17/04/2024
🔰 ফ্রিল্যান্সার হতে চাইলে কোন কোন বেসিক স্কিল থাকা গুরুত্বপূর্ণ?
✅ ফ্রিল্যান্সিং করতে চাইলে যে সেক্টরে ফ্রিল্যান্সিং করবেন সে সেক্টর রিলেটেড কিছু সফটওয়্যার বা কয়েকটা কেইসে কোডিং ও প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনারা এই স্কিলগুলো ডেভেলপ করতে চান ,তাহলে আপনাদের শুরুতেই প্রয়োজন হবে কয়েকটা বেসিক স্কিল, যে স্কিলগুলো আপনাদেরকে নিজেদের ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য স্পেসিফিক যে স্কিলগুলো প্রয়োজন তা ডেভেলপ করতে হেল্প করবে। শুধু তাই নয়, এই বেসিক স্কিলগুলো থাকলে আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারেও দ্রুত গ্রো করতে পারবেন।
✅ এবার আসি স্কিলগুলো সম্পর্কে। ফ্রিল্যান্সিংয়ের বেসিক স্কিলগুলোর মধ্যে আমি সবার আগে ইংলিশ স্কিলকেই প্রাধান্য দেবো। আপনাদের যদি বেসিক ইংলিশ স্কিল না থাকে, অর্থাৎ আপনারা যদি মোটামুটি সাবলীলভাবে ইংরেজি পড়তে, লিখতে এবং বলতে না পারেন, তাহলে কখনোই আপনার পক্ষে একজন ফ্রিল্যান্সার হওয়া পসিবল নয়। তাই নিজের ইংলিশ স্কিলের দিকে অবশ্যই নজর দিতে হবে।
✅ তারপর যে বেসিক স্কিল থাকতে হবে সেটা হলো কম্পিউটার স্কিল। এখানে কম্পিউটার স্কিল বলতে আমি বুঝিয়েছি কম্পিউটার অপারেট করতে পারা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের দক্ষতা। যদি আপনি কম্পিউটার চালাতে না পারেন, তাহলে আপনি কখনোই নিজের সেক্টরে যে সফটওয়্যারগুলো অবশ্যই শিখতে হবে, সেগুলো প্রোপারলি শিখতে পারবেন না। তাছাড়া কম্পিউটার স্কিল না থাকলে অনলাইন মার্কেটপ্লেসে বা মার্কেটপ্লেসের বাইরে কোথাও থেকেই ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন না। তাই যদি আপনি একজন ফ্রিল্যান্সার হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই বেসিক কম্পিউটার স্কিল অর্জন করুন।
✅ তারপরের স্কিলটা হলো কমিউনিকেশন স্কিল, যেটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সাকসেসফুল করতে অনেক হেল্প করে। যদি একজন ফ্রিল্যান্সার সঠিকভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে না পারেন, তখন তিনি যেমন ক্লায়েন্টদের ডিমান্ড সঠিকভাবে বুঝতে পারেন না, তেমনভাবে কিন্তু ক্লায়েন্টরাও তার এক্সপার্টাইজ বুঝতে পারেননা। একারণে ধীরে ধীরে নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানোর দিকে নজর দিতে হবে।