
29/09/2025
আমি অবাক হই এটা ভেবে এবং আফসোস করি যে এতো বড় মাপের একজন গুনী শিল্পীর গানের অনুষ্ঠান গুলোর ভিডিও কেনো এতোটা বছর সব জায়গায় প্রচার করা হলো না? কেনো এরকম একটা অন্যায় করা হলো? কেনো এতটা বৈষম্য ছিলো? এই অন্যায়ের পিছনে কাদের হাত ছিলো?
আমরা তাঁর সুন্দর হিট হিট গান গুলো গুন গুন করে গাইতাম এবং শুনতাম কিন্তু তাঁর নাম এবং তাঁকে চিনতেই পারিনি সকল চেনা জানা হলো তাঁর মৃত্যুর পর হায়ে আফসোস 😭😭😭। ভালো থেকো যেখানে আছো।
বাংলাদেশ থেকে লিখলাম। 🇧🇩