
09/12/2024
স্বামীর শখ পূরণ করার মতো শান্তি দুনিয়ায় আর কোন কিছুতেই নেই। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার শ্বশুর আব্বা মিলে আমার হাজব্যান্ডকে আজ একটু চমক দিলাম। আজ আমি অনেক খুশি, নিজেকে নিয়ে গর্বিত মনে হচ্ছে। ধন্যবাদ আমার শ্বশুর আব্বা এবং আমার নিজের আব্বা, আপনারা না থাকলে হয়তো আমি আপনার ছেলের জন্য এই উপহারটি দিতে পারতাম না। ধন্যবাদ দুই আব্বা।