09/01/2024
‹
আর কনো ভিড়িও হবে না! 😞
বিঃদ্রঃ 👇
আসসালামু আলাইকুম ❞
আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আমাদের টিম মেম্বার্রা ভালো নেয়, বর্তমান সময় সবারি কাজ,কামে ব্যাস্তো। অনেক দিন যাবত ভিড়িও করছি কিন্তু। কনো লাভ নাই। না আছে কনো ভালো লাইক,ভিও না আছে, কনো সাপোর্ট! ধন্যবাদ তাদের কে যারা আমাদের সাথে ছিলো গত, ১৫/১৬ দিন কনো নতুন ভিড়িওর শুট করা হয় না। আগের ভিড়িও গুলা ইড়িট করে আপলোড় করা হয়।। এডমিট সবুজ ভাই তিনি অনেক কষ্টো করে ভিড়িও বানায়। আর আমরা মোবাইল দিয়ে ভিড়িও বানায়।। মোবাইল দিয়ে ভিড়িও বানিয়ে ইড়িট করে আপলোড় করা যে কত প্যেরা তা শুধু যানে৷ যারা ভিড়িও বানায়।। তারাই। জানি না আবারো কনোদিনও ব্যাক করবো নাকি। তবে বর্তমান সময় সবাই কাজ,কামে ব্যাস্তো সময় দিতে পারছে না। আমাদের টিম মেম্বাররা অনেক সাহায্য করেছে ভিড়িও বানাতে।। ধন্যবাদ।। সব থেকে বড় সমস্যা সমালোচনা।। আসলে আমরা বিভিন্ন ধরনের ভিড়িও বানিয়ে'ছি শুধু মাত্র বিনোদনের জন্য।। কাউকে উদ্দেশ্য করে না। কাউকে ছোট করার জন্য না। আমাদের কে নিয়ে এলাকায় অনেকেয় সমালোচনা করে খারাপ বলে ভিড়িও করার জন্য। আরো অনেক কথা যায় হোক।। এই পেজে আর কনো ভিড়িও আসবে এইটায় ফাইনাল হয়ে গেছে।।
আর আমরা নতুন একটা পেজ খুলবো ভাবছি। যদি আবার ভিড়িও শুরু করি তাহলে নতুন পেজে আপলোড হবে। আর নতুন পেজ খুললে এই আইড়িতে জানিয়ে দাওয়া হবে। ইনশাআল্লাহ।। সবাই ভালো থাকবেন আর আমাদেরকে ভুলে যায়েন না। আমরা আবারো ব্যাক করবো ইনশাআল্লাহ।। দোয়া করবেন আমাদের জন্য আমাদের টিম মেম্বারদের জন্য।। নতুন পেজ খুললে জানিয়ে দাওয়া হবে!! ধন্যবাদ সবাইকে।।