ᵒˣʸᵍᵉᶰツ

ᵒˣʸᵍᵉᶰツ কোনো কিছুই মহান আল্লাহ তায়ালা'র দৃষ্টি গোচর হয় না।
তাকে ভয় করুন,

ইনশাআল্লাহ্ 😌🌼
15/03/2024

ইনশাআল্লাহ্ 😌🌼

আলহামদুলিল্লাহ্ 🌸💗
15/03/2024

আলহামদুলিল্লাহ্ 🌸💗

সুবহানাল্লাহ 🌸😌
14/03/2024

সুবহানাল্লাহ 🌸😌

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 🌸
14/03/2024

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 🌸

ইনশাআল্লাহ 😌
13/03/2024

ইনশাআল্লাহ 😌

💗সুবহানাল্লাহ😌
13/03/2024

💗সুবহানাল্লাহ😌

13/03/2024

যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পুরস্কার উত্তম।
💗😌

13/03/2024

কোন দিন তুমি সুখী, কোনদিন তুমি দুঃখী। এটাই জীবন। একজনকে মসৃণ দিয়ে রুক্ষ নিতে হবে এবং শুধু আলহামদুলিল্লাহ বলতে হবে।
🥀💗

তেমনি মেয়েদের কেউ দেয়া হয়েছে প্রচুর শ্রদ্ধা এবং আত্ম-সম্মান।
13/03/2024

তেমনি মেয়েদের কেউ দেয়া হয়েছে
প্রচুর শ্রদ্ধা এবং আত্ম-সম্মান।

মন ভালো নেই? কুরআন পাঠ করুন 💗
13/03/2024

মন ভালো নেই?
কুরআন পাঠ করুন 💗

13/03/2024

সুরা ইখলাস্ আরবি এবং বাংলায় পাঠ 🩶🩶

13/03/2024

প্রশ্ন : ইসলামে সালামের বিধান কী? হাত বা মাথা নেড়ে সালাম ও সালামের উত্তর দেওয়া যাবে কী?

উত্তর : ‘সালাম’ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে- শান্তি, কল্যাণ, শুভকামনা। সালাম পরিপূর্ণ ইসলামি অভিবাদন। হজরত ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত-রাসূলুল্লাহ (সা.)-এর কাছে একজন লোক এসে বললেন, আসসালামু আলাইকুম। নবি কারিম (সা.) বললেন, ১০ (নেকি)। তারপর অন্য এক লোক এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবি কারিম (সা.) বললেন, ২০। অতঃপর আরেক লোক এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবি কারিম (সা.) বললেন, ৩০।’

সালাম দেওয়া সুন্নাত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের সঠিক ও পূর্ণাঙ্গ জবাব হলো-ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিয়ম হলো-কথা বলার আগেই সালাম দেওয়া। প্রথমে সালাম না দিলে রাসূল (সা.) কথা বলার অনুমতি দিতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি আগে সালাম দেয় না তোমরা তাকে (কথা বলার) অনুমতি দিও না।’

সশব্দে ও শুদ্ধ উচ্চারণে সালাম ও সালামের উত্তর দিতে হবে যাতে অন্যরা শুনতে পায়। হাত বা মাথার ইশারা ইত্যাদির মাধ্যমে সালাম ও সালামের উত্তর দেওয়া মাকরুহ। হ্যাঁ, দূরে হলে বা শুনতে কোনো কিছু বাধা হলে মুখে উচ্চারণের সঙ্গে সঙ্গে হাত বা মাথার ইশারায় সালাম ও সালামের উত্তর দেওয়ার কথা জানিয়ে দেওয়া যাবে। কাছে হলে সালামে হাত উঠানো অপ্রয়োজনীয় ও সুন্নতের খেলাফ। তথ্যসূত্র : তিরমিজি : ২৬৮৯, সিলসিলা সহিহা : ৮১৭, রদ্দুল মুহতার : ১/৪১৪

Address

Khulna
9000

Telephone

+8801301280061

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᵒˣʸᵍᵉᶰツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share