
01/05/2025
DhumketuX 🚀 VS Skyroot
"Dedication is the fuel that breaks all obstacles." 🔥
আমাদের হয়তো ভারতের Skyroot-এর মতো সরকারি পৃষ্ঠপোষকতা নেই। কিন্তু আমাদের আছে একদল নিষ্ঠাবান, উদ্যমী যোদ্ধা—যারা দেশ-বিদেশের নানা প্রান্তে বসে রাতের পর রাত পরিশ্রম করে চলেছে, শুধু একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে: বাংলাদেশকেও মহাকাশের মানচিত্রে স্থান দেওয়া।
আমরা বিশ্বাস করি—সাহস, নিষ্ঠা, আর টিমওয়ার্ক থাকলে যেকোনো সীমাবদ্ধতাকেও জয় করা যায়।
আমাদের লক্ষ্য একটাই—মহাকাশে পৌঁছানো। আর সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাবো নিরলসভাবে, ইনশাআল্লাহ।
– হানজালা রহমান মুন্না
হেড অব ম্যানেজমেন্ট, DHUMKETUX