KUETpedia

KUETpedia যেখানে কুয়েট,সেখানেই কুয়েট পিডিয়া

কুয়েট পকেট গেইট এর কাছে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
03/08/2025

কুয়েট পকেট গেইট এর কাছে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

02/08/2025
বিশেষ দ্রষ্টব্য : আমাদের inbox এ প্রতিদিন প্রচুর পরিমাণ তথ্য প্রমাণ সংগৃহীত হয়।প্রতিটি তথ্য-প্রমাণ খুবই কেয়ারফুলি fact...
30/07/2025

বিশেষ দ্রষ্টব্য : আমাদের inbox এ প্রতিদিন প্রচুর পরিমাণ তথ্য প্রমাণ সংগৃহীত হয়।প্রতিটি তথ্য-প্রমাণ খুবই কেয়ারফুলি fact-checking করে শুধু অথেন্টিক তথ্য ও ছবিসহ আমরা আপনাদের কাছে পেশ করি।কিন্তু সম্প্রতি একাধিক ব্যক্তিবর্গ সম্পর্কে যখন অ্যালিগেশন আসে বিশেষ করে ফ্যাসিস্ট আমলের দীর্ঘ ১৫ বছরের একটা আমলনামা যা "ফ্যাটচেকিং" খুবই টিডিয়াস প্রসেস । প্রকৃত দোষীদের বেছে নেওয়ার সময় একজন সম্মানিত শিক্ষককের নাম এর মধ্যে থেকে যায় যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং আমরা পরবর্তীতে সংশোধন করি। কিন্তু এটাকে পুঁজি করে ১৮ ফেব্রুয়ারির মবস্টারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় এবং আলমগীরের দলদাসদের আড়াল করতে চায়।

সংশোধিত: তালিকায় থাকা সবাই আওয়ামী দোসর ও দলদাস। তারা ড. আলমগীরের সহযোগী হয়ে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসন প্রতিষ্ঠা করতে সকল সুযোগ-সুবিধা ভোগ করছে।
তারা শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট করেছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বিপন্ন করেছে।

আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি—এই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।
না হলে সাধারণ শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, প্রতিরোধ গড়ে তুলবে!

30/07/2025

National Children's Party- NCP

আওয়ামী দোসররা এখন ছুটে চলেছে নতুন ভিসি স্যারের পিএস হতে।একজন মিজান স্যার আরেকজন তৈয়ব স্যারের ক্যান্ডিডেট। কুয়েটে আওয়ামী ...
30/07/2025

আওয়ামী দোসররা এখন ছুটে চলেছে নতুন ভিসি স্যারের পিএস হতে।একজন মিজান স্যার আরেকজন তৈয়ব স্যারের ক্যান্ডিডেট। কুয়েটে আওয়ামী দোসরদের এতো ক্ষমতা ,হাসিনা ইন্ডিয়া না পালিয়ে কুয়েটে অবস্থান নিলে বেশি নিরাপদে থাকতে পারতো

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের ষড়যন্ত্র কি আবার শুরু হলো কুয়েটে?রাজশাহী নিউ গভ. কলেজে পড়ার সময় যারা শিবিরের রাজনীতি করে...
30/07/2025

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের ষড়যন্ত্র কি আবার শুরু হলো কুয়েটে?
রাজশাহী নিউ গভ. কলেজে পড়ার সময় যারা শিবিরের রাজনীতি করেছে, বুয়েটে চান্স পেয়ে ছাত্রদলের ছত্রছায়ায় ঘুরে বেড়িয়েছে, তারা কিভাবে আজ শিক্ষক হয়ে কুয়েটের রাজনীতি ও প্রশাসনে প্রভাব বিস্তার করছে—এটাই আজ কুয়েট পরিবার ও দেশের সচেতন মানুষের বড় প্রশ্ন।
প্রথম দশে না থাকা সত্ত্বেও, রশিদ স্যারের ছত্রছায়ায় যিনি কুয়েটে শিক্ষক হতে পেরেছেন, সেই নাহিয়ান স্যার শুরু থেকেই আলমগীর স্যারের নিকটতম সহযোগী হিসেবে পরিচিত। কুয়েটে ছাত্র রাজনীতিতে সহিংসতা এবং ভাঙনের সময়ও তিনি ছিলেন সেই কুখ্যাত গোষ্ঠীর অংশ, যারা ক্যাম্পাসে ছাত্রলীগের তাণ্ডবমূলক কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করেছে।
বিশেষ করে ছাত্রলীগ কর্তৃক মদখোর মেহেদীকে ‘মোরাল’ করার পেছনে আলমগীর স্যারের পাশাপাশি নাহিয়ান স্যারের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা আজ কারো অজানা নয়। অথচ আজ সেই ব্যক্তি আবার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সক্রিয় হয়ে উঠেছেন।
বর্তমান ভাইস চ্যান্সেলর স্যারের একান্ত সহযোগী হিসেবে তাঁকে যেভাবে দেখা যাচ্ছে, তাতে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তির আশঙ্কা অমূলক নয়।
প্রশ্ন রইল কুয়েট প্রশাসনের প্রতি—আপনারা কি আবার কুয়েট ক্যাম্পাসকে স্বৈরাচারের দোসরদের হাতে তুলে দিতে চান?
এই অবৈধ পুনরুত্থান বন্ধ না হলে কুয়েট তার বুদ্ধিবৃত্তিক ও নৈতিক ভিত আরও একবার ধ্বংসের মুখে পড়বে। সময় এসেছে ইতিহাসকে মনে রাখার, ভুলকে প্রতিহত করার।

2k24 ব্যাচের ক্লাস শুরু ১৭ই আগস্ট।
29/07/2025

2k24 ব্যাচের ক্লাস শুরু ১৭ই আগস্ট।

29/07/2025

প্রানের কুয়েট

© Mehedi Hasan

আওয়ামী আমলে দূনীতির মাধ্যমে নিয়োগ এনাদের।সাবেক ভিসি স্যার শাস্তির প্রক্রিয়া শুরু করেছিলেন। বতমান ভিসি স্যার এনাদের ব্যাপ...
29/07/2025

আওয়ামী আমলে দূনীতির মাধ্যমে নিয়োগ এনাদের।সাবেক ভিসি স্যার শাস্তির প্রক্রিয়া শুরু করেছিলেন। বতমান ভিসি স্যার এনাদের ব্যাপারে কি পদক্ষেপ নিবে কুয়েট পরিবার জানতে চায়।

আরও আসছে-

29/07/2025
সবাই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী। নতুন VC আসার পরে সকল পক্ষ সম্মত হয়েছে, আগামী সপ্তাহ হতে ক্লাসে ফিরার...
28/07/2025

সবাই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী। নতুন VC আসার পরে সকল পক্ষ সম্মত হয়েছে, আগামী সপ্তাহ হতে ক্লাসে ফিরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কিন্তু যেই শিক্ষক সমিতি ও ভিপি জিএসদের কিছু পেজ রাত দিন অনর্গল রাজনীতির দোষ চাপিয়ে এসেছে। তাদের মানববন্ধন হতেই মন্ত্রণালয় নড়ে চড়ে বসে এবং VC আসার আগমনী বার্তা পাওয়া যায়।এখন এই পেজ শিক্ষক সমিতির ব্যাপারে নিশ্চুপ। বরং তথাকথিত ছাত্র নেতাদের ব্যর্থতা কেউ তুলে ধরে না।

পূর্বে বলা হয়েছে আগে ক্লাস পরীক্ষা তারপরে বিচার। কিছু পেজ আরো দাবি করছে, "ক্ষমা করে দিলে উদারতার পরিচয় হত" 🤣🤣🤣। শিক্ষক সমিতির এ বিষয়ে ওনড় অবস্থানকে সাধুবাদ জানাই, তারা ভিসি স্যারের কাছে দু সপ্তাহের মধ্যে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।

27/07/2025

মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে।সবাইকে খুলনা আসার জন্য অনুরোধ জানানো হলো।

Address

Kuet
Khulna
9203

Alerts

Be the first to know and let us send you an email when KUETpedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KUETpedia:

Share