07/06/2023
হাজবেন্ড বা আমি যদি রাত ১১ টায়ও বলি চলো ঘুরে আসি,আমি সাথে সাথেই বেড়িয়ে পড়ি।
সে যদি বলে আজ বাইরে খাবো, তাহলে তো কোন কথাই নেই আমি আর এতো হিসাব করিনা। হয়তো অনেকে ভাবতে পারে আমি উড়নচণ্ডী, একদম সংসারী না। কিন্তু আমার মনে হয়, এগুলোই জীবনের শ্রেষ্ঠ সময়। এক সময় শরীরে আর শক্তি থাকবে না, মন চাইলেও দুজন ঘুরতে পারবো না যেখানে ইচ্ছা। একসময় আর ইচ্ছেমতো বাইরে খেতে পারবো না। অতিরিক্ত চিনি,লবন,তেল খেতে নিষেধ করে দিবে ডাক্তার।
আমাদের সমাজে একটা বয়সের পর দুজন হাত ধরাধরি করে হাটলেও লোকে হাসাহাসি করে বলবে,'বুইড়া বয়সে ভীমরতি ধরছে।'এক সময় হয়তো একাউন্ট ভর্তি টাকা পয়সা থাকবে,কিন্তু তখন হয়তো আর সেই টাকা কাজেই লাগাতে পারবো না।
এখন আমরা রোজ ঘুরি,যতটুকু পারি একজন আরেকজনকে সময় দেই,খরচ করি,খাওয়া দাওয়া করি। অবশ্যই কিছু সঞ্চয়ও করি।আমরা সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি,আর সেগুলো ক্যামেরাবন্দী করে রেখে দেই।
টাকা গেলে আবার আসবে,কিন্তু এই সুন্দর সময় চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যাবে না।❤️