25/10/2024
Nanny State বা গায়েপড়া রাষ্ট্র কী?
রাষ্ট্র মাঝে মাঝে জনগণের ব্যাক্তিগত বিষয়ে বা অন্যের জন্য অক্ষতিকর জীবনাচরণে হস্তক্ষেপ করা শুরু করে শুরু করে। জনগণ কীভাবে চলবে, কী করবে, কী খাবে, কী খাবে না ইত্যাদি ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে, তখন তাকে ন্যানি স্টেট / Nanny State বলে।
উদাহরণস্বরূপ, একজন পূর্ণবয়স্ক ব্যক্তি তার নিজের ইচ্ছায় সিগারেট খেতে পারে ( কিছু কিছু নো স্মোকিং জোন বাদে)। রাষ্ট্রের কাছে এটা আইনত কোনো ক্রাইম নয়, কিন্তু তথাপি যদি রাষ্ট্র জনগণের এই জাতীয় বিষয়ে হস্তখেপ করে বা নিয়ন্ত্রণের চেষ্টা করে তখন তাকে ন্যানি স্টেট বলে।
এক্ষেত্রে আমরা সিঙ্গাপুরের কথা বলতে পারি। বর্তমান বিশ্বের অন্যতম একটি নিরপেক্ষ রাষ্ট্র। দেশটি তাদের নিজ চেষ্টায় সমৃদ্ধশালী হয়েছে। কিন্তু মোটাদাগে কোনো রাষ্ট্রের সাথ্র তাদের বৈরি সম্পর্ক নাই। দেশটি জনগনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জনগণের আচরণকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। সেখানে ধূমপান করা তো নিষিদ্ধ বটেই, এমনকি চুইংগাম খাওয়াও নিষেধ। রাষ্ট্রের এ ধরনের কার্যকলাপের জন্য একে ন্যানি স্টেট বলা যায়।
এককথায় বলা যায়, অন্যের জন্য ক্ষতিকর নয় কিংবা রাষ্ট্রে দৃষ্টিতেও ক্রাইম নয়, জনগণের এমন আচরণকেও যখন রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চায় বা করে তখন তাকে ন্যানি স্টেট বলে।