Kabbo

Kabbo Life is a big dreem
so enjoy your self

1. Never show yourself in a big way. This will make you look small.2. Show the mentality of admitting mistakes. Do not h...
21/04/2025

1. Never show yourself in a big way. This will make you look small.

2. Show the mentality of admitting mistakes. Do not hesitate to say "Thank you", "Please".

3. Do not share your secrets with anyone or trust anyone blindly.

4. Do not go into business without experience.

5. Do not get addicted to p**n. By doing this, you will lose a beautiful life for temporary happiness.

5. Do not gossip. The person who criticizes others in front of you will definitely criticize you in front of others.

6. Do not get into an argument with a donkey. At the beginning of the argument, the donkey will bring you down to his level, then humiliate you in front of everyone.

7. Do not put off doing any work thinking that you will do it later. If you do that, there is a 80 percent chance that you will never be able to do it again.

8. Do not be afraid to say 'no'.

9. Do not neglect your parents because of your wife or your wife because of your parents.

10. Don't try to please everyone. You will lose your personality.

11. Success does not come without risk. So don't be afraid to take calculated risks in life.

12. Don't get addicted to your smartphone. You won't find answers to all your questions in life on Google.

13. Don't delay expressing your heart's desire. Because, you can regret this one thing for the rest of your life.

13. If you are unhappy in a relationship, don't hold on to it. If a relationship causes mental pain and creates inner turmoil, quickly remove it from your life.

14. You never know how close you are to fulfilling your dreams. So, never stop chasing your goals. Most people give up when they get close to achieving success.

15. Don't make enemies unnecessarily.

16. Don't say anything that hurts someone's religious beliefs or post on social media.

17. Do not take pictures or videos of private moments with your boyfriend or girlfriend. You cannot guarantee that you will marry him or that he will not blackmail you in the future.

18. Do not teach someone who is not ready to listen to you. He will cheat, make mistakes, get hurt; then he will understand your worth.

19. Do not save your relationship with people by sacrificing your own respect. Where you do not have respect.!!(kabbo)

1) Be very selfish about time. Remember that your time is only for you, to be more precise, for your own development. If...
17/04/2025

1) Be very selfish about time. Remember that your time is only for you, to be more precise, for your own development. If you voluntarily give your time to someone, that is a different matter, but make sure that no one can waste your time in the name of chatting and hanging around.

2) Before choosing a profession, understand yourself, what do you like to do the most and what are you most good at? Keep in mind that your skills may not match your likes and dislikes. If you have skills in what you like to do, then there is a strong possibility of your career moving up the ladder.

3) Avoid the attitude of ‘my friends have got into such and such a university, so I have to get in too’. Try to get into the university that you think is best for you, if not then try the second best. Otherwise, the friendship for which you rushed to the university, ignoring the quality of your studies, will evaporate like camphor if you cannot succeed in life due to the quality of the university.

4) Avoid getting involved in love while you are a student, at this stage of your life, they are nothing but a 'black hole' of money and time. You will love a girl like crazy, give money and time to her and then on the grounds that you are 'not established', that girl will get married somewhere else. In the middle, your money-time-career will all be wasted. Is there any need for so much trouble? The money you give to your girlfriend, eat the money yourself, take care of yourself, and put it to good use in the end.

5) Increase your skills. I have seen many young people who do not know any other use of the internet except Facebook. When an organization thinks of hiring you, they will not want to see your Facebook friend list, but rather see how many useful programs you can use efficiently.

6) Keep your digital footprint clean, many companies now check the various online accounts of job seekers before hiring them. Keep your political views or your love for Sunny Leone to yourself, there is no need to tell the world about these by keeping your privacy in public mode.

7) Try to gain proficiency in English, believe it or not, this is the main reason why Indians are hired in high positions in various garments.

8) Create your own network, see if there is anyone important in your neighborhood, if there is, greet them whenever you meet them, continue to greet them, wish them Eid, tell them what help you want after a while, if they are not completely rude, they will definitely help you. But do not ask them for money again, try to use their network.

9) The most important thing that is never taught in any school or college, be attentive to etiquette. Learn from them, both polite and rude. At a young age, you may think it's unnecessary, but at some point in your life, you'll realize that this was the most important thing in life.[collekted]

17/04/2025

শুভ নববর্ষ

📌10 Motivational Quotes to Get Rich in Bengali: 1. "He who can dream, can make it come true." – Dreaming is the first st...
03/02/2025

📌10 Motivational Quotes to Get Rich in Bengali:

1. "He who can dream, can make it come true."
– Dreaming is the first step to becoming rich.

2. "Your labor today is the foundation of your wealth tomorrow."
- Success is impossible without hard work.😶

3. "Time and opportunity never wait. So seize them."
- Make the right decision at the right time.

4. "If you want to be rich, learn something new every day."
- Knowledge is real wealth.

5. "He who knows how to save money, knows how to earn money."
- Develop the habit of saving.

6. "Failure is the stepping stone to success. Learn from mistakes and move on."
- Don't be afraid of failure.

7. "If you don't sweat your dreams today, you'll have tears tomorrow."
- Hard work and dedication is the way to get rich.😶

8. "Rich people look for opportunities, and poor people look for excuses."
- Learn to recognize opportunities.

9. "Until you think big, you can't achieve anything big."
– Challenge your own limitations.😕

10. "Take control of your life, or someone else will control yours."
– Be self-reliant and set your goals.

Remember: Getting rich is not just about money, it's about mindset, education and right actions…!!📍💖

29/11/2024
11/10/2024
09/10/2024
সকল বোনদের দৃষ্টি আকর্ষন করছি মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনিশুধু কোন না কোন বোনের উপকারে আসবেতাই লিখলাম।আর যদি একজন...
02/07/2024

সকল বোনদের দৃষ্টি আকর্ষন করছি
মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনি
শুধু কোন না কোন বোনের উপকারে আসবে
তাই লিখলাম।আর যদি একজন বোনের ও
উপকারে আসে তাহলে আমার লিখাটা স্বার্থক
হবে।

গরীব ঘরের একটি সহজ সরল মেয়ে নাম
তার নেহা। বাবা মায়ের এক মাত্র সন্তান নেহা
অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে
তারা পড়া শোনা করাচ্ছেন।মেয়েটা লেখাপড়ায় ও ফাস্ট, অনেক মেধাবী একটি
ছাত্রী। জি পি এ ফাইভ নিয়ে ঢাকায় একটি
ভাল কলেজে ভর্তি হয়েছে।এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে।
মেয়েটি অনেক স্বপ্ন দেখতো অনেক
লেখা পড়া করে ভাল একটা জব করবে।
বাবা মা কে নিয়ে একটু ভাল ভাবে বাঁচবে।
অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে
মেয়েটা।

কয়েক মাস পর কলেজের একটা ছেলে
নেহা কে প্রপোজ করলো ছেলেটার নাম
ছিল রাজিব। ভিষন ভাল ছেলে তার পরও
নেহ প্রপোজ টা গ্রহন করেনি, সে রাজিবকে
বলল তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা
করতে পারো তাহলে অকে।রাজিব বলল আমি
তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো।

এই ভাবে দিন গেল মাস গিয়ে বছর গেল
এখন নেহা ফাইনাল ইয়ার এ দুই মাস
পর তার ফাইনাল পরিক্ষা। নেহার এক
বান্ধবীর বিয়ে, নেহা কে অনেক
মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে।

এখন নেহা ভাবছে বড় লোক বান্ধবীর
বিয়ে একটু ভাল করে পার্লারে সাজ গুজ করে
যেতে হবে। কিন্তু টাকা পাবে কই সে রাজিব
কে গিয়ে বললো আমাকে ১ হাজার টাকা
ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দেব।
রাজিব বলল আচ্ছা দিব, পরের দিন নেহা
চলে গেল একটি পার্লারে তার আরেকটা
বান্ধবী কে নিয়ে। জীবনের প্রথম গেছে
সে পার্লারে সাজতে।আর সেই পার্লারের
মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে, টাকা
ওয়ালার ছেলেদের সাথে মেয়েটির হাত
ছিল, সে সুন্দর সুন্দর মেয়েদের কে ফাদে
ফেলে ঐ পয়সা ওলাদের কাছে পাটিয়ে
দিত।

নেহা তার ফাদে পড়ে গেল, নেহা কে বলল
আপু আপনি উপরের রুমে চলে যান ওখানে
স্পেশাল সাজ দেওয়া হয় আর এখানে
সিট ও খালি নেই সে চলে গেল উপরের
রুমে। আর যেতেই রুমের ভিতর তিনটা
ছেলে ছিল দুজনে নেহার মুখে কাপর দিয়ে
বেধে নিল একজনে দরজা লাগিয়ে দিল
পরে মেয়েটি কে দুজন ধরে রাখলো এক জন
ধর্ষণ করল।ছিঃ এরা আবার নিজেকে পুরুষ
বলে, তিন জন মিলে বন্ধ রুমে একটি অসহায়
মেয়েকে রেপ করে এদের কে হিজড়া বললে
হিজড়া দের ও অপমান করা হবে।ওরা তো
পশুর চেয়েও জঘন্য। ভাবতে অবাক লাগে
ওরা ও কোন মায়ের গর্ভে জন্ম নিছে।
ধিক্কার জানাই এই রকম পুরুষ দের।

নেহার বান্ধবী পার্লারের মেয়েটা কে বলল
আমার বান্ধবী কই সে বলল তোমার
বান্ধবী তো অনকে আগেই চলে গেছে তার
পর সেও চলে গেল। ওরা নেহা কে দুইদিন
রেপ করে ছাড়ল। মেয়েটি তখন আদ মরা
কি করবে গিয়ে বান্ধবী কে সব বলল,
বান্ধবী নেহা কে নিয়ে থানায় মামলা
করলো। নেহা কে হাসপাতালে নেওয়া হল
সত্যি তাকে রেপ করা হয়েছে কি না তা
পরিক্ষা করার জন্য কিন্তু ডাক্তার টাকা
খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘুষ
খেয়ে কোর্ট এ মিথ্যে সাক্ষী দিল ভাল
মেয়ে টা কে চরিত্রহীনা বানিয়ে দিল।
এই হল আমাদের দেশের আইন ব্যবস্থা।
যেখানেই শুধু বড় লোক রাই বিচার পায়
আর গরিবের কোন বিচারই নেই।
ভাবতে অবাক লাগে?

এখন এই অসহায় মেয়েটি সমাজে কি
ভাবে মুখ দেখাবে।পরের দিন ই মেয়েটির
ভিডিও টি ইন্টার নেটে ছেড়ে দিল।
গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে
অনেক অপমান করছে আর বলছে তোমরা
শহরে পড়ার নাম করে মেয়েটি কে দিয়ে
খারাপ কাজ করাচ্ছো ছিঃ ছিঃ । গ্রামের লোকের
অপমান সহ্য না করতে পেরে নেহার বাবা
মা দুজনেই বিষ খেয়ে সুইসাইড করলেন।

নেহা সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে
সুইসাইড করল,আর নেহা মারা যাওয়ার
পর রাজিব টা ও পাগল হয়ে গেল।চারটা প্রান
আর একটা ভালবাসার ঘর অকালে ঝরে গেল..............

শেষকথাঃসব বোন দের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোন পার্লারে একা কখনো যাবেনা।আর গেলে নিজের ভাই অথবা
বোন কে নিয়ে যাবে। কারন আপন তো
আপনই।কে জানে এই রকম ঘটনা কার জীবনে ঘটে যায়।আর আমার এই পোস্ট টা
লাইক না দিয়ে একটা শেয়ার দাও যাতে
সারা দেশের বোনেরা পড়তে পারে আর একটু
সচেতন হতে পারে।
ধন্যবাদ...

01/07/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
~সংগৃহীত~
পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন🙏💕 ধন্যবাদ

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kabbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share