Khulna news

Khulna news আপনা‌দের গুরুত্বপূর্ণ নিউজ থাক‌লে আমা‌দের কা‌ছে দি‌তে পা‌রেন।

তালায় স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটকসাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে ব্রাকের মাঠ সংগঠক তৃষা আক্তারকে (৩১) কুপিয়...
02/08/2025

তালায় স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে ব্রাকের মাঠ সংগঠক তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে জখম করেছে তার স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগষ্ট) সকালে উপজেলা জেঠুয়া বাজার এলাকায়।

অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোংলার হাট নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ: সালাম ফকিরের ছেলে। আহত স্ত্রী জেঠুয়া ব্রাক মাঠ সংগঠক হিসেবে কর্মরত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক হিসেবে কাজ করে আসছেন। তারা স্বামী-স্ত্রী জেঠুয়া বাজারের পাশে একটি ভাড়ার বাসায় থাকেন। তাদের সংসারে বেশকিছু দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। সেই সূত্র ধরে শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয় মানুষ গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত তৃষা আক্তার খুলনা খালিশপুর এলাকার আ: করিমের মেয়ে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।

আজ ২ আগস্ট, এই মহামানবের জন্মদিন। ১৮৬১ সালের এই দিনে খুলনার পাইকগাছা উপজেলার বাড়ুলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।আচার্য প্...
02/08/2025

আজ ২ আগস্ট, এই মহামানবের জন্মদিন। ১৮৬১ সালের এই দিনে খুলনার পাইকগাছা উপজেলার বাড়ুলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্যার পিসি রায় নামেই সমধিক পরিচিত। প্রফুল্ল চন্দ্র ছিলেন হরিশচন্দ্র রায়ের তৃতীয় পুত্র। পিসি রায়ের বাবা হরিশ চন্দ্র ও মা ভুবনমোহিনী দেবী। তার ব‍াবা স্থানীয় প্রসিদ্ধ জমিদার ছিলেন। উদার দৃষ্টিভঙ্গির জন্য নিজ নামেই সুপরিচিত । ছেলেবেলা থেকেই পিসি রায় অত্যন্ত মেধাবী ছিলেন। তার পড়াশোনা শুরু হয় তারই পিতার প্রতিষ্ঠিত এমই স্কুলে।

১৮৭২ সালে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন, কিন্তু অসুস্থতার কারণে তার পড়ালেখায় বিঘ্ন ঘটে। বাধ্য হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। গ্রামে থাকার সময় তার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তিনি বাড়ির গ্রন্থাগারে সংরক্ষিত নানা বিষয়ে প্রচুর বই পড়েন। ওই সময় কলকাতা প্রেসিডেন্সি কলেজে রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন আলেকজান্ডার পেডলার। খ্যাতিমান এ অধ্যাপকের সান্নিধ্যে এসে রসায়নের প্রতি আগ্রহ বেড়ে যায় তার। প্রফুল্লচন্দ্র ১৮৭৮ সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজে ভর্তি হন। ১৮৮১ সালে প্রেসিডেন্সি কলেজে বিএ ক্লাসে ভর্তি হন। এখান থেকে বৃত্তি নিয়ে পড়াশোনা করতে যান স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। তিনি গিলক্রিস্ট বৃত্তি নিয়ে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। এরপর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ওই সময় শ্রেষ্ঠ গবেষণাপত্রের জন্য ‘হোপ প্রাইজ’-এ ভূষিত হন।

ইউরোপের নানা দেশ ঘুরে ১৮৮৮ সালে দেশে ফিরে আসেন। সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন প্রেসিডেন্সি কলেজে। ১৮৯৫ সালে তিনি মারকিউরাস নাইট্রেট আবিষ্কার করেন, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এটি তার অন্যতম প্রধান আবিষ্কার। জীবদ্দশায় তিনি ১২টি যৌগিক লবণ এবং পাঁচটি থায়েস্টার আবিষ্কার করেন ।

১৯০৩ সালে বিজ্ঞানী স্যার পিসি রায় দক্ষিণ বাংলায় প্রথম আর কে বি কে হরিশচন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। একই স্থানে স্যার পিসি রায়ের পিতা উপমহাদেশে নারী শিক্ষা উন্নয়নকল্পে ভূবনমোহিনীর নামে ১৮৫০ সালে রাড়ুলী গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা এই উপমহাদেশের দ্বিতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাবিদার।

১৯০৫ সালে বঙ্গভঙ্গের ঘোষণার আন্দোলনে তিনি বিপ্লবীদের সাহায্যে এগিয়ে আসেন । ১৯০৯ সালে নিজ জন্মভূমিতে কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯১৬ সালে কলকাতায় তিনিই প্রথমবারের মতো মহাত্মা গান্ধীর জনসভা আয়োজন করেন। ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মহীশূর ও বেনারশ বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ১৯৪৪ সালে ১৬ জুন জীবনাবসান ঘটে চিরকুমার বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের।পাইকগাছার এই কৃতি সন্তান বিশ্ববরেণ্য বিজ্ঞানী তার জীবনের অর্জিত সব সম্পত্তি মানবকল্যাণে দান করেছেন।

15/07/2025
পাইকগাছা-কপিলমুনি সড়কের গোলাবাড়ি মোড়ের বেহাল দশা, জনভোগান্তি চরমে।
08/07/2025

পাইকগাছা-কপিলমুনি সড়কের গোলাবাড়ি মোড়ের বেহাল দশা, জনভোগান্তি চরমে।

অবশেষে উন্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খালপ্রায় দশ কিলোমিটার এলাকার ওপর দিয়ে প্রবাহিত ২০টি গ্রামের কয়েক লাখ মানুষের ‘জীয়...
03/07/2025

অবশেষে উন্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল

প্রায় দশ কিলোমিটার এলাকার ওপর দিয়ে প্রবাহিত ২০টি গ্রামের কয়েক লাখ মানুষের ‘জীয়নকাঠি’ বলে খ্যাত পাইকগাছা উপজেলার তালতলা থেকে হরিঢালী পর্যন্ত বহুল আলোচিত নাছিরপুর খালটি অবশেষে উদ্ধার ও উন্মুক্ত করা হয়েছে।

 #শোক_বার্তা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,আদর্শ লাইব্রেরীর আজীবন সদস্য ও সাংবাদিক মহাব্বত ভাই আর নেই, কপিলমুনি...
14/06/2025

#শোক_বার্তা
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,আদর্শ লাইব্রেরীর আজীবন সদস্য ও সাংবাদিক মহাব্বত ভাই আর নেই,

কপিলমুনি প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি,খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার কপিলমুনি প্রতিনিধি ,

মুন্সী রেজাউল করিম মহব্বত ভাই, ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার সময় ইন্তেকাল করেন।

খুলনা নিউজ পরিবারের পক্ষ থেকে, তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

10/06/2025
কপিলমুনি শুভ ইলেকট্রনিক্স এর প্রোপাইটার বাপ্পি মিত্র এর একমাত্র ছেলে জয় মিত্র নিজ বাড়িতে  ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গে...
08/06/2025

কপিলমুনি শুভ ইলেকট্রনিক্স এর প্রোপাইটার বাপ্পি মিত্র এর একমাত্র ছেলে জয় মিত্র নিজ বাড়িতে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে আজ তালার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

গুরুত্বপূর্ণ ঘোষণা – হারানো ব্যাগের খোঁজে সাহায্য প্রার্থনাআগামী [১৯/০৫/২০২৫] খুলনা থেকে ফুলতলা রোডে চলাচলকালে একটি ইজিব...
20/05/2025

গুরুত্বপূর্ণ ঘোষণা – হারানো ব্যাগের খোঁজে সাহায্য প্রার্থনা

আগামী [১৯/০৫/২০২৫] খুলনা থেকে ফুলতলা রোডে চলাচলকালে একটি ইজিবাইকে একটি ব্যাগ হারিয়ে গেছে। ব্যাগটির ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল, যা আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

বিস্তারিত তথ্য:

স্থান: খুলনা টু ফুলতলা রোড

যানবাহন: ইজিবাইক

হারানোর সময়: [৪.০০ থেকে ৪.৩০ মিনিট]

ব্যাগের বিবরণ: [নীল/নেভিব্লু কালারের ব্যাগ দুই পাশে হাতল আছে সাধারণত মানুষ যেমন বেগে জামা কাপড় নিয়ে ঘুরতে যাই]

ব্যাগে যা ছিল: [ - যেমন মেয়েদের জামা কাপড় গেঞ্জি কিছু চুরি ইত্যাদি]

যদি কেউ ব্যাগটির কোনো খোঁজ পেয়ে থাকেন অথবা কিছু দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:

যোগাযোগ: [০১৯৪৮২৮৯৭৪৬]

আপনাদের ছোট্ট সাহায্য আমার জন্য অনেক বড় উপকার হবে। পোস্টটি বেশি করে শেয়ার করুন, যাতে বেশি মানুষ জানতে পারে।

কপিলমুনির দুই জন নিহত  পরিবহনের ধাক্কায় ।সাতক্ষীরায় কুমিরায় রাস্তা পারাপারের সময় ইমাদ পরিবহনের ধাক্কায় কপিলমুনির মৃ...
25/04/2025

কপিলমুনির দুই জন নিহত পরিবহনের ধাক্কায় ।

সাতক্ষীরায় কুমিরায় রাস্তা পারাপারের সময় ইমাদ পরিবহনের ধাক্কায় কপিলমুনির মৃত অজিত সাধুর ছেলে অপূর্ব সাধুর স্ত্রী ও ২ বছরের সন্তানের মৃত্যু হয়েছে।

পাইকগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহতখুলনার পাইকগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান যাত্রী (অ...
21/04/2025

পাইকগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
খুলনার পাইকগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান যাত্রী (অবঃ) বিজিবি সদস্য আমজাদ হোসেন নিহত হয়েছেন। নিহত (অবঃ)বিজিবি সদস্য উপজেলার গদাইপুর ইউপির পুরাইকাটি গ্রামের মৃত্যু মান্দার সরদারের পুত্র আমজাদ হোসেন সরদার (৬৮)। নিহতের ভাই শহিদুল সরদার জানান, রোববার(২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাজ শেষে ভ্যান যোগে বাড়ী ফিরছিলেন অবসারপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসেন সরদার। গদাইপুর কর্মকার পাড়ার সামনে প্রধান সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭ টার দিকে মৃত্যু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ সেখানে ছিল বলে পরিবারের লোকেরা জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাস্তায় পড়ে আছে ঈদের নতুন কাপড়,পড়ে আছে তিন ভাইয়ের নিথর দেহ।বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ...
29/03/2025

রাস্তায় পড়ে আছে ঈদের নতুন কাপড়,পড়ে আছে তিন ভাইয়ের নিথর দেহ।

বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত। নিহতরা ৪ ভাই ছিল। কিছুদিন আগে এক ভাই পানিতে পড়ে মারা গেছে। আজ একসঙ্গে তিন ভাই মারা গেল.....
পুরো পরিবারটায় যেন অন্ধকার নেমে আসলো....

Collected !

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Khulna news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share