Cellpath Lab

Cellpath Lab স্বাস্থ্য বিষয়ক নানা তথ্য নিয়ে আমার এই পেজ

জণ্ডিস হলে আগের দিনে কবিরাজী চিকিৎসা দিয়ে সেরে তোলার চেষ্টা হতো। তখন বিভিন্ন রকম কবিরাজী চিকিৎসা চালু ছিল। মাথার উপর গুল...
13/08/2025

জণ্ডিস হলে আগের দিনে কবিরাজী চিকিৎসা দিয়ে সেরে তোলার চেষ্টা হতো। তখন বিভিন্ন রকম কবিরাজী চিকিৎসা চালু ছিল। মাথার উপর গুল্ম জাতীয় গাছের মালা রাখা হতো, হাত ধুইয়ে জণ্ডিস বের করা হতো, তেলাকুচা পাতার রস খাওয়ানো হতো এবং জণ্ডিসের দফায় পড়া ডাবের পানি খাওয়ানো হতো। এই সব ছিল অপচিকিৎসা। জণ্ডিস সেরে যাওয়ার জন্য সেই সবের কোন ভূমিকা নেই।
জণ্ডিস বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস দিয়ে হয়। হেপাটাইটিস এ, বি, সি ও ই হেপাটাইটিসজনিত জন্ডিসের কারন। হেপাটাইটিস এ ও ই ভাইরাস হেপাটাইটিসজনিত জন্ডিসের প্রধান দুইটি ভাইরাস। তবে এই ভাইরাস দুইটির লিভারে দীর্ঘস্হায়ী ক্ষতি ও জীবনঘাতি হওয়ার ক্ষমতা তুলনামূলক অনেক কম। কিন্তু কোন বিপদ যে হতে পারে না তা নয়। হেপাটাইটিস সি ও বি ভাইরাস লিভারে দীর্ঘস্থায়ী প্রদাহ করতে পারে এবং আমাদের দেশে লিভার সিরোসিসে মৃত্যুর প্রধান কারন এই দুইটি ভাইরাস।
তাই জণ্ডিস হলে ঝাঁড়ফুুক অথবা কবিরাজী না নিয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ।

FNAC; an excellent cytopathology test for diagnosis
08/08/2025

FNAC; an excellent cytopathology test for diagnosis

20/07/2025

Breast cancer- second most common cause of female cancer death. Early diagnosis and treatment may save life. Any mass felt in the breast should be examined by a doctor. Pathologists will say whether the mass is cancer or not.

30/05/2025

ব্রেস্টে পিণ্ড যে বয়সেই হোক না কেন, দেরি না করে তা ব্রেস্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখাতে হবে। খুব কম ক্ষেত্রে হলেও খুব ইয়ং বয়সী মেয়েদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ব্রেস্ট ক্যান্সার সাধারণত ব্যথাবিহীন পিণ্ড হিসাবে দেখা দেয় তাই অনেকেই তা ডাক্তারের কাছে দেখাতে দেরি করে ফেলেন। অজ্ঞতাবশত: কোয়াক অথবা হোমিও ডাক্তারদের মিথ্যা আশ্বাসে লম্বা সময় ধরে তাদের চিকিৎসা নিতে থাকেন। এক সময় যখন ক্যান্সার অনেক অগ্রসর পর্যায়ে চলে যায় তখন ডাক্তারের কাছে আসেন, তখন অনেক দেরি হয়ে যায়। যে ক্যান্সারে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল, দেরি করার কারনে সেই ক্যান্সারেই রোগীর মৃত্যু হয়। ক্যান্সার চিকিৎসায় দ্রুত ডায়াগনোসিস ও যথাযথ চিকিৎসা ক্যান্সার নিরাময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেনতেন ডাক্তার দিয়ে অপারেশন করে টিউমরটি ফেলে দিলেই চিকিৎসা শেষ হয়ে যায় না। ক্যান্সার চিকিৎসার জন্য এখন ক্যান্সার সার্জন আছেন, সবচেয়ে ভাল হয় তাদের কাছে গেলে। তারা প্যাথলজিষ্টের কাছে বায়োপসি টিস্যু পাঠিয়ে সঠিক ডায়াগনোসিস করিয়ে আনেন। ক্যান্সারের নির্ভুল রিপোর্ট হলো চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম ধাপ। ভুল ডায়াগনোসিস হয়ে গেলে ক্যান্সার রোগী চিকিৎসা বঞ্চিত হবেন, যার ক্যান্সার হয়নি সে অপারেশন ও কেমোথেরাপির অকারণ যন্ত্রণা সহ্য করবেন আবার যার ক্যান্সার হয়েছে সে ক্যান্সারের চিকিৎসা না পেয়ে মারা যাবেন।

সঠিক ডাক্তারের কাছে না যাওয়ায় এই রোগীর ক্যান্সার ডায়াগনোসিসের অনেক দেরি হয়েছিল। গ্রাম লেভেলের এক প্যানসার্জনের কাছে মহিলা ব্রেস্ট টিউমারের অপারেশন করিয়েছিলেন। ডাক্তার টিউমার বের করে ফেলে দিয়েছিলেন, টিউমার টিস্যুর কোন রিপোর্ট করাতে বলেননি। রোগী খুশীমনে বাড়ি চলে গেছিলেন। মাস দুয়েক পরে তার ব্রেস্টে আবার পিণ্ড দেখা দেয় এবং নিপল বসে যায় এবং ব্রেস্টের চামড়া কমলা লেবুর ছোলার মতো দেখতে হয়ে যায়। প্যাথলজিষ্ট FNAC পরীক্ষা করে তার ব্রেস্টে ক্যন্সার ডায়াগনোসিস করেছিলেন। ব্রেস্টে কোন পিণ্ড হলে এবং তার প্যাথলজিক্যাল ডায়াগনসিস না করানো হলে ক্যান্সার আছে কিনা তা জানা যায় না।
দেহ থেকে কোন টিউমার বা টিস্যু প্যাথলজিক্যাল পরীক্ষা করা ছাড়া ফেলে দেয়া যাবে না। কোন ডাক্তার বের করে আনা টিস্যুর পরীক্ষা করাতে না চাইলেও রোগীদের লোকের গরজে হলেও তা করানো উচিৎ।
Better safe than sorry

© সুকুমার সাহা

Pleural fluid
01/04/2025

Pleural fluid

RBC in urine Hematuria
01/04/2025

RBC in urine
Hematuria

৩৭ বছরের যুবক হঠাৎ করে রক্তবর্ণের প্রশ্রাব হওয়ার  কারনে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকে কিছু পরীক্ষা-নীরিক্ষা করার উপ...
01/04/2025

৩৭ বছরের যুবক হঠাৎ করে রক্তবর্ণের প্রশ্রাব হওয়ার কারনে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকে কিছু পরীক্ষা-নীরিক্ষা করার উপদেশ লিখে দিলেন তারমধ্যে অতি অবশ্যই ইউরিনের রুটিন পরীক্ষাটি ( Urine for RME) ছিল।
প্রশাবের রঙ লাল হলেই যে তা যে রক্তের জন্য হচ্ছে তা নিশ্চিত করে বলা যায় না। নিশ্চিত করে বলতে গেলে অবশ্যই প্যাথলজিষ্টের রিপোর্ট লাগবে। প্যাথলজিষ্ট মাইক্রোস্কোপে দেখে বলতে পারেন ইউরিনে রক্তের লাল কনিকা যাচ্ছে কিনা। কখনো কখনো খুব কম সংখ্যায় লাল কনিকা ইউরিনে যায় তখন খালি চোখে দেখলে ইউরিন লাল রঙের হয় না। তখনো প্যাথলজিস্ট বলে দিতে পারেন ইউরিনে রক্ত যাচ্ছে কিনা। ডিপস্টিক টেস্ট করেও প্রশ্রাবের লোহিত কনিকা যাচ্ছে কি না তা বলা সম্ভব তবে তার কিছু সীমাবদ্ধতা রয়েছে। সব সময় এই পরীক্ষা সঠিক রিপোর্ট দিতে পারে না।
ইউরিনে রক্ত যাওয়া খুবই দুঃশ্চিতার কারন হতে পারে। খুব সাধারণ থেকে জীবনঘাতি কিছু রোগের প্রথম লক্ষণ হতে পারে প্রশাবে লোহিত কনিকা যাওয়া।
যে সব রোগে সাধারণত ইউরিনে লোহিত রক্ত কনিকা ( RBC) যায় তারমধ্যে বেশিরভাগই মূত্রনালী, ইউরিনারি ব্লাডার ও কিডনি রোগের কারনে। সেই রোগগুলো হলো:
‌★কিডনি, ব্লাডার ও মূত্রনালীর প্রদাহ ও পাথর
★কিডনিতে ক্যান্সার
★ব্লাডারে ক্যান্সার
★প্রোস্টেটের বৃদ্ধি ( ক্যান্সারের কারনে অথবা বিনাইন প্রোস্টেট বৃদ্ধির কারনে)
★কিডনির অন্যান্য অনেক প্যারেনকাইমাল রোগ

এ ছাড়াও আরো বেশ কিছু কারনে প্রশ্রাবে রক্ত যেতে পারে।
কারন যাই হোক প্রশ্রাবে রক্ত যাওয়ার পরীক্ষার জন্য ইউরিনের রুটিন পরীক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রথম পরীক্ষা।
আমার চেনা প্রথম যে রোগীর হিমাচুরিয়া হয়েছিল ফাইনালি তার কিডনি ক্যান্সার ডায়াগনোসিস হয়েছিল। খুব শুরুতে ধরা পড়ার কারনে শুধু অপারেশন করে কিডনি ফেলা দেওয়ার পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং সাতাশ বছর পরেও এখনো সুস্থ আছেন, ভাল আছেন।
মূত্র পরীক্ষা হেলাফেলার পরীক্ষা নয়। এই পরীক্ষাটিকে কেউ কেউ কিডনির লিকুইড বায়োপসিও বলে থাকেন।
© সুকুমার সাহা

Triglyceride day today
28/03/2025

Triglyceride day today

Microcytic hypochromic anemia in blood film
09/03/2025

Microcytic hypochromic anemia in blood film

সূ্ঁচের মাথায় অল্প কিছু কোষ সংগ্রহ করে ক্যান্সার ডায়াগনোসিস করা যায়।
03/01/2025

সূ্ঁচের মাথায় অল্প কিছু কোষ সংগ্রহ করে ক্যান্সার ডায়াগনোসিস করা যায়।

02/01/2025
Blood cancer cells; how a pathologist sees through his microscope
02/01/2025

Blood cancer cells; how a pathologist sees through his microscope

Address

66, South Central Road
Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801779099338

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cellpath Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share