মায়াবিনী

মায়াবিনী আমি যে নিজের মস্তিষ্কের সাথে নিজে লড়ে যাচ্ছি দীর্ঘ বসন্ত; আমি কি ক্লান্ত নই?
(9)

ভাগ্যিস,,  নইলে যে কি হতো !!!
27/10/2025

ভাগ্যিস,, নইলে যে কি হতো !!!

শেষ পোস্ট....-BONGO
26/10/2025

শেষ পোস্ট....

-BONGO

২ ঘন্টা ধরে গুতাইয়া গুতাইয়া খাইয়া"😋🤤ভেঙে দেখি ভেতরে পোকা"😶😷🤮
26/10/2025

২ ঘন্টা ধরে গুতাইয়া গুতাইয়া খাইয়া"😋🤤

ভেঙে দেখি ভেতরে পোকা"😶😷🤮

সন্তান জন্মদেওয়ার পর যদি কোনো পুরুষের তার স্ত্রীর বদলে যাওয়া শরীর দেখে অপ্রিয় লাগে তাহলে তার কখনোই বাবা হওয়া উচিত নয...
26/10/2025

সন্তান জন্মদেওয়ার পর যদি কোনো পুরুষের তার স্ত্রীর বদলে যাওয়া শরীর দেখে অপ্রিয় লাগে তাহলে তার কখনোই বাবা হওয়া উচিত নয় 😌🖤 এবং সে কখনো যোগ্য পিতা হতেই পারে না ।।

আপনি যাকে বিয়ে করেছিলেন সে ছিল নিখুঁত এবং সুগঠন । আপনাকে পিতৃ সুখ দিতে সে ৯মাস ধরে অনেক রকম কষ্ট সহ্য করে আপনার সন্তানকে নিজের মধ্যে ধারণ করে। তার শরীরের সবকিছু দিয়েই আপনার সন্তানের শরীর গঠন হয়। যার ফলে আপনার স্ত্রীর শরীরে অনেক কিছুই ত্রুটিপূর্ণ হয়ে যায় এবং সে আগের তুলনায় দুর্বল হয়ে পড়ে।

তারপরে আসে প্রসবের কষ্ট। নরমাল ডেলিভারিতে সহ্য করতে হয় প্রচুর ব্যথা যা একসাথে অনেক হার ভাঙার সমান। এবং রক্ত ক্ষরণ হয় ৫০০মিলি।
আর সিজার অপারেশন হয় সারা জীবনের মতো গভীর ক্ষত যা বয়ে বেড়াতে হয় সারা জীবন। অ্যানাসথেসিয়ার মত ভয়ংকর ইনজেকশন নিতে হয়। যার ব্যথা অনেকের সারাজীবন বয়ে বেড়াতে হয়। এবং রক্ত ক্ষরণ হয় ১লিটার।
সামান্য হাত কাটলে তাই কতটা ব্যথা হয়। তাহলে ভেবে দেখুন সিজারের কাটায় কতটা ব্যথা সহ্য করতে হয় ❤️‍🩹🥀

সবশেষে আসে সন্তান মানুষ করা। জানেন বাচ্চার কান্না থেকে মায়েদের স্ট্রেস হরমোন ক্ষরণ হয়। মায়েরা অনেক সময় ডিপ্রেশনেও চলে যায়।তার উপর বাচ্চার একটু কিছু হলে পারিপার্শ্বিক মানুষের কটুক্তি তো আছেই।

এতকিছু একটা মেয়ে হাসি মুখে সহ্য করে নেয় আপনাকে ভালোবাসে বলে। আপনার সন্তানকে জন্ম দেওয়ার জন্য। তাই আপনার উচিত তার পাশে থাকা ,তার খেয়াল রাখা। আপনাকে ভালোবাসে সে তার জীবনের অনেক কিছুই ত্যাগ করে।তার বদলে সে শুধু আপনার সঙ্গে চায় ♥️♥️♥

২ মাস ধরে ছেলেটার বুকে হালকা ব্যথা ছিল।মাকে বলেছিল — “দেশে গিয়ে চিকিৎসা করাবো…”কিন্তু মা বললেন — “ঘরের কাজ শেষ করে তারপর...
26/10/2025

২ মাস ধরে ছেলেটার বুকে হালকা ব্যথা ছিল।
মাকে বলেছিল — “দেশে গিয়ে চিকিৎসা করাবো…”
কিন্তু মা বললেন — “ঘরের কাজ শেষ করে তারপর না হয় যাস…”

😢 সেই “তারপর” আর কখনো আসেনি…
ঘুমের মধ্যেই চিরবিদায় নিলো সে।
ঘরের কাজ শেষ করতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে ফেললো। 💔

প্রবাসীরা মানুষ, যন্ত্র নয়!
তারা কষ্ট করে রোজগার করে —
রোদে, বৃষ্টিতে, ধুলায়, মাটিতে, ঘাম ঝরিয়ে পরিবারকে সুখ দিতে চায়।
তাদের ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ — এগুলোর কোনো বিকল্প নেই।

তাই অনুরোধ,
👉 প্রবাসীদের ওপর জমি কেনা, বিল্ডিং করা, স্বর্ণ কেনার চাপ দেবেন না।
👉 বলবেন না — “আরো কিছু টাকা পাঠাও”, “এই কাজটা শেষ করে তারপর বিশ্রাম নাও।”
👉 বরং জিজ্ঞেস করুন — “তোমার শরীর ভালো আছে তো?”, “ডাক্তার দেখিয়েছো?”
👉 মনে রাখুন, একটা ফোনের সান্ত্বনা অনেক বড় ওষুধ। ❤️

✅ পরিবার সব সময় প্রবাসীর মানসিক ও শারীরিক অবস্থার খোঁজ নিন।
✅ “চাপ” নয়, “ভালোবাসা” দিন — এটাই জীবনের আসল সহায়।
✅ সন্তান, স্বামী বা ভাই— প্রবাসে থাকলেও, তারা আপনারই অংশ।
তাদের কষ্ট, আপনার দায়িত্ব।

আল্লাহ ভাইটিকে জান্নাত নসিব করুন। 🤲
আমিন।

#প্রবাসী #ওমানপ্রবাসী #সৌদীপ্রবাসী #দুবাইপ্রবাসী #প্রবাসজীবন #বিদেশজীবন #পরিবারেরভালোবাসা #চাপদিয়েনা #মানবিকতা

গালা*গালি*র  ভয়ে ল্যাং*টা হতে পারে নি 😁😁 রুচির দুর্ভিক্ষ
25/10/2025

গালা*গালি*র ভয়ে ল্যাং*টা হতে পারে নি 😁😁 রুচির দুর্ভিক্ষ

পৃথিবীর একমাত্র সুখী দাম্পত্য, যাদের কখনো ঝগড়া হবে না
25/10/2025

পৃথিবীর একমাত্র সুখী দাম্পত্য, যাদের কখনো ঝগড়া হবে না

পাওনা টাকা ফেরত চাওয়ার পর বন্ধু এভাবেই তার ক্যারেক্টার পরিবর্তন করে 🙂
25/10/2025

পাওনা টাকা ফেরত চাওয়ার পর বন্ধু এভাবেই তার ক্যারেক্টার পরিবর্তন করে 🙂

কত এফোট, কত ইমোশন, কত চোখের পানি আমারা ভুল জায়গায় ঢালি। আমাদের নিজেদের জন্য মায়া হওয়া উচিত।♥️ একটা লেখা দেখেছিলাম যে...
24/10/2025

কত এফোট, কত ইমোশন, কত চোখের পানি আমারা ভুল জায়গায় ঢালি। আমাদের নিজেদের জন্য মায়া হওয়া উচিত।♥️
একটা লেখা দেখেছিলাম যে "Their biggest punishment is who they are!"

এই লেখাটার দিকে দুই মিনিট তাকিয়ে থেকে আমার জীবনে যত ক্ষতিকর মানুষের সাথে ইন্টারেকশন হয়েছিল, সবার মুখ এবং তাদের ভবিষ্যৎ ভেসে উঠলো।এবং কথাটার সত্যতা ও অনুধাবন করতে পারলাম।

যে প্রতারক, তারে আপনার সাথে প্রতারণা করার জন্য শাস্তি দেয়া লাগবেনা। কারণ সে যে প্রতারণা করলো, সে যে সত্যিকারের ভালোবাসা হারালো -এটাই তো তার শাস্তি!নিজের দোষে এমন মানুষ হারানোর অপরাধবোধ তাকে তেড়ে বেড়াবো অগণিত রাত!

যে হিংসুক, ওভার-কমপিটিটিভ, কারো ভালো দেখতে পারে না, উল্টা ক্ষতি করার চেষ্টায় থেকে, এদেরও আপনি ছেড়ে দিন।ইগ্নোর করে মুভ অন করেন।কারণ এদের মস্তিষ্ক ই এদের শত্রু।এরা জীবনে যত ভালোই থাকুক, অন্য কারো উন্নতি-ভালো থাকা দেখলেই এদের বুক ব্যথা হয়।এরা আর ভালো থাকতে পারেনা।
এই ধরণের মানুষেরা দেখবেন কখনোই সন্তুষ্ট জীবন যাপন করতে পারেনা,কখনো ই মানসিক শান্তি পায় না।

তাই যে যেমন, তাকে তেমন হালেই ছেড়ে দিন।এটাই তাদের শাস্তি।এরা নিজেরাই নিজেদের জন্য অভিশাপ!

binta ahmed

সব বন্ধুরা বন্ধু হয়না...🙂
24/10/2025

সব বন্ধুরা বন্ধু হয়না...🙂

পেছনের ২ টা লোক ৫ বছর ধরে একই জায়গায় বসে আছে!🙂💔
24/10/2025

পেছনের ২ টা লোক ৫ বছর ধরে একই জায়গায় বসে আছে!🙂💔

আচ্ছা সালমান শাহ তো পাগলের মতো ভালোবেসেছিলেন সামিরাকে। ভালোবাসার এই প্রতিদান দিলেন তিনি! সত্য প্রকাশ হয়ে গেছে। এরপর কেউ...
24/10/2025

আচ্ছা সালমান শাহ তো পাগলের মতো ভালোবেসেছিলেন সামিরাকে। ভালোবাসার এই প্রতিদান দিলেন তিনি! সত্য প্রকাশ হয়ে গেছে। এরপর কেউ হয়তো চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে আর ভালোবাসার সাহস করবে না।

এমন একটা ঘটনা গেল ২৯ বছর ধরে কিভাবে চাপা থাকে? যেভাবে সালমান শাহ'কে হ/ত্যা করা হয়, তা সিনেমার গল্পকেও হার মানায়।

Address

Khulna

Telephone

+8801756618164

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share