30/06/2024
হলো ضفيرة এর বহুবচন। উভয়টারই অর্থ বেণি।
আলি কারি রাহিমাহুল্লাহ বলেন, 'ضفائر হলো ضفيرة -এর বহুবচন, যেমন-
غدائر হলো غديرة-এর বহুবচন। উভয়টার অর্থ অভিন্ন। الضفر অর্থ: চুল বা অন্য কিছু বোনা। الضفيرة অর্থ হলো বেণি, খোঁপা।১১৯
ইবনু মানজুর রাহিমাহুল্লাহ বলেন, 'الضفر অর্থ হলো চুল বা অন্য কিছু চওড়ার দিকে বুনানো। التضفير-এর অর্থ এটাই। الضفيرة অর্থ হলো বেণি।
'যুওয়াবাহ' ضفيرة - ذؤابة বলা হয়। মহিলাদের মাথার চুলের প্রতিটি গুচ্ছ, যা ভিন্ন ভিন্ন বেণি করা হয়, তাকে ضفيرة বলে। এর বহুবচন হলো اضفائر ১২০