22/08/2024
বন্যা বা বড় কোন দুর্যোগ হলে
আগে ফেসবুকে জনপ্রিয়তা পাওয়ার জন্য হলেও মানুষ বন্যার্থ বা গরিবদের সাহায্য করত,
সেটা দেখে অনেকে তাদের দেখাদেখি মন থেকে সাহায্য করতো।
কিন্তু ট্রল করে করে আমরা এমন একটি অবস্থা করেছি যে এখন কেউ সাহায্য করতেও লজ্জা পাচ্ছে ট্রল হওয়ার ভয়ে😞
একবার ভাবুন তো প্রবাসে যারা আছে অথবা আমাদের মত সেখান থেকে দূরে যারা আছি আমরা তাদের কাছে গিয়ে সাহায্য করতে পারছি না দোয়া করা ছাড়া,তারা কিভাবে সাহায্য করবো।
যারা ওইখানে গিয়ে আমাদের দাওয়া টাকা অথবা সামগ্রী নিয়ে যাচ্ছিল, তাদেরকে টাকা পাঠিয়ে তাদের মাধ্যমে আমরা সাহায্য করেছিলাম,
আমরা জাতি হিসেবে এমন যে কাউকে হাততালি দিয়ে উপরে উঠাতে ও কোন কিছু ভাবি না যে সে কে, আর কাউকে নিচে নামাতেও ভাবি না যে তাকে নিচে নামালে সমাজের কত ক্ষতি হতে পারে ,
আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে এই বন্যা থেকে বাঁচাক এবং মানুষকে একটু সুবুদ্ধি দিক