20/10/2025
বেশ কিছুদিন ধরে ৪র্থ বর্ষের হিসিস/প্রজেক্ট খরচ, প্রশিক্ষণ/ইন্টার্ন সম্মানী এবং শিল্প প্রশিক্ষণের নতুন হার নিয়ে আলোচনা চলছে। অনেকেই ভাবছেন, এগুলো নাকি এখন অনুমোদন হয়েছে।
তবে তথ্য অনুযায়ী, এগুলোর সব অনুমোদনই সম্পন্ন হয়েছে নভেম্বর–ডিসেম্বর ২০২৪-এর মধ্যে, অর্থাৎ মাসুদ স্যার-এর সময়েই সংশ্লিষ্ট কমিটিগুলো অনুমোদন প্রদান করেছিল।
🔹 অনুমোদনের সারসংক্ষেপ:
অর্থ কমিটি: ১৭–২১ নভেম্বর ২০২৪
সিন্ডিকেট সভা: ১৯–২১ নভেম্বর ২০২৪
কার্যকর শিক্ষাবর্ষ: ২০২৪–২০২৫
নতুন ভিসি মহোদয় এখন শুধু পূর্বে অনুমোদিত সিদ্ধান্তগুলো নোটিশ আকারে প্রকাশ করছেন, যা প্রশাসনিক প্রক্রিয়ার স্বাভাবিক ধাপ।
তথ্যটা সবাই জেনে রাখলে বিভ্রান্তি কমবে, এবং সঠিক কৃতিত্বও যথাস্থানে থাকবে। 🙂
© KUET Fact Checker