Miskat Sharif

Miskat Sharif আল্লাহ সর্ব শক্তিমান তিনিই আমার সৎ ইচ্ছা গুলো পূরন করবে এবং তার উচ্চ মাকাম দান করবে ইনশাআল্লাহ।

ইসস্  মানুষ এত নিকৃষ্ট। এর থেকে বনের পশুও উত্তম। ধর্ষণকারীদের আইনের হাতে তুলে না দিয়ে নিজেরাই বিচার করা উচিত।
20/09/2025

ইসস্ মানুষ এত নিকৃষ্ট। এর থেকে বনের পশুও উত্তম।

ধর্ষণকারীদের আইনের হাতে তুলে না দিয়ে নিজেরাই বিচার করা উচিত।

19/09/2025

হরিনা চিংড়ী

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আজকের দৃশ্য..প্রতিটি মানুষের জীবনে এমন একজন মনের মানুষ থাকুক..যে জীবনের সর্বোচ্চ কঠিন সময...
19/09/2025

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আজকের দৃশ্য..প্রতিটি মানুষের জীবনে এমন একজন মনের মানুষ থাকুক..যে জীবনের সর্বোচ্চ কঠিন সময়েও পাশে থাকবে..

জীবনের কঠিন সময়ে সবাই ছেড়ে যায় না..কেউ কেউ থাকে..হাতটা শক্ত করে ধরে 🙂

21/08/2025

মতলব দক্ষিণ উপজেলার উত্তর নাগদা বকাউল বাড়ীর (বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে) Mehedy Hasan Anonto নামের এক ছেলে ইসলাম ধর্ম এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করায় তার ঘরবাড়িতে হামলা করছে সরাসরি লাইভ
কপি পোস্ট

🔴 হৃদয়বিদারক বাস্তব ঘটনা 🔴এই দেশ আজ কোথায় দাঁড়িয়েছে? সামান্য কিছু টাকার লোভে ইজিবাইক চালক, ভ্যান চালকদের জীবন কেড়ে ...
13/08/2025

🔴 হৃদয়বিদারক বাস্তব ঘটনা 🔴

এই দেশ আজ কোথায় দাঁড়িয়েছে? সামান্য কিছু টাকার লোভে ইজিবাইক চালক, ভ্যান চালকদের জীবন কেড়ে নিচ্ছে নৃশংস চোরেরা।

👤 নাম: লিমন
পেশা: ভ্যান চালক
শারীরিক অবস্থা: জন্মগতভাবে প্রতিবন্ধী

প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও লিমন কখনো কারো কাছে হাত পাতেননি। নিজের ঘামে-পরিশ্রমে, আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতেন।

কিন্তু কে জানতো—
যে ভ্যান তার জীবিকার একমাত্র মাধ্যম, সেটাই তার জীবন কেড়ে নেবে!

গত রাতে, অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নে তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে।

এই ঘটনার পর প্রশ্ন জাগে—
এই দেশে কি গরিব মানুষের জীবনের কোনো মূল্য নেই?
এই দেশে কি লিমনের মতো অসহায়ের সঠিক বিচার হবে কোনোদিন?

💔 লিমনের জন্য ন্যায়বিচার চাই
শেয়ার করে আওয়াজ তুলুন, যেন এই নৃশংসতার বিচার হয় এবং আর কোনো গরিব মানুষের জীবন এভাবে হারাতে না হয়।

রূপসা বাজারের এক অদ্ভুত অভিজ্ঞতাআজ রূপসা বাজারে এমন এক দৃশ্যের মুখোমুখি হলাম যা আমাকে একই সাথে বিস্মিত ও হতাশ করেছে।একজন...
09/08/2025

রূপসা বাজারের এক অদ্ভুত অভিজ্ঞতা
আজ রূপসা বাজারে এমন এক দৃশ্যের মুখোমুখি হলাম যা আমাকে একই সাথে বিস্মিত ও হতাশ করেছে।
একজন মানুষ ভিক্ষা করছিলেন—আমার ধারণা ছিল, হয়তো এই টাকা দিয়ে তিনি সংসার চালাবেন, সন্তানদের পড়াশোনায় লাগাবেন, অথবা নিজের চিকিৎসায় ব্যয় করবেন।

কিন্তু অবাক হয়ে দেখলাম—ভিক্ষায় পাওয়া সেই টাকায় তিনি কিনলেন সিগারেট!
মুহূর্তে মনে হলো, যেখানে অসংখ্য মানুষ ভিক্ষা করে পেটের ক্ষুধা মেটায়, সন্তানকে স্কুলে পাঠায়, সেখানে কেউ যদি সেই কষ্টার্জিত দান ধ্বংসাত্মক কাজে ব্যয় করে—তাহলে আমরা কি বিনা প্রশ্নে সাহায্য করবো?

মানুষকে সাহায্য করা মহৎ কাজ—কিন্তু সেই সাহায্য যেন সঠিক পথে যায়, কারো জীবন বদলে দেয়, আশা জাগায়।
অপচয় নয়, প্রয়োজনেই যেন দান হয়—তাহলেই মানবতার মর্যাদা রক্ষা পাবে।

আপনার মতামত কী—এমন পরিস্থিতিতে আমরা কী করবো?

#বাস্তব_গল্প #মানবতা #সঠিক_সাহায্য #চিন্তার_খোরাক

জেল থেকে পালাতে ব্রাজিলের এক কয়েদী প্রায় পাঁচ বছর ধরে একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়েছিল। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস- এত...
02/08/2025

জেল থেকে পালাতে ব্রাজিলের এক কয়েদী প্রায় পাঁচ বছর ধরে একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়েছিল। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস- এতদিন সুড়ঙ্গ খুঁড়ে সে জেলখানার বাইরে যায়নি, বরং ওটার আরেক মুখ গার্ডদের এক রুমে গিয়ে শেষ হয়েছিল!

বাংলা ভাষা জানলে লোকটা নির্ঘাত গালমন্দ করে বলত, "____ আমার লাভ লস নাই,আমার লাইফটাই লস।

🍼 এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে ফুটফুটে কন্যা সন্তান…খুলনার পাইকগাছার রাস্তায় আজ এক নীরব ট্র্যাজেডি unfolding হয়েছ...
30/07/2025

🍼 এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে ফুটফুটে কন্যা সন্তান…
খুলনার পাইকগাছার রাস্তায় আজ এক নীরব ট্র্যাজেডি unfolding হয়েছে। মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন—কিন্তু তিনি জানেন না, তাঁর গর্ভে যে শিশুটি এসেছে, সেই শিশুর ‘জন্মদাতা’ কে!

🥀 হায় সমাজ!
মা তো হলো… কিন্তু “বাবা” হলো না কেউ!

এই নারী বহুদিন ধরেই পাইকগাছা, গদাইপুর ও আগড়ঘাটা এলাকাজুড়ে ঘুরে বেড়ায়। অসহায়, উদ্ভ্রান্ত, অবহেলিত। অথচ তার গর্ভে যে প্রাণটি বেড়ে উঠেছিল—সে তো কারও দায় এড়ানোর ফসল নয়!
সে শিশুটি আজ পৃথিবীতে এসেছে, কিন্তু কে তার অস্তিত্বের দায় নেবে?

👶 আমরা চাই না—এই শিশুটি সমাজের ঘৃণা, করুণা আর অবহেলার শিকার হোক।
চাই না সে জন্মের পর থেকেই “অপরাধ” হয়ে উঠুক।

👉 তাই অনুরোধ করি—
যিনি এ ঘটনার জন্য দায়ী, অন্তত গোপনে হলেও সামনে আসুন। শিশুটির জন্য ন্যূনতম সহযোগিতা করুন।
এই ছোট্ট প্রাণটিরও অধিকার আছে—
একটি নিরাপদ শৈশব,
একটি মানবিক জীবন,
একটি ভবিষ্যৎ গড়ার।

📍 আজ খুলনার পাইকগাছা শুধুই এক অসহায় নারীর প্রসববেদনা শুনছে না—
এটা এক সমাজের নৈতিক পরাজয়ের আর্তনাদ!

🔔 পাইকগাছা আজ প্রশ্ন রাখছে— "একজন পাগলিও মা হতে পারে,
তবে তুমি কেন মানুষ হতে পারলে না?"

☘️ মিশরে রহস্যময় মহাকাশযান ও কঙ্কালের আবিষ্কারমিশরের একটি প্রত্যন্ত অঞ্চলে খননকাজের সময় একটি বিশাল ধাতব মহাকাশযান এবং ...
26/07/2025

☘️
মিশরে রহস্যময় মহাকাশযান ও কঙ্কালের আবিষ্কার

মিশরের একটি প্রত্যন্ত অঞ্চলে খননকাজের সময় একটি বিশাল ধাতব মহাকাশযান এবং এর ভেতরে তিনটি অদ্ভুত কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। জাহাজটি UFO-এর মতো এবং হাজার বছরের পুরোনো হলেও প্রায় অক্ষত অবস্থায় ছিল। কঙ্কালগুলোতে লম্বা খুলি ও অস্বাভাবিক হাড়ের গঠন থাকায় বিজ্ঞানীরা ধারণা করছেন, এগুলো কোনো পরিচিত মানব প্রজাতির নয়।

এই চমকপ্রদ আবিষ্কার বিশ্বব্যাপী কৌতূহল তৈরি করেছে। স্থানটি ঘিরে ফেলা হয়েছে এবং আন্তর্জাতিক বিজ্ঞানীদের মাধ্যমে বিশ্লেষণ চলছে। প্রাথমিক কার্বন ডেটিং অনুসারে, এটি মিশরীয় সভ্যতার আগের হতে পারে। ফলে, এটি কি প্রাচীন ভিনগ্রহী সংস্পর্শের প্রমাণ?—এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এই যুগান্তকারী আবিষ্কারের পূর্ণ সত্য জানতে।

ক্লাসে যে যেভাবে ছিল সেভাবেই বসে আছে এখনো। তবে এখন আর কাউকে চেনা যাচ্ছে না। নিকষকালো দেহ থেকে ধোঁয়া উড়ছে।হে আরশের মালিক ...
21/07/2025

ক্লাসে যে যেভাবে ছিল সেভাবেই বসে আছে এখনো। তবে এখন আর কাউকে চেনা যাচ্ছে না। নিকষকালো দেহ থেকে ধোঁয়া উড়ছে।
হে আরশের মালিক আকস্মিক দুর্ঘটনা থেকে আমাদের সকলকে হেফাজত করুণ।আমিন
Prayers For Uttara Milestone College.😢

মসজিদ থেকে একটা মিষ্টি পেলে, সেটা নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়ার নামই বাবা। ❤️🫶
20/07/2025

মসজিদ থেকে একটা মিষ্টি পেলে, সেটা নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়ার নামই বাবা। ❤️🫶

এই মাসুদ ছেলেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন গার্ড।আজ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম, তখন আমার পকেট থেকে মানিব্যাগটা ব...
14/07/2025

এই মাসুদ ছেলেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন গার্ড।
আজ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম, তখন আমার পকেট থেকে মানিব্যাগটা বেরিয়ে গেল।
আমার মানিব্যাগে ৫১৫০০/- টাকা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কার্ড ছিল।
আমার মানিব্যাগটা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে মানিব্যাগটা সিকিউরিটি অফিসে দেওয়া হয়েছে।
আমি সিকিউরিটি অফিসে যাওয়ার পর জানতে পারলাম যে লোকটা মানিব্যাগটা পেয়েছে এবং তার সততা দেখিয়ে সে আমার মানিব্যাগটা সিকিউরিটি অফিসে ফিরিয়ে দিয়েছে।
আমি তাকে বললাম- "মামা আপনার যেখানে মানিব্যাগটা পরসিলো সেই জায়গায় আমি ছিলাম। ভাগ্য ভালো আমি দেখে নিসি না হলে আজকে আপনে মানিব্যাগটা পাইতেন না। চেক করে নেন ঠিক আসে তো?"
আমি তাকে বললাম মামা চলো ক্যান্টিনে যাই। যা মন চাই খাও তুমি, আমি টাকা দিচ্ছি।
প্রথমে সে বলল, "না মামা থাক যাবো না আইজকা তো আমার ডিউটি"
কিন্তু তাও আমি তাকে ক্যান্টিনে নিয়ে গেলাম।
ক্যান্টিনে যাওয়ার পর সে মাত্র ৪ বোতল পেপসি কিনেছে। আমি বললাম, "আর কিছু লাগলে নাও।" সে বলল, "মামা আর কিছু লাগবে না, শুধু এক গ্লাস পানি খাওয়ান।"
আমি বললাম, "ঠিক আছে চলেন" এরপর দুজন বেড়িয়ে গেলাম।
বাইরে যাওয়ার পর সে পেপসির বোতলগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা রক্ষীদের দিলো।
আমি তাকে জিজ্ঞেস করলাম, "মামা তুমি খাবা না?"
সে বলে, "মামা আমি খাই না, আমি এদের জন্যই নিসি। বেচারাগুলো গরমে দাড়াইয়া আছে।"
এরপর আমি বুঝতে পারলাম আমরা কত স্বার্থপর। আমরা কেবল নিজের কথাই ভাবি।
কখনও কখনও এলোমেলো শিশুসুলভ আচরণ মানবতার প্রতি আপনার বিশ্বাস পুনরুদ্ধার করে।
তারা দরিদ্র হতে পারে কিন্তু এটা কি ন্যায্য আমরা যে এদের সাথে খারাপ আচরণ করি?
দরিদ্র থাকার সবচেয়ে নিশ্চিত উপায় হল একজন সৎ মানুষ হওয়া। শুধুমাত্র সৎ বলেই তারা দরিদ্র।

মাসুদের মতো মানুষেরাই প্রমাণ করে, সততা আর উদারতা কোনো পদ-পদবির তোয়াক্কা করে না। আমাদের সমাজের এই নীরব নায়কদের প্রতি সম্মান জানাতে ভুলবেন না। আপনার জীবনেও কি এমন কোনো মাসুদের গল্প আছে? কমেন্টে জানান!

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Miskat Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miskat Sharif:

Share

Category