BCS Care

BCS Care জানার জন্য আসুন

06/05/2025

HSC BANGLA

05/05/2025

Hsc bangla

25/10/2024

Nanny State বা গায়েপড়া রাষ্ট্র কী?

রাষ্ট্র মাঝে মাঝে জনগণের ব্যাক্তিগত বিষয়ে বা অন্যের জন্য অক্ষতিকর জীবনাচরণে হস্তক্ষেপ করা শুরু করে শুরু করে। জনগণ কীভাবে চলবে, কী করবে, কী খাবে, কী খাবে না ইত্যাদি ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে, তখন তাকে ন্যানি স্টেট / Nanny State বলে।
উদাহরণস্বরূপ, একজন পূর্ণবয়স্ক ব্যক্তি তার নিজের ইচ্ছায় সিগারেট খেতে পারে ( কিছু কিছু নো স্মোকিং জোন বাদে)। রাষ্ট্রের কাছে এটা আইনত কোনো ক্রাইম নয়, কিন্তু তথাপি যদি রাষ্ট্র জনগণের এই জাতীয় বিষয়ে হস্তখেপ করে বা নিয়ন্ত্রণের চেষ্টা করে তখন তাকে ন্যানি স্টেট বলে।

এক্ষেত্রে আমরা সিঙ্গাপুরের কথা বলতে পারি। বর্তমান বিশ্বের অন্যতম একটি নিরপেক্ষ রাষ্ট্র। দেশটি তাদের নিজ চেষ্টায় সমৃদ্ধশালী হয়েছে। কিন্তু মোটাদাগে কোনো রাষ্ট্রের সাথ্র তাদের বৈরি সম্পর্ক নাই। দেশটি জনগনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে জনগণের আচরণকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। সেখানে ধূমপান করা তো নিষিদ্ধ বটেই, এমনকি চুইংগাম খাওয়াও নিষেধ। রাষ্ট্রের এ ধরনের কার্যকলাপের জন্য একে ন্যানি স্টেট বলা যায়।

এককথায় বলা যায়, অন্যের জন্য ক্ষতিকর নয় কিংবা রাষ্ট্রে দৃষ্টিতেও ক্রাইম নয়, জনগণের এমন আচরণকেও যখন রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চায় বা করে তখন তাকে ন্যানি স্টেট বলে।

24/10/2024

Government এবং Governance এর মধ্যে পার্থক্য কী?

একটি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম যে কাজটি করা হয় তা হলো একটি মন্ত্রীপরিষদ গঠন করা। এই মন্ত্রীপরিষদ সংসদে বিল উত্থাপন করে, সংসদে আলোচনা, বিতর্ক ও পক্ষে-বিপক্ষে ভোটের মাধ্যমে বিল পাস করে আইন প্রনয়ণ করে। সবাইকে নিয়ে আলাপ-আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে সংসদে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ আইন বা পলিসি প্রনয়ণ করার এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হয় Government বা সরকার।

আর সরকার কতৃক প্রণীত এই পলিসি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য নিয়োজিত থাকে আমলারা। আমলাদের মাধ্যমে রাষ্ট্রের এই পলিসি সমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নের সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হয় Governance.

24/10/2024

গুরুত্বপূর্ণ কিছু প্রকৃতি ও প্রত্যয়:
অন্যান্য- অন্য+অন্য -- তদ্ধিত প্রত্যয়
আত্মীয়- আত্মন+ঈয়- তদ্ধিত প্রত্যয়
আর্থিক- অর্থ+ইক=তদ্ধিত প্রত্যয়
ইচ্ছুক=ইচ্ছা+উক=তদ্ধিত প্রত্যয়
উক্তি=√বচ্+ তি-- কৃৎ প্রত্যয়
উপ্ত=√বপ্+ত= কৃৎ প্রত্যয়
ঐচ্ছিক=ইচ্ছা+ইক=তদ্ধিত প্রত্যয়
ঐহিক=ইহ+ইক=তদ্ধিত প্রত্যয়
ঐতিহাসিক=ইতিহাস+ইক=তদ্ধিত প্রত্যয়
কাঁদুনে=√কাদ্ +অনা=কৃৎ প্রত্যয়
কাঠুরিয়া =কাঠ+উরিয়া=তদ্ধিত প্রত্যয়
কর্তব্য=√কৃ+তব্য= কৃৎ প্রত্যয়

এরকম গুরুত্বপূর্ণ তথ্যা পেতে পেজের সাথে থাকুন।

15/10/2024
29/06/2024

বাংলা সাহিত্যের মধ্যযুগ ゚viralシ

29/06/2024

অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ゚viralシ

23/06/2024

Vocabulary মনে রাখার যাদুকরি টেকনিক

22/06/2024

অপরিচিতা

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share