KB RIYAD Mridha.

KB RIYAD Mridha. গরীবের নূন আনতে পান্তা ফুরায়।
আর শিক্ষিত বেকার যুবকের ঘরে বউ আনতে যৌবন ফুরায়।

16/05/2025
01/09/2024

নতুন বউকে বরণ করে কিভাবে।

11/06/2024

বাংলা খেয়ে পড়ল ধরা .

30/04/2024

-𝗥𝗲𝗤𝘂𝗲𝘀𝘁 দিলেই কনফার্ম_🩷🪽

নতুন পোস্ট করছি সাপোর্ট প্লিয

না পাইলে inbox করবেন....🥰🌸

😭কেমন হবে কালকের দিনটা, একমাত্র আল্লাহই ভালো যানেন😭😭😭😭
10/04/2024

😭কেমন হবে কালকের দিনটা, একমাত্র আল্লাহই ভালো যানেন😭😭😭😭

06/04/2024

নামাজ পড়ছি ঠিক, না হচ্ছে রুকু, না হচ্ছে সেজদা। আর তেলওয়াতের কথা না হয় বাদই দিলাম।
আল্লাহ তায়লা বললেন—কিছু নামাজি ক্ষতিগ্রস্ত। আর তারা হলো, যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু জানে না তার নামাযে সে কী পড়ছে।
সুরা মাউন: ৪-৫

03/04/2024

পরিক্ষা চলছিলো☺😊,😎😎😎😎😎
স্যার গার্ড দিচ্ছেন কড়াভাবে,😟😐😑
হঠাৎ box থেকে,
নকলটা বার করে লিখতে শুরু করলাম,☺☺
স্যারের চোখে সেটা ধরা পড়ে গেলো।😎😎
উনি উঠে এসে আমার হাত থেকে নকলটা নিয়ে পড়তে লাগলেন।☺☺
তারপর সেটা নিয়ে চেয়ারে বসে রইলেন।😐😐
তিন ঘন্টা পরিক্ষা চলছিলো,😎
কিন্তু স্যার আর কোনোভাবেই চেয়ার ছেড়ে উঠলেন না।😎😎
এই সুযোগে সবাই মন ভরে নকল করে পরিক্ষা দিলো, 😁😁
পরিক্ষা শেষে,
সবাই প্রশ্ন করলো""কিরে তোর নকলে কি লেখা ছিলো, যে স্যার তিন ঘন্টা চেয়ার ছেড়ে উঠলেনই না?😳
তখন, আমি তিন সেন্টিমিটার হেসে বললাম,😅😅
আরে ওটা নকল ছিলো না।
ওটাতে লেখা ছিলো
"স্যার আপনার পেন্টের পিছনের সেলাইটা খুলে গেছে""
😂😂🤣😂🤣
🤭🤭🤭🤭🤭
🙈🙈🙈🙈🙈

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক যদি কিনে দিতে না পারবে, তাহলে ছে...
29/03/2024

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক যদি কিনে দিতে না পারবে, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন? হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পা একটু ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলাম একঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা মানি ব্যাগে কাউকে হাত দিতে দেয় না। মাকেও না। খুলতেই তিনটে কাগজের টুকরো। প্রথমটায় লেখা "ছেলের ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"। দ্বিতীয়টায় একটা ডা: প্রেসক্রিপশন লেখা "ডা: বাবাকে নতুন জুতো ব্যাবহার করবেন বলে আদেশ দিয়েছেন"। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। দেখি লেখা রয়েছে,"খোকা আমার পুরোনো বাইক পছন্দ করেনা তাই লোন করে হলেও নতুন বাইক কিনে খোকার মুখের হাসি দেখতে চাই"।বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। "মা" এমন একটা ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর "বাবা" হল এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি।

সংগৃহীত।
অনেক ভালো লাগলো তাই সংগ্রহ করে পোস্ট দিলাম।
#ভাইরাল

Address

Bagerhat
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when KB RIYAD Mridha. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share