It's Afrin

It's Afrin For Promotional Live/ Video/ Photoshoot Inbox me.
(2)

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ...
05/08/2025

"০ রিটার্ন" (Zero Return) মানে হলো—আপনার ইনকাম ট্যাক্সযোগ্য নয়, অথবা কোনো আয় নেই, কিন্তু আপনি নিয়ম মেনে আয়কর রিটার্ন দিচ্ছেন। বাংলাদেশে অনলাইনে "০ রিটার্ন" সাবমিট করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

✅ প্রয়োজনীয় জিনিসপত্র:

1. TIN সার্টিফিকেট

2. eTIN User ID ও Password (যদি না থাকে, https://etaxnbr.gov.bd থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে)

3. জাতীয় পরিচয়পত্র (NID)

4. মোবাইল নম্বর ও ইমেইল অ্যাক্সেসযোগ্য থাকতে হবে

🖥️ ০ রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ (অনলাইনে):

১. ভিজিট করুন:

👉 https://etaxnbr.gov.bd

২. Login করুন:

"eReturn Login" অপশন সিলেক্ট করুন
TIN, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করুন

৩. নতুন রিটার্ন শুরু করুন:

Dashboard থেকে “New Return” বা “Create Return” ক্লিক করুন
Assessment Year নির্বাচন করুন (যেমন: 2023-2024)

৪. “০ রিটার্ন” বেছে নিন:

যখন “Income Details” আসবে, সেখানে সমস্ত ইনকাম সেকশন ০ রাখুন
ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক্যালি ০ দেখাবে
অন্যান্য তথ্যগুলো (ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে) দিন

৫. “Verification” এবং “Submission” করুন:

সব তথ্য ভালোভাবে যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন
প্রয়োজন হলে DSC (Digital Signature) ব্যবহার করুন অথবা Verification Code মোবাইলে যাবে

রিটার্ন সাবমিট হয়ে গেলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন (PDF ডাউনলোড করতে পারবেন)

🧾 কেন ০ রিটার্ন দেয়া জরুরি?

TIN Active রাখতে

কোনো ব্যাংক, পাসপোর্ট, লোন, ঠিকাদারি লাইসেন্স, ফেসবুক পেমেন্ট (Payoneer বা bKash) ইত্যাদির ক্ষেত্রে প্রমাণ দেখাতে

NBR থেকে জরিমানা এড়াতে

(collected)

সুখ আসলে কী?বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আ...
28/07/2025

সুখ আসলে কী?

বিখ্যাত এক তুর্কি কবি তার বিখ্যাত চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেন, সুখ কী তা যেন এঁকে দেখান। তিনি এই ছবিটা আঁকেন।

একটা ভাঙা খাটের ছোট বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে একটি বড়ো পরিবার। খাটের একটা পায়া নাই, সেখানে দুটি ইট রাখা। জরাজীর্ণ বাড়ির ছাদের ফুটো থেকে পানি পড়ছে, ওখানে তাই ছাতা রাখা। বাড়ির কুকুরটিও বিছানায় শান্তিতে ঘুমায়। কপাট বিহীন জানালায় পাখি বসেছে। মুরগি শেয়ালে নেবারও দুর্ভাবনা নেই।

ছবিটা দেখার পর মনে হলো, সুখ মানে সমস্যা না থাকা নয়, কষ্টের পরিস্থিতিকে স্বাচ্ছন্দ্যে মেনে নেওয়ার মধ্যেই সুখ। যা আছে তা নিয়েই খুশি থাকি, শান্তিতে ঘুমায়।

✅❤️🥀

আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালার ধর্মীয় জীবন বরাবরই আমাকে ভাবিয়ে তোলে—তিনি খুব পরহেজগার, নাম...
20/07/2025

আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খালার ধর্মীয় জীবন বরাবরই আমাকে ভাবিয়ে তোলে—তিনি খুব পরহেজগার, নামাজ-রোজা ঠিকমতো করেন, মুখে সবসময় কোরআনের আয়াত অথবা কোনো হাদিস ভাসে।

এক বিকেলে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে-পায়ে নেলপালিশ দিচ্ছিলাম, খালা হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে বললেন,
"মিতালি মা, নেলপালিশ দিস না… এটা ওজুর বাধা। আর জানিস তো, আল্লাহর রাসূল (সঃ) বলেছেন—পতিতালয়ের নারীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল রঙিন নখ। (বানীতে: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ)"

আমি একটু হেসেই বলেছিলাম,
"খালা, এখন তো সবাই দেয়! রিমুভার দিলে উঠে যায় তো, এত ভয় দেখাইয়ো না!"
খালাও চুপ করে গিয়েছিলেন, হয়তো কেবল আল্লাহর কাছে দোয়া করেছিলেন—এই মেয়ে যেন একদিন নিজে বুঝে।

তারপর কয়েক দিন পরে ঘটল এক এমন ঘটনা—যেটা চোখের সামনে দেখার পর আজও আমি রাতে ঘুমাতে গেলে সেই দৃশ্য মনে পড়ে গা শিউরে ওঠে!

খালার পাশের বাড়ির এক চেনা মহিলা—ভদ্র, পর্দানশীন, সদালাপী—হঠাৎ রাত ১টায় মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু। সবাই ভাবছিলো, সকালে জানাজা হবে—জোহরের দিকে মাটি দেয়া যাবে।

মরদেহটা রাখা হলো বরফের উপর। পুরো ঘরে কান্নার শব্দ, শোকের ভার যেন ঘর ভেঙে পড়বে এমন।

সকাল বেলা যখন তাকে গোসল করাতে ইমাম সাহেবের স্ত্রী ঘরে গেলেন, হঠাৎ দেখলেন—মৃত মহিলার হাত-পায়ে চকচকে গাঢ় রঙের নেলপালিশ!
তিনি কোনো কথা না বলে বাইরে এসে স্বামীকে ডাকলেন, খুব আস্তে কানে বললেন—

"আপনারা গোসল দিচ্ছেন… কিন্তু ওনার নখে নেলপালিশ!"

ইমাম সাহেব থমকে গেলেন। দ্রুত এসে লাশ দেখলেন। তারপর মহিলার ছেলেমেয়েদের ডেকে বললেন:
"আপনাদের আম্মাকে এখন দাফন করা যাবে না। প্রতিটি নখে নেলপালিশ। ওজু হয়নি, গোসলও হয়নি। যতক্ষণ পর্যন্ত নেলপালিশ না উঠবে, জানাজাও হবে না, দাফনও না। এটা শরীয়তের নিয়ম।"

সবার মুখ শুকিয়ে গেল।
হাত-পা কাঁপছে সবার, কান্না থেমে গিয়ে শুরু হলো উৎকণ্ঠা।
রিমুভার আনা হলো… কাজ হলো না!
কেরোসিন, ব্লেড, তুলা—কোনো কিছুতেই নেলপালিশ উঠছে না।

ততক্ষণে লাশ ফুলে গেছে।
সারা শরীর থেকে অদ্ভুত গন্ধ।
পোকা-মাকড় চারদিক দিয়ে ভিড় করছে।
নতুন বরফ এনে আবার রাখা হলো।
তবুও… নেলপালিশ কিছুতেই উঠছে না!

রাত হয়ে এলো।
এশার ওয়াক্ত পেরিয়ে গেছে।
একজন মা, স্ত্রী, মুসলিম নারী—মাটির অপেক্ষায় কষ্ট পাচ্ছেন।
সবাই ইমাম সাহেবকে অনুরোধ করলো,
"হুজুর, এমনি করে দাফন দেই না? আর রাখা যাচ্ছে না!"

ইমাম সাহেব ধীরে বলে উঠলেন,
"এই অবস্থায় দাফন করলে ওনার আজাব অনেক বেশি হবে। শরীরের যেই অংশে ওজু না হয়, সেই অংশ আগুনে পুড়ে যাবে—এটা কোনো কাহিনী না, হাদিসে আছে।"

শেষমেশ সবাই মিলে সিদ্ধান্ত নিল—
তার প্রতিটা নখ কেটে ফেলা হবে!
একটা একটা করে কাটা হলো—একটা লাশের আঘাত সহ্য করার ক্ষমতা নেই, কিন্তু আমাদের ভুলে তাকে এভাবে সহ্য করতে হলো।

ফজরের পরে তাকে দাফন করা হলো—একটা মৃতদেহ, যার ওজু সম্পূর্ণ হলো নখ হারিয়ে…!

প্রিয় বোনেরা,
এই ঘটনা আমি আমার চোখে দেখেছি।
আজও যেন সেই লাশটার ব্যথা আমার বুকের মধ্যে ঢুকে আছে।

নেলপালিশ কি এতটাই দরকার ছিল?
একটা গা শিউরে ওঠা মৃত্যু, আর একটা লাশ—যার জানাজা আটকে গেল শুধু আমাদের একটুখানি অবহেলায়।

আজও আমি আর কখনো নেলপালিশ দেই না।
আপনাদের বলি—অনেক সুন্দর মেহেদী দিয়ে হাত সাজান, ওজু হয়, পাপ হয় না।

আসুন, আজকেই প্রতিজ্ঞা করি—
"হে আল্লাহ, আমি আর নেলপালিশ ব্যবহার করবো না—তাওবা করি, তুমি ক্ষমা করো…!"

মৃত্যু তো বলে আসে না,
কারো বয়সের আগেই যেকোনো এক্সিডেন্টে মৃ*ত্যু হতে পারে.. তবে প্রস্তুতি তো আমাদের থাকা উচিত… নয় কি? 🍃

আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দিন। আমাদের নখ, চোখ, মুখ—সবকিছু পাক হোক সেই শেষ যাত্রার সময়… 🤲🏻

বিদ্র: আপনার জীবনে ঘটে যাওয়া সত্য কোন ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন। আপনার রিজিক হতে পারে দেরিতে...
19/07/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন! 🤍

রোজ রাতে দারচিনি পানি খেলে চিনি কি কমে যায়?ডায়াবেটিস রোগীদের জন্য দারচিনি একটি প্রাকৃতিক নিয়ন্ত্রণকারী উপাদান।তবে সেটিকে...
19/07/2025

রোজ রাতে দারচিনি পানি খেলে চিনি কি কমে যায়?

ডায়াবেটিস রোগীদের জন্য দারচিনি একটি প্রাকৃতিক নিয়ন্ত্রণকারী উপাদান।
তবে সেটিকে ঠিকভাবে ব্যবহার করতে না পারলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে।
প্রতি রাতেই ১ কাপ পানিতে ১/২ চা চামচ দারচিনি গুঁড়ো দিয়ে ফুটিয়ে ৫ মিনিট জ্বাল দিন।
ঠান্ডা হলে ছেঁকে পান করুন রাতের খাবারের ৩০ মিনিট পর।
এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।
তবে দিনে একবারই যথেষ্ট—দুইবার বা বেশি খেলে রক্তচাপ কমে যেতে পারে।
পাশাপাশি যাদের অনিদ্রা আছে, তাদের জন্যও উপকারী এটি।
পেট পরিষ্কার থাকে, ঘুম ভালো হয়, গ্যাস ও ব্লটিং কমে যায়।

✔️কাজুবাদাম ৫টা খালি পেটে খেলে দেহে কী পরিবর্তন হয়?অনেকেই কাজুবাদামকে শুধুই শুকনো ফল ভাবেন।কিন্তু এটি হলো শক্তির উৎস—বিশ...
18/07/2025

✔️কাজুবাদাম ৫টা খালি পেটে খেলে দেহে কী পরিবর্তন হয়?

অনেকেই কাজুবাদামকে শুধুই শুকনো ফল ভাবেন।
কিন্তু এটি হলো শক্তির উৎস—বিশেষ করে যারা দুর্বলতা, ক্লান্তিতে ভোগেন।
👉 প্রতিদিন সকালে খালি পেটে ৪–৫টি কাজুবাদাম ভিজিয়ে খেতে হবে।
👉 ৬–৮ ঘণ্টা আগে ভিজিয়ে রাখতে হবে, সরাসরি খাবেন না।
এতে আছে হেলদি ফ্যাট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, যা মস্তিষ্ক ও পেশি শক্তিশালী করে।
দাম্পত্য শক্তি বাড়ায় এবং মন ভালো রাখতে সহায়ক।

♦️ডায়াবেটিস বা ওজন বেশি হলে সীমিত পরিমাণে খাবেন।

আপনি কি প্রতিদিন কাজুবাদাম খেয়ে থাকেন?

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।আত্ত...
16/07/2025

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে,আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইসরাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম,এবার একটু চিন্তা করুন তো,এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!

বিকেলে আমলকি খেলে দৃষ্টিশক্তি বাড়ে, কিন্তু কীভাবে খেতে হবে?আমলকি কেবল ভিটামিন সি-র জন্য নয়, চোখের জন্যও অত্যন্ত উপকারী।ত...
16/07/2025

বিকেলে আমলকি খেলে দৃষ্টিশক্তি বাড়ে, কিন্তু কীভাবে খেতে হবে?

আমলকি কেবল ভিটামিন সি-র জন্য নয়, চোখের জন্যও অত্যন্ত উপকারী।
তবে এটি খাওয়ার উপযুক্ত সময় ও পদ্ধতি না জানলে পুরো উপকার পাবেন না।
প্রতিদিন বিকেলে ১টি কাঁচা আমলকি চিবিয়ে খান অথবা ১ চা চামচ আমলকি গুঁড়ো ১ গ্লাস পানিতে মিশিয়ে পান করুন।
যাদের চোখ চুলকায়, ঝাপসা দেখে বা দ্রুত চোখ ক্লান্ত হয়ে পড়ে, তাদের জন্য এটি দারুণ কার্যকর।
বয়সের কারণে চোখের জ্যোতি কমে যাওয়া রোধেও কাজ করে আমলকি।
এছাড়া এটি লিভার, চুল ও ত্বকের জন্যও চমৎকার।
তবে খালি পেটে খাবেন না—হালকা খাবারের ৩০ মিনিট পর খাওয়া ভালো।

👉চিয়া সিড খাওয়ার নিয়ম:এক গ্লাস পানির সাথে দুই থেকে তিন চামচ চিয়া সিড মিশিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিতে হবে। তারপরে ...
15/07/2025

👉চিয়া সিড খাওয়ার নিয়ম:
এক গ্লাস পানির সাথে দুই থেকে তিন চামচ চিয়া সিড মিশিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিতে হবে। তারপরে এটি খেতে পারবেন। বেশি ফলাফল লাভের জন্য সাথে লেবু ও মধু মিশ্রিত করতে পারেন এতে স্বাদটাও ভালো লাগবে।

✔️চিয়া সিডের পুষ্টিগুণ:

📌এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে

📌চিয়া সীড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে

📌চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে

📌চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়

📌চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি

📌চিয়া সিড মলাশয় (colon) পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়

📌চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়

📌চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে

📌চিয়া সীড ভাল ঘুম হতে সাহায্য করে

📌চিয়া বীজ ক্যান্সার রোধ করে

📌চিয়া সীড এটেনশান ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসর্ডার (Attention deficit hyperactivity disorder ADHD) দূর করে।

মাথায় নতুন চুল গজানোর জন্য যা করবেন-চা পাতা, কাঁচা মেহেদি পাতা, ডিমের সাদা অংশ, পেঁয়াজের রস, মেথি ও জবা ফুল সাথে কালোজ...
14/07/2025

মাথায় নতুন চুল গজানোর জন্য যা করবেন-

চা পাতা, কাঁচা মেহেদি পাতা, ডিমের সাদা অংশ, পেঁয়াজের রস, মেথি ও জবা ফুল সাথে কালোজিরার তেল একসাথে পেস্ট করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। এক ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নিন। এভাবে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন। মাথার চুল সিল্কি এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।

চুলের জন্য পেঁয়াজের রস 🧅আপনি কি জানেন চুলের জন্য পেঁয়াজের রস কতটা উপকারী??🧅 পেঁয়াজের রসে যা থাকে:সালফার: এটি কোলাজেন ...
14/07/2025

চুলের জন্য পেঁয়াজের রস 🧅
আপনি কি জানেন চুলের জন্য পেঁয়াজের রস কতটা উপকারী??

🧅 পেঁয়াজের রসে যা থাকে:

সালফার: এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা চুল গজাতে সাহায্য করে।

অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ: খুশকি ও স্ক্যাল্প ইনফেকশন কমাতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট: অকালে চুল পাকাও কমাতে পারে।

✅ পেঁয়াজের রসের উপকারিতা:

1. চুল পড়া রোধ করে

2. চুল ঘন করে

3. চুলের গোড়া মজবুত করে

4. স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়

5. খুশকি ও চুলকানি কমায়

🔷ব্যবহারের নিয়ম:

১.শুধুমাত্র পেঁয়াজের রস:

১টা বড় পেঁয়াজ ব্লেন্ড করে ছেঁকে রস বের করুন

তুলো দিয়ে বা হাতে স্ক্যাল্পে লাগান
১ ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন

সপ্তাহে ২ বার
[ মনে রাখবেন যখনই শ্যাম্পু করবেন সাথে কন্ডিশনার ব্যবহার করবেন ]

🟪পার্সোনাল অভিজ্ঞতা : আমার অনেক চুল পড়তো আমি মাত্র সপ্তাহে ২ বার ব্যবহার করেই ভালো ফল পেয়েছি, চুল পড়া কমে গিয়েছে এবং নতুন চুল গজাচ্ছে আলহামদুলিল্লাহ।।।

🔸নোট : আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে এবং নতুন চুল গজায় না তারা এটা ব্যবহার করতে পারেন।।
যেদিন পেঁয়াজের রস মাথায় দিবেন সেইদিন শ্যাম্পু করে রাতে নারিকেল তেল দিলে আরো ভালো উপকার পাবেন 😊😊😊

🟥অনেকের পেঁয়াজের রস শুট করে না তাই অল্প একটু মেখে দেখবেন যদি জ্বালা না করে তাহলে দিবেন।।

আপনাদের কাজে লাগলে ভালো লাগবে ধন্যবাদ 🌷

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when It's Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share