
06/09/2025
-বুয়েট বুঝেন? বানান করেন তো!
-না ভাই, বুয়েট কি বুঝিনা, বানান পারিনা। তবে অনলাইনে নিচের ছবিটা দেখলাম।
Bangladesh University of Engineering and Technology যেটা বাংলা করলে হয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু লেখা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় । কথা হলো শেষের Technology এর অর্থ কোথায় গেলো?? বাজেট কম ছিলো বলে কি প্রযুক্তি লেখার টাকাটা মেরে দিছেন? নাকি প্রযুক্তি লেখাটা বাংলাদেশের সম্পদ নষ্ট করে বিদেশে পিএইচডি করতে গিয়ে আর ফিরে আসেনি?নাকি বাংলাদেশের আনাচে-কানাচে অহংকারের কুন্ডলী ছড়াতে গেছে?? নাকি টিউশনিতে গেছে?? নাকি ইডেনের মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে ঘরে ফেরার রাস্তা ভুলে গেছে ??
Collected