26/07/2025
পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
শফিক ইসলাম,কন্টিবিউটিং রিপোর্টার, মহালছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) শনিবার খাগড়াছড়ি সদর উপজেলার বিজিতলা মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে কমিউনিটি ক্লিনিকটি পরিচালনা করা হয়।
মহালছড়ি সেনাবাহিনি জোনের পরিচালনায় সকাল ৯:৩০ ঘটিকায় শুরু হওয়া এই চিকিৎসা কার্যক্রমটি দিনব্যাপী চলমান থাকে।এতে চিকিৎসা প্রদান করেন মেজর তাসমিয়া ক্যাপ্টেন অতনু বিশ্বাস,ক্যাপ্টেন আবরার ফাহাদ,ক্যাপ্টেন তাসমিয়া।
এতে প্রায় ৩০০ শতাধিক প্রত্যান্ত অঞ্চল থেকে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সরবরাহ করা হয়। এ সময় চুলকানি(স্ক্যাবিস),ফোঁড়া,জ্বর, সর্দি,কাশি,রক্তস্বল্পতা,ডায়রিয়া,পেট ব্যাথা,মাথা ব্যাথা,দাঁত ব্যাথা সহ শারীরিক দূর্বলতার চিকিৎসা প্রদান করা হয়।
এই কার্যক্রমে স্থানীয় জনগণের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল অত্যন্ত সন্তোষজনক। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ স্বরুপ।
মহালছড়ি জোনের লেঃ মুনিম ইসলাম সামিন "জনকণ্ঠ" কে জানান, সেনাবাহিনির নিয়মিত এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের শান্তি সমৃদ্ধি উন্নয়নে ধারাবাহিকতায় যে অবদান রেখে চলছে এই উদ্যোগ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।