (পেপারব্যাক)
by ডা. শামসুল আরেফীন
TK. 200
অর্ডার করতে ক্লিক করুন:https://rkmri.co/emRSAy3MoEoe/

সুমন্ত আসলাম-এর 'ডাঁটি ভাঙা চশমা রাফিদ' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ২৫% ছাড়ে!অর্ডার করতে👉 https://rkmri.co/eS0ompeMMeS2/ক্...
11/10/2024

সুমন্ত আসলাম-এর 'ডাঁটি ভাঙা চশমা রাফিদ' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ২৫% ছাড়ে!

অর্ডার করতে👉 https://rkmri.co/eS0ompeMMeS2/

ক্লাসে নতুন হিসেবে পড়া না পারায় শাস্তি পেতে হলো না রাফিদকে। তবে কেন যেন ওর ডাঁট ভাঙা চশমা দেখে খুব খেপে গেলেন স্যার। চশমাটা খেয়াল করতেই চিৎকার করে উঠলেন, 'ফ্যাশন করো, তাই না? ডাঁট ভাঙা চশমা পইরা ফ্যাশন করো?'

স্যারকে যতই ও বোঝানোর চেষ্টা করে, চশমার ডাঁটটা আসলেই ভেঙে গেছে, সে ফ্যাশন করার জন্য পরেনি, ততই বেশি রেগে গেলেন স্যার। একপর্যায়ে আঙুল তুলে বক্তৃতার মতো করে বলা শুরু করলেন, 'তোমরা মনে করো আমি হুজুর মানুষ, কিসসু বুঝি না, না? ছিঁড়া ছিঁড়া প্যান্ট পইরা রাস্তা দিয়া হাঁটো, তালিওয়ালা শার্ট পরো, চুলে কী সব লাগাইয়া খাড়া খাড়া কইরা রাখো, এখন আবার নতুন ফ্যাশন শুরু করছ, না? ডাঁটি ছাড়া চশমা পরা?'

রাফিদের মনে হলো এ যেন ফ্যাশনের বিরুদ্ধে স্যারের মহামিশন।

একরকম দৌড়ে এসে স্যার দাঁড়ালেন ওর সামনে, 'চশমা খোল, এখনই খোল বলতেছি।'
কথা বাড়াল না রাফিদ। চশমাটা খুলে টেবিলে রাখল নিঃশব্দে। আশেপাশে তাকাল তারপর-সবার অবয়ব দেখতে পাচ্ছে সে, কিন্তু কাউকেই স্পষ্ট দেখা যাচ্ছে না। ছায়ার মতো সবাই কেমন যেন হাত-পা নাড়ছে!

চলছে,
রকমারি ডিসকাউন্ট ধামাকা
১৩ অক্টোবর পর্যন্ত
- ২৫-৭০% পর্যন্ত ছাড়ে বই
- ৬০% পর্যন্ত ছাড়ে সুপারস্টোরের পণ্য

প্রায় প্রতিটা দম্পতির দাম্পত্যজীবনের অশান্তিগুলোর প্রধান কারণ হচ্ছে, পরস্পরের মনস্তত্ত্ব না বোঝা। স্ত্রীর সাথে পরিস্থিতি...
11/10/2024

প্রায় প্রতিটা দম্পতির দাম্পত্যজীবনের অশান্তিগুলোর প্রধান কারণ হচ্ছে, পরস্পরের মনস্তত্ত্ব না বোঝা। স্ত্রীর সাথে পরিস্থিতি বুঝে কী আচরণ করতে হবে, বোঝে না স্বামী। আবার স্বামীর সাথেও কোন পরিস্থিতিতে কী ব্যবহার করতে হবে, বোঝে না স্ত্রী। এভাবে সূচনা হয় দূরত্বের। দিনে দিনে গড়ায় বহু দূর…। অথচ এই না বোঝার প্রধান কারণ হলো, জেনেটিকভাবে নারী ও পুরুষের মধ্যে পৃথক পৃথকভাবে যে মনস্তত্ত্ব ও মানবসত্তা কাজ করে, উভয়েরই সে ব্যাপারে কোনো জ্ঞান না থাকা। এই বইটিতে মূলত পুরুষদেরকে স্ত্রী-জাতির মনস্তত্ত্ব বোঝাতে চেষ্টা করেছেন লেখক আদহাম শারকাভি। আরবের প্রখ্যাত সাহিত্যিক ও গুণী লেখক।

অর্ডার লিংক :https://rkmri.co/20pMymENR3pM/

একটা জীবনকে যাপন করে ফেলা সহজ কথা নয়। এখানে আছে ঘটনার ঘনঘটা, ব্যস্ততার ঝড়ো সময়, সুমধুর অবসর, সুস্পষ্ট দুপুর আর বিষাদে...
10/10/2024

একটা জীবনকে যাপন করে ফেলা সহজ কথা নয়। এখানে আছে ঘটনার ঘনঘটা, ব্যস্ততার ঝড়ো সময়, সুমধুর অবসর, সুস্পষ্ট দুপুর আর বিষাদের সন্ধ্যামালা। এইসবে জড়িয়ে ছড়িয়ে আমাদের গল্পগুলো বেড়ে উঠে নিজস্ব নিয়মে। স্বভাবতই সে গল্পের গতি একরৈখিক নয়; বহুমাত্রায়, বিবিধ ব্যঞ্জনায় গল্পগুলো বড় বিচিত্র রকম, কী বিষয়ে, কী বিন্যাসে।

সেই থেকে আসে শব্দ, বাক্য, বেদনা ও বিষাদ, আসে চিন্তা, অভিজ্ঞতা, আনন্দের অনুভব।
সাবের চৌধুরি তার অদ্ভুত সুন্দর ভাষায় আমাদেরকে শুনিয়েছেন জীবন থেকে তুলে আনা তেমনই কিছু গল্পকথা।

কোথাও নিঝুম হয়েছে কেউ (পেপারব্যাক)
by সাবের চৌধুরী
TK. 277
৩০% নিশ্চিত ছাড়ে প্রি-অর্ডার করতে ক্লিক করুণ :https://rkmri.co/eeTmm2NA0RR2/

সুফিতত্ত্ব সম্বন্ধে আমাদের সমাজে নানা ভ্রান্ত ধারণার প্রচলন রয়েছে। ইসলামের আধ্যাত্মিক দিককে জীবনে রূপায়ণের সাধনা থেকেই স...
10/10/2024

সুফিতত্ত্ব সম্বন্ধে আমাদের সমাজে নানা ভ্রান্ত ধারণার প্রচলন রয়েছে। ইসলামের আধ্যাত্মিক দিককে জীবনে রূপায়ণের সাধনা থেকেই সুফিতত্ত্বের উৎপত্তি হলেও পরবর্তীকালে আহলে শরিয়তের নিকট তা ছিল "বিদআত" তবে ইমাম আর আহম্মদ গাজ্জালি সুফিতত্ত সম্বন্ধে সে ভ্রান্ত ধারণার অপনোদন করে তাকে মুসলিম সমাজে শরিয়তসম্মত মারফতের পর্যায়ে উন্নীত করেছেন।

তদবধি সুফিতত্ত্ব মুসলিম জীবনে উচ্চ পর্যায়ে শ্রদ্ধা লাভে সমর্থ হয়েছে এবং আল্লাহর সঙ্গে ঐক্য লাভের পদ্ধতি বলে গণ্য হয়েছে।

কিন্তু এই সুফিতত্ত্ব আসলে কী এবং কেনো? এ সকল প্রশ্নের জট খুলে দিতেই লেখক মাওলানা আবদুর রাহীম হাযারী এই বই যেখানের তিনি সুফিতত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

সুফিতত্ত্বের আত্মকথা (হার্ডকভার)
by মাওলানা আবদুর রাহীম হাযারী
TK. 420
অর্ডার করতে ক্লিক-https://rkmri.co/leoeMMAE3eT5/

মাহফুজ রহমান-এর 'কং পাহাড়ে শয়তান' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ২৫% ছাড়ে!অর্ডার করতে👉 https://rkmri.co/ReEme2M3yAmm/সিজোফ্রে...
09/10/2024

মাহফুজ রহমান-এর 'কং পাহাড়ে শয়তান' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ২৫% ছাড়ে!

অর্ডার করতে👉 https://rkmri.co/ReEme2M3yAmm/

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মাকে হারানোর পর ঢাকায় ক্লাস নাইনে ভর্তি হয় যমজ ভাই রবি-সোম। ছুটিতে বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল। বাবা বিয়ে করছে শুনে প্রচণ্ড অভিমানে ওরা চেপে বসে বনগিরির বাসে। এই প্রথম অচেনার দিকে বেরিয়ে পড়া। স্রেফ ঘুরতে যাওয়া নয়, একে বরং বাস্তবতা থেকে পালিয়ে বাঁচার এক যাত্রাই বলা চলে। পার্বত্য জনপদে পথ দেখায় গাইড মজনু। কথা হয় বিলু ও ভিনদেশি রজারের সঙ্গে। বন্ধু হয় পাহাড়ি ছেলে প্রদীপ-নিউটন ও চটপটে কুকুর ভুলু। তবে ভয় ধরে যায় মেঘলা চিতার খবরে। আকরাম নামের লোকটা শুনিয়ে যায় একই কথা, 'পাহাড়ে শয়তানের আনাগোনা শুরু হইছে। সাবধান!'
তারপরও ওদের শেষ গন্তব্য কং পাহাড়। রোমাঞ্চঘেরা কং পাহাড় কোথায়? সেখানে কীভাবে শয়তানের খপ্পরে পড়ল বাংলাদেশের এক 'সম্রাট'? ভেনেজুয়েলা ও মালাবির দুই 'সম্রাট'ই-বা এতে জড়াল কেন? উত্তর আছে এই জমজমাট কিশোর উপন্যাসে!

চলছে,
রকমারি ডিসকাউন্ট ধামাকা
১০ অক্টোবর পর্যন্ত
- ২৫-৭০% পর্যন্ত ছাড়ে বই
- ৬০% পর্যন্ত ছাড়ে সুপারস্টোরের পণ্য

ইসলামি পরিভাষায় 'জাহিলিয়া'-র সময়ের খারাপ-ভালো যা কিছু ছিল, সেগুলো সম্পর্কে ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানার যাদের ...
09/10/2024

ইসলামি পরিভাষায় 'জাহিলিয়া'-র সময়ের খারাপ-ভালো যা কিছু ছিল, সেগুলো সম্পর্কে ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানার যাদের আগ্রহ আছে- তাদের জন্য এ বইটি সংগ্রহে রাখবার মতো হবে ইনশাআল্লাহ। কিন্তু যাদের এ সময় সম্পর্কে কিছু জানাকে ট্যাবু বলে মনে হয়, তাদের জন্য এ বই নয়; ওই যুগ নিয়ে কৌতূহলী ও জ্ঞানপিপাসুদের জন্যই আমার মতো করে এ লেখা। লেখা বলতে, এ সংক্রান্ত আমার প্রবন্ধ ও তথ্যসংকলন; আমার জানা সবকিছুকে মলাটবদ্ধ করার প্রচেষ্টা-
অন্তত যে যে বিষয়গুলো আমার মনে হয়েছে পাঠককে জানানো দরকার। বইটি শেষ করে আরও প্রশ্ন থাকলে সরাসরি আমাকে করে ফেলতে পারেন, জানা থাকলে উত্তর করার চেষ্টা করব!

আইয়ামে জাহিলিয়া বা আরবের অজ্ঞানতার যুগ সম্পর্কে পাঠ্যপুস্তকে পড়ে আসার সুযোগ হয়েছে অনেকেরই। কিন্তু ইসলামের আবির্ভাবের পূর্বে সেই আরব ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত জানিনি। কিন্তু তার মানে এই নয় যে এই ইতিহাস লিপিবদ্ধ নেই। সত্যি বলতে, সেই ইতিহাসের অনেক কিছুই রীতিমতো বিস্ময়কর! আমি চেষ্টা করেছি আমার মতো করে সে তথ্যগুলো তুলে আনার। তৎকালীন আরবের ঠিক কী কী প্রথা প্রচলিত ছিল যা ইসলাম বাতিল করে? কুরআনে বারবার জাহিলি যুগের নানা বিষয়ের কথা উঠে এসেছে, যেগুলো তৎকালীন আরবরা বুঝতে পারলেও আমরা বুঝি না। এ বইটিতে ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন জানা অজানা অজস্র তথের ভাণ্ডার। দেড় হাজার বছরের আগের সেই মরুর আরব, যেখানে আগমন ঘটে মহানবী মুহাম্মাদ (সা)-এর।

অর্ডার করতে ক্লিক করুন:https://rkmri.co/A2MoAAmeNAe5/

যিনি প্রকৃত জ্ঞানী তিনি কখনোই অর্বাচীনদের দ্বিমুখী কথায় হতাশ হয়ে সব কাজ ছেড়ে দিতে পারেন না। প্রতিটি মানুষের কথাকে এর ওজন...
09/10/2024

যিনি প্রকৃত জ্ঞানী তিনি কখনোই অর্বাচীনদের দ্বিমুখী কথায় হতাশ হয়ে সব কাজ ছেড়ে দিতে পারেন না। প্রতিটি মানুষের কথাকে এর ওজনের আলোকেই মূল্যায়ন করা উচিত। সব কথাতেই উত্তর দেওয়া বা প্রতিক্রিয়া দেখানোরও কোনো কারণ নেই; প্রয়োজনও নেই। সত্য আর মিথ্যার দ্বন্দ্ব চিরস্থায়ী, আর এ যুদ্ধে শেষপর্যন্ত সত্যই জয়ী হয়। কিন্তু সত্য বিজয়ী হওয়ার আগ পর্যন্ত মিথ্যা তাকে নানাভাবে পর্যুদস্ত করার চেষ্টা করে। এ কারণে সত্য সব সময় সে মানুষগুলোকেই আকর্ষণ করে, যাদের মধ্যে দূরদৃষ্টি, ধৈর্য, সাহস এবং দৃঢ় প্রতিজ্ঞা প্রবলভাবে বিদ্যমান থাকে। তারা চটকদার বিষয়ের তুলনায় বরং চূড়ান্ত পরিণতির দিকে তাকিয়ে থাকে। তাই তারা মানুষের ঠাট্টা বা উপহাস দেখে বিব্রত হয় না, ঘাবড়েও যায় না। এ কারণেই অপরের সমালোচনায় পরাভূত না-হওয়াকে প্রকৃত ইমানদারদের একটি গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা আল্লাহ তাআলা নিজেও খুব বেশি পছন্দ করেন। আল্লাহ পাক ইরশাদ করেন,
يا أَيُّهَا الَّذينَ آمَنوا مَن يَرتَدَّ مِنكُم عَن دينِهِ فَسَوفَ يَأتِي اللَّهُ بِقَومٍ يُحِبُّهُم وَيُحِبّونَهُ أَذِلَّةٍ عَلَى المُؤمِنينَ أَعِزَّةٍ عَلَى الكافِرينَ يُجاهِدونَ في سَبيلِ اللَّهِ وَلا يَخافونَ لَومَةَ لائِمٍ ذلِكَ فَضلُ اللَّهِ يُؤتيهِ مَن يَشاءُ وَاللَّهُ واسِعٌ عَليمٌ
“অচিরে আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন, যাদের তিনি ভালোবাসবেন এবং তারা তাঁকে ভালোবাসবে। তারা মুসলমানদের প্রতি বিনীত-নম্র হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। [সুরা মায়েদাহ, আয়াত: ৫৪]

বই: খোলো বোধের দুয়ার
অর্ডার করতে ক্লিক করুন:https://rkmri.co/eSTES2e2NylM/

❝লোকটা দীর্ঘ সফরে ক্লান্ত!বাড়ি এসেছে।ঘরে ঢুকবে। এর আগে তার জন্য মখমলের বিছানা বিছানো হলো।ছিটানো হলো সুগন্ধি।চমৎকার সব আল...
09/10/2024

❝লোকটা দীর্ঘ সফরে ক্লান্ত!বাড়ি এসেছে।ঘরে ঢুকবে। এর আগে তার জন্য মখমলের বিছানা বিছানো হলো।ছিটানো হলো সুগন্ধি।চমৎকার সব আলোয় আলোকিত করা হলো ঘরটি।এরপর লোকটাকে বলা হলো--- প্রবেশ করো এবং আরামের ঘুম ঘুমিয়ে পড়ো।তোমার প্রিয়জন এসে তোমাকে জাগাবে।

লোকটা হলো ইমান নিয়ে মৃ'ত্যু'বরণকারী।

বই: ভাবনার চিরকুট
লিখা: মাহিন মাহমুদ
প্রয়াস প্রকাশন।
অর্ডার করতে ক্লিক করুণ :https://rkmri.co/MpoITeooe0Ao/

দুধ পান করতে গিয়ে শিশু মহানবী (সা.) এর চমৎকার ঘটনা!"মা আমেনা তাঁর দুলালকে মা হালিমার হাতে সোপর্দ করতে করতে বলেন- "যেমন-ত...
08/10/2024

দুধ পান করতে গিয়ে শিশু মহানবী (সা.) এর চমৎকার ঘটনা!

"মা আমেনা তাঁর দুলালকে মা হালিমার হাতে সোপর্দ করতে করতে বলেন- "যেমন-তেমন ভেবো না, এ ছেলে গর্ভে থাকতে আমি কখনো গর্ভানুভূতিই পাইনি। গর্ভাবস্থায় যে-সব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে, তা শুনলে অবাক না-হয়ে পারবে না।"
পরশপাথর মা হালিমার কোলে। তাঁর ভাগ্যের চাকা ঘুরে গেল। দুর্ভিক্ষের কারণে তাঁর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল। বুকে দুধ ছিল না। নবজাতককে কোলে নিতেই সে সমস্যা কেটে গেল। তাঁর জীর্ণশীর্ণ গাধাটিতে চেপে বসতেই শক্তি আর গতি বেড়ে গেল। দুধপান করাতে গিয়ে ঘটে আরেক কাণ্ড। নবজাতক একপাশ থেকে পান করে, অন্যটি ছুঁয়েও দেখে না। একই ঘটনা বারবার ঘটতে থাকে। মা হালিমার মনে প্রশ্ন জাগে- তারও একটি সন্তান আছে। তার জন্যেই কি সে অন্যটি রেখে দেয়? আহ, শিশুনবীর ইনসাফ! তাঁর বসতির আশপাশ ছিল বেজায় শুষ্ক। সে জমি এ জনমে উর্বরতা দেখেনি। অল্পদিনেই তা সবুজ লতাপাতা আর ঘাসে ভরে উঠল। পাথর ফেটেও যেন উদ্ভিদ জন্মাবে! মা হালিমার পশুগুলো দিনদিন মোটাতাজা হতে থাকল। সেগুলির স্তনও দুধে পূর্ণতা পেল। এত বরকত হলো যে, নিজের প্রয়োজন মিটিয়ে তিনি বিক্রিতে মন দিলেন।"
অর্ডার করতে ক্লিক করুণ :https://rkmri.co/3ReSNeAeolII/

08/10/2024

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইয়ের ঝুড়ি - Boiyer Jhuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share