কবিতা এবং গান

কবিতা এবং গান এখানে সম্পুর্ণই নিজস্ব ভাল লাগার সংগ্রহ
Assalamualaikum
For paid promotion: [email protected]

আমার ভাবনায় তুমি,তোমার ভাবনায় আমি...
কাটবে সময় কি করে সেটা তো না জানি...
শুধু এটুকু জানি, তোমার কবিতা আমি-
আমার গান তুমি...

"কবিতা এবং গান" পেজে সবাইকে নিমন্ত্রন । আমরাই পারি আমাদের ধ্যান-ধারনা গুলো সকলের সাথে শেয়ার করতে,যেখানে সবাই মিলে ডুপ দিবো ভাবনার নদীতে;একসাথে.... (y)

21/07/2025

এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরী এবং দ্রুত প্রয়োজন বিভিন্ন গ্রুপের রক্ত।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে সম্ভবত সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে। সকল রক্তযোদ্ধা, যারা কাছাকাছি আছেন চলে যান, যাদের রক্ত দেওয়ার সুযোগ আছে।

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই সকল হাসপাতাল গুলোতে যোগাযোগ করতে পারেন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করলে উদ্ধারকাজ বাধাগ্রস্থ হয়। দয়াকরে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না।



ক'এর কারিশমা------!!!কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার...
12/07/2025

ক'এর কারিশমা------!!!
কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল।
"কাকা, কড়ই কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।
কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।
কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"?
কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।
কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল।
"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে"?
কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন- "কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"।
ক' নিয়ে বিশাল কাহিনী।
(সংগৃহিত পোস্ট)

06/01/2025

বিদায়! হাসান ইমাম৷ নবাব সিরাজুদ্দৌলার খ্যাত প্রবীর মিত্র আর নেই।
https://www.facebook.com/share/v/1Azy9Hj8su/

18/08/2024
ছোটদের বড়দের সকলের গরিবের নিঃস্বের ফকিরের,আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,নেই ভেদাভেদ...
01/05/2024

ছোটদের বড়দের সকলের গরিবের নিঃস্বের ফকিরের,
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।
সকল দিনমজুর, শ্রমিকদের জানাই বিনম্র শ্রদ্ধা।
যাদের শ্রমে ও ঘামে বিনির্মাণ হবে সোনার বাংলা, ভালোবাসার পৃথিবী। 🇧🇩

আমাদের কেউ হাওয়াই মিঠাই বিক্রি করতো,এখন বক্তৃতা বিক্রি করে।আমাদের কেউ বিক্রি করতো টেণ্ডার,সে এখন বিক্রি করে দেশ।আমাদের ক...
16/12/2023

আমাদের কেউ হাওয়াই মিঠাই বিক্রি করতো,
এখন বক্তৃতা বিক্রি করে।

আমাদের কেউ বিক্রি করতো টেণ্ডার,
সে এখন বিক্রি করে দেশ।

আমাদের কেউ দেহ বিক্রি করতো,
এখন নীতিবাক্য বিক্রি করে।

আমাদের কেউ চোলাই মদ বিক্রি করতো,
এখন সে শিক্ষা বিক্রি করে।

আমাদের কেউ ধর্ম বিক্রি করতো,
সে এখন বিক্রি করে মা।

আমাদের কেউ স্বাধীনতা বিক্রি করতো,
এখন আবেগ বিক্রি করে সে।

আমাদের কেউ জ্ঞান বিক্রি করতো,
এখন সে বিক্রি করে আত্মমর্যাদা।

আমাদের কেউ তরকারি বিক্রি করতো,
এখন বিক্রি করে শিল্প।

আমাদের অর্জুন পতাকা বিক্রি করতো,
এখনও পতাকাই বিক্রি করে সে!

এবারের বিজয় দিবসে তার কাছে জানতে চেয়েছিলাম- "বাহান্ন বছরেও কেনো পেশাটা পাল্টাতে পারলি না রে অর্জুন?"
উড়তে থাকা পতাকাগুলো বারকয়েক দুলিয়ে অর্জুন হো হো হাসলো- "কাউকে না কাউকে তো পতাকা পৌঁছে দিতেই হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে! তাই না রে নীল?"

ীল

16/07/2023

ইস্তেখারা নামাজের নিয়ম ও দোয়া । শায়খ আহমাদুল্লাহ
#ফেসবুক_রিল

15/07/2023

যে গুনাহ নামাজ রোজাসহ জীবনের সকল আমল নষ্ট করে দেয়। শায়খ আহমাদুল্লাহ
#ফেসবুক_রিল

Address

Khulna

Telephone

01711959857

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা এবং গান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share