মায়াবিনী

মায়াবিনী আমি যে নিজের মস্তিষ্কের সাথে নিজে লড়ে যাচ্ছি দীর্ঘ বসন্ত; আমি কি ক্লান্ত নই?
(9)

আমি অবাক হই এটা ভেবে এবং আফসোস করি যে এতো বড় মাপের একজন গুনী শিল্পীর গানের অনুষ্ঠান গুলোর ভিডিও কেনো এতোটা বছর সব জায়গায়...
29/09/2025

আমি অবাক হই এটা ভেবে এবং আফসোস করি যে এতো বড় মাপের একজন গুনী শিল্পীর গানের অনুষ্ঠান গুলোর ভিডিও কেনো এতোটা বছর সব জায়গায় প্রচার করা হলো না? কেনো এরকম একটা অন্যায় করা হলো? কেনো এতটা বৈষম্য ছিলো? এই অন্যায়ের পিছনে কাদের হাত ছিলো?
আমরা তাঁর সুন্দর হিট হিট গান গুলো গুন গুন করে গাইতাম এবং শুনতাম কিন্তু তাঁর নাম এবং তাঁকে চিনতেই পারিনি সকল চেনা জানা হলো তাঁর মৃত্যুর পর হায়ে আফসোস 😭😭😭। ভালো থেকো যেখানে আছো।
বাংলাদেশ থেকে লিখলাম। 🇧🇩

সুন্দর  মনমানসিকতার পরিচয়💝
28/09/2025

সুন্দর মনমানসিকতার পরিচয়💝

কারো খতিতে কখনো খুশি হতে নেই ,সে যেই হোক না কেনো। উনারা দেখলাম অনেক রাতে এক্সি*ডেন্ট করছে ,আর কিছু মানুষ সেই পোস্ট  এ আল...
28/09/2025

কারো খতিতে কখনো খুশি হতে নেই ,সে যেই হোক না কেনো। উনারা দেখলাম অনেক রাতে এক্সি*ডেন্ট করছে ,আর কিছু মানুষ সেই পোস্ট এ আলহামদুলিল্লাহ লিখছে 😑🙄এটা মোটেও উচিৎ না ,কার কোন সময়ে বিপদ আসে কেউ বলতে পারে না। তাই কারো খারাপ বিপদ দেখলে সবার উচিৎ সাহায্য করা।

উনি ফারহানা বিথী , তিনি মধ্যরাতে গাড়ি চালাতে গিয়ে
এ*ক্সি*ডেন্ট করে ,গাড়ি ভেঙে যায় ❗❗আর জনগণ তাদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে বলে ভিডিও করে অপমান করে 🤦‍♀️। 😮

゚viralシfypシ゚viralシalシ

রাজশাহী টু নজিপুর পদ্মা গাড়ির মর্মান্তিক দূর্ঘটনা।অনেকে মারা গেছে।নজিপুর থেকে ৩.২০ এ বাসটি ছেরেছে।দূর্ঘটনার স্থান রাজশাহ...
27/09/2025

রাজশাহী টু নজিপুর পদ্মা গাড়ির মর্মান্তিক দূর্ঘটনা।অনেকে মারা গেছে।নজিপুর থেকে ৩.২০ এ বাসটি ছেরেছে।দূর্ঘটনার স্থান রাজশাহী নওহাটা।নজিপুরের অনেকে আছে এই বাসে ধারনা করা হচ্ছে।অনেক লাশ বাসের ভিতর রয়েছে এখনো।বের করা যাচ্ছে না।রাস্তায় বিশাল জ্যাম।

১০ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তারের..সে ঘরে রয়েছে দুই সন্তান..আগস্টের ১০ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক ...
27/09/2025

১০ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তারের..সে ঘরে রয়েছে দুই সন্তান..আগস্টের ১০ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী..

কামাল বলেন অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি..মুন্না নামের এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে সে..তাকে আনতে গিয়েছিলাম আমি..তখন সে জানায়..আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে..তারপরও তাকে আনতে চাইলে সে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করায়..

প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে দেড়মাস আগে..পরে কন্যা সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন কামাল 🙂

চেহারা তো নয় যেন, পিথাগোরাসের উপপাদ্য।।🙃
27/09/2025

চেহারা তো নয় যেন, পিথাগোরাসের উপপাদ্য।।🙃

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এর মেধাবী শিক্ষার্থী মিম'কে আজ সকালে পৌরবাজার সিনেমা হলের পিছনের গলিতে ফকিরাপু...
27/09/2025

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এর মেধাবী শিক্ষার্থী মিম'কে আজ সকালে পৌরবাজার সিনেমা হলের পিছনের গলিতে ফকিরাপুল প্রফেসরের বাসায় ধর্ষণের পর হত্যা করা হয়!

এ যেন ধর্ষকদের অভয়ারন‍্য বাংলাদেশ ???

ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি !!

ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর। স্কুল, মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের পরকীয়ার হাড্ডি হয়ে। ঘটনা ঢাকা ব...
27/09/2025

ছবির বাচ্চাটার বয়স ৫ কি ৬ বছর। স্কুল, মোবাইল গেমস আর খেলাধুলার বয়সে বাচ্চাটা এসেছে মায়ের পরকীয়ার হাড্ডি হয়ে।

ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল চত্ত্বর। দেড় ঘন্টা এদের পাশেই বসে ছিলাম। দুজনের প্রেমালাপ, আদুরে হাতাহাতি, কথোপকথন কানে এসেছে বারবার।

বাচ্চাটা নিজের আনন্দে খেলছে। দূরে গেছে অথচ খেয়াল নেই মা'র। বাচ্চাটা বারবার মাম্মা মাম্মা বলছে, মা উত্তরহীন। লোকটাকে আংকেল ডেকেছে কয়েকবার।

পয়েন্টে আসি। কিভাবে সিউর হলাম?

মহিলার ফোনে একটা ভিডিও কল আসে। লোকটাকে চুপ করিয়ে তিনি রিসিভ করেন দূরে গিয়ে। কথা বলতে বলতে আমার কাছাকাছি আসেন। মহিলা বলেন, 'নিউমার্কেটে কেনাকাটা কর‍তে এসেছেন।'

এরপর বাচ্চাকে দেখান, বাচ্চা মোবাইল নিয়ে ভিডিও কলে কথা শুরু করে। বাচ্চা মানুষ, হঠাৎ মোবাইল ঘুরিয়ে মা আর আংকেলকে দেখায়। এতেই ক্ষেপে যায় মাম্মা, কলটা কেটে বাচ্চাকে দেয় কষে থাপ্পড়। 'কেন আংকেলকে দেখাইলি, এটা-সেটা!'

আশপাশের সবাই হতবিহ্বল হয়ে যায়। কিন্তু তাদের কিচ্ছু যায় আসলো না। আবার আদুরে হাতাহাতি শুরু করে দু'জন। বাচ্চা আশপাশেই খেলতে থাকে।

এই বাচ্চার ভবিষ্যৎ কি?

প্রচন্ড রোদে স্বামীর অজান্তেই বৃক্ষের মতো ছায়া দিয়ে শীতল করে রেখেছে স্ত্রী😀🙂
26/09/2025

প্রচন্ড রোদে স্বামীর অজান্তেই বৃক্ষের মতো ছায়া দিয়ে শীতল করে রেখেছে স্ত্রী😀🙂

কোনো একদিন আমি আর আমার সোয়ামীজান🫣 #বিনোদন
26/09/2025

কোনো একদিন আমি আর আমার সোয়ামীজান🫣

#বিনোদন

হ্যা নতুন বোরকা কালেকশন দেখতে পাচ্ছি।👀
26/09/2025

হ্যা নতুন বোরকা কালেকশন দেখতে পাচ্ছি।👀

বাহ! অসাধারণ post আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ , আ...
26/09/2025

বাহ! অসাধারণ post আপনার জন্য থাকছে কেয়া কসমেটিকের সৌজন্যে একটি মহা মূল্যবান ইয়াবা মেশিন, পরিবেশ বান্ধব গাঞ্জার গাছ , আপনাকে জামালপুরের ডিসি, ফেনীর সিরাজউদ্দৌলা , ওসি মোয়াজ্জেম, টেকনাফের ওসি প্রদীপ বাবু, বড়গুনার মিন্নি , টেন্ডার কিং জি কে শামীম, ক্যাসিনো খালেদ ও সম্রাট, এমপি শামসুল, সানাই মাহবুব, রানু মন্ডল, হিরো আলম, পরী মনি এবং নারী ব্যবসায়ী পাপীয়া , প্রতারক শাহেদ, ডক্টর সাবরিনা ও পাপলু , টাকলা মুরাদ ও সেফুদার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সহ স্বাগতম💐

Address

Khulna

Telephone

+8801756618164

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share