
19/06/2025
সময়ের সাথে সাথে কতো কি না হয়ে যায় আমাদের জীবনে। হাজার ও ব্যর্থতা,, সফলতা,,ভালো,, খারাপ,,,সব কিছুর মাঝে জীবন চলতেই থাকে। সৃষ্টিকর্তা সর্বোত্তম পরিকল্পনাকারী হয়ে থাকেন।না চাইতেও কতো কি পেয়ে যাই।আর এমন ও অনেক কিছু থাকে যা হাজার চেয়ে ও পাওয়া যায় না।তবে এটা সত্যিই সফলতা পেলে সবাইকে পাশে পাওয়া যায়।ব্যর্থতা ভীষণ ভয়ানক হয়ে থাকে,,,যা একটু একটু করে যন্ত্রণা দিয়ে থাকে।যা হেরে যাওয়া ব্যর্থ মানুষটাই অনুভব করতে পারে শুধু 😥।