KUETpedia

KUETpedia যেখানে কুয়েট,সেখানেই কুয়েট পিডিয়া

23/10/2025

২১/১০/২৫ ইং তারিখ সকাল ৯.৩০টায় কাউন্সিল শাখার তারেককে ভিসি অনৈতিক কাজ করতে বলে। তাতে সে রাজি না হওয়ায় তার সাথে ভিসির কথা কাটাকাটি এক পর্যায়ে ভিসি ক্ষমা চায়। সেখানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, কমপোটোলার, দুইজন ১ম গ্রেডের অফিসার। প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে সব জায়গায়।

মুছে যাবে স্মৃতি থেকে যাবে স্ক্রিনশট। আওয়ামী দোসররা সুযোগ পেলে ফেসবুকে মিথ্যা বানোয়াট তথ্য দিবে, ভোল পাল্টাবে। আর শেষে এ...
20/10/2025

মুছে যাবে স্মৃতি থেকে যাবে স্ক্রিনশট।

আওয়ামী দোসররা সুযোগ পেলে ফেসবুকে মিথ্যা বানোয়াট তথ্য দিবে, ভোল পাল্টাবে। আর শেষে এভাবেই ক্ষমা চাইবে। এদের চিনে রাখুন। এদের বিচার হতেই হবে।

বেশ কিছুদিন ধরে ৪র্থ বর্ষের হিসিস/প্রজেক্ট খরচ, প্রশিক্ষণ/ইন্টার্ন সম্মানী এবং শিল্প প্রশিক্ষণের নতুন হার নিয়ে আলোচনা চ...
20/10/2025

বেশ কিছুদিন ধরে ৪র্থ বর্ষের হিসিস/প্রজেক্ট খরচ, প্রশিক্ষণ/ইন্টার্ন সম্মানী এবং শিল্প প্রশিক্ষণের নতুন হার নিয়ে আলোচনা চলছে। অনেকেই ভাবছেন, এগুলো নাকি এখন অনুমোদন হয়েছে।
তবে তথ্য অনুযায়ী, এগুলোর সব অনুমোদনই সম্পন্ন হয়েছে নভেম্বর–ডিসেম্বর ২০২৪-এর মধ্যে, অর্থাৎ মাসুদ স্যার-এর সময়েই সংশ্লিষ্ট কমিটিগুলো অনুমোদন প্রদান করেছিল।

🔹 অনুমোদনের সারসংক্ষেপ:

অর্থ কমিটি: ১৭–২১ নভেম্বর ২০২৪

সিন্ডিকেট সভা: ১৯–২১ নভেম্বর ২০২৪

কার্যকর শিক্ষাবর্ষ: ২০২৪–২০২৫

নতুন ভিসি মহোদয় এখন শুধু পূর্বে অনুমোদিত সিদ্ধান্তগুলো নোটিশ আকারে প্রকাশ করছেন, যা প্রশাসনিক প্রক্রিয়ার স্বাভাবিক ধাপ।

তথ্যটা সবাই জেনে রাখলে বিভ্রান্তি কমবে, এবং সঠিক কৃতিত্বও যথাস্থানে থাকবে। 🙂

© KUET Fact Checker

সবাই মজা করে© Chemistry Of Politics
17/10/2025

সবাই মজা করে

© Chemistry Of Politics

হেলিকপ্টার মিলন❤️
17/10/2025

হেলিকপ্টার মিলন❤️

17/10/2025

Address

Kuet
Khulna
9203

Alerts

Be the first to know and let us send you an email when KUETpedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KUETpedia:

Share