প্রানের খুলনা

প্রানের খুলনা প্রাণের খুলনা

Mission Failed ❌উনার উপর আনা চাঁদাবাজির অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় মিশনটি ফেল হয়েছে।এখন নেক্সট কোন দাড়িওয়ালা অপ...
29/07/2025

Mission Failed ❌

উনার উপর আনা চাঁদাবাজির অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় মিশনটি ফেল হয়েছে।

এখন নেক্সট কোন দাড়িওয়ালা অপরাধী খুঁজতে থাকো বটেরা।

যে সকল হলুদ মিডিয়া সততা না জেনে সংবাদ প্রকাশ করে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। ✊✊

দেবহাটা 😍😍😍
26/07/2025

দেবহাটা 😍😍😍

শুভ সকাল ❤️❤️
25/07/2025

শুভ সকাল ❤️❤️

22/11/2024
আজ ১৪ই আগস্ট শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.) ১ম মৃত্যুবার্ষিকী সবাই হুজুরের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন, ...
16/08/2024

আজ ১৪ই আগস্ট
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)
১ম মৃত্যুবার্ষিকী সবাই হুজুরের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন, মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন (আমিন )

শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী( রঃ) স্মরণে খুলনা  দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ছা...
15/08/2024

শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী( রঃ) স্মরণে খুলনা দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ছাত্র - ছাত্রী, অভিভাবক বৃন্দ এক বিশেষ দোয়া মোনাজাত করেন।

15/08/2024

আমি কিছু করার চেষ্টা করিনি, তা নয়। আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না। সেই শুরুর দিকেই চেষ্টা করেছি। কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি। এই কষ্ট থাকবেই। হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে। সবসময়ই থেকে যাবে।

সবসময় সব কথা বলা যায় না। কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম। আজকে কিছু বলছি। কিছু হয়তো সামনে বলব। জীবনে অনেক কিছু হবে। তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনও যাবে না। নিজের ওপর সেই হতাশা সবসময়ই থাকবে।

আমি ছোট থেকে ক্রিকেট খেলেছি, একসময় জাতীয় দলে এসেছি, পরে অধিনায়ক হয়েছি। অধিনায়ক থাকার সময় দল যখন হেরেছে বা খারাপ করেছে, সেটার দায় আমাকে নিতে হয়েছি। আমি সবসময়ই নিয়েছি। আপনারা যদি মনে করতে পারেন, ম্যাচ হারলে অধিনায়ক হিসেবে আমি দায় নিয়েছি। কিন্তু রাজনীতির আঙিনা তো ভিন্ন।

রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নই। সহ-অধিনায়ক নই। এমনকি, বড় কেউ নই। মাত্র কয়েক বছর হলো শুরু করেছি রাজনীতি। আমি আমার জায়গা থেকেই চেষ্টা করেছি। যতটুকু সাধ্য ছিল, চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি। কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না। হয়তো দলের উপদেষ্টামন্ডলিতে থাকলে বা সেরকম কেউ হলে দায়িত্ব পেতাম। তার পরও সাধ্যমতো করেছি, কিন্তু সুযোগটা আমি পাইনি। তার পরও কাউকে দোষ দেব না। দায় আমারই। বিশেষ করে, মানুষের যে আবেগ-ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল, সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথাপেতেই নিচ্ছি।

আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে, আমি কিছু করার চেষ্টা করেছি। পারিনি। নড়াইলের মানুষের কাছেও আমার দায়বদ্ধতার ব্যাপার ছিল। নড়াইল-২ আসনের মানুষের অনেক আশা আমাকে ঘিরে। তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নড়াইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই মানুষগুলোর কাছে কি জবাব দেব?

সংসদ সদস্য হিসেবে চেষ্টা করেছি বড় পরিসরে কিছু করতে। সেখানেও ব্যর্থ হয়েছি। অজুহাত দেওয়ার কিছু নেই।

(সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফী বিন মোর্ত্তজা)

14/08/2024

Address

KHULNA
Khulna

Telephone

+8801571208606

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রানের খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share