
17/05/2025
গত দশ বছর ডাক্তারদের ভিজিট খুব বেশি বাড়েনি ইনকামও খুব বেশি বাড়েনি বরঞ্চ জুনিয়র ডাক্তারদের চাহিদা এবং মাসিক ইনকামও কমে গেছে।
কিন্তু গত ১০ বছরে ঔষধের দাম প্রায় তিন গুণ হয়েছে এ নিয়ে কোন ভাই ব্রাদারের কোন আলোচনা নেই, পেপার পত্রিকায় কোন সমালোচনা নেই।
গত ১০ বছর সম্মিলিতভাবে হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ব কয়েক শত গুণ বেড়ে গেছে এগুলো নিয়ে কোন আলোচনা নেই।
গত দশ বছর ডাক্তারদের মান উন্নয়নে সরকারের কোন বিশেষ পদক্ষেপ চোখে পড়েনি, ভালো ডাক্তার আকাশ থেকে তৈরি হয় না, তাদেরকে তৈরি করতে হয়। এ নিয়ে কোন ভাই ব্রাদার আরো কোন আলোচনা দেখিনি।
© গাউসুল আজম স্যার