New Digital It

New Digital It We are expert active team to give you support on Digital Marketing, Graphic Design, And Web Developm

১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্নাতকোত্তর অধ্যায়নরত একদল শিক্ষার্থী।ছবি: চয়ন/ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছব...
02/02/2025

১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্নাতকোত্তর অধ্যায়নরত একদল শিক্ষার্থী।

ছবি: চয়ন/ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

#ইতিহাসেরখোঁজেগিরিধর #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি বিষয়।🔥ChatGPT কি?(১)সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI (Ar...
31/01/2023

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি বিষয়।🔥

ChatGPT কি?

(১)
সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI (Artificial Intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।

কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে কোনো দক্ষ মানুষের কাছে পেতেন।

ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে। বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর।

সোজা কথায় বলতে গেলে, আপনার মনে যা চায় তাই তাকে জিজ্ঞাসা করুন। এটা প্রায় নিখুঁতভাবে সব বলে দিতে পারছে। এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা, ডিজাইন করা, কোডিং লিখা, গল্প লিখা, কবিতা লিখা, বিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি কাজে ব্যাবহার করা যায়। কঠিনসব বিষয়কে সহজবোধ্য করে উপস্থাপন করছে এই ChatGPT.

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে বিশ্ব! এটি একদিকে জীবন সহজ করলেও বেকারত্ব সমস্যাকে প্রকটভাবে বাড়িয়ে দিতে পারে। তাই টিকে থাকতে দৌঁড়ের গতি বাড়ানো ছাড়া উপায় থাকছে না।

যারা গ্রাফিক্স ডিজাইনার, ওয়েবসাইট বিল্ডার, কোডিং মাস্টার, আর্টিকেল রাইটার আছেন। তাদের ভবিষ্যত অনেকটা হুমকি রয়েছে।

অবশ্য ChatGPT -এর ফ্রি ভার্সন ও থাকবে। কিন্তু ফ্রি ভার্সনে সবরকম সুবিধা পাওয়া যাবে না।

(২)
আবার এইদিকে, Google এর প্রধান নির্বাহী কর্মকর্তা Sundar Pichai এক টুইট বার্তায় জানিয়েছেন, শিঘ্রই ChatGPT এর মতো GoogleAI নিয়ে আসতেছে Google.

এস ই ও (সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন)। গুগল সহ বিভিন্ন সার্চ ইজ্ঞিন গুলো যেন সহজে বুঝতে পারে আপনার ওয়েবসাইটের বিষয় বস্তু ক...
25/12/2022

এস ই ও (সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন)। গুগল সহ বিভিন্ন সার্চ ইজ্ঞিন গুলো যেন সহজে বুঝতে পারে আপনার ওয়েবসাইটের বিষয় বস্তু কি। এই কারনে বিভিন্ন ধরনের সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশন রিলেটেড কাজ করা হয়।

06/12/2022
24/08/2022

পছন্দের থিম নিয়ে নিউজ পোর্টাল বানিয়ে নিন মাত্র ৫০০০ টাকায় 🔥 সাথে থাকছে সুপার ফাস্ট হোস্টিং এবং ডট কম ডোমেইন 😊

Address

Shipyard, 0074-110/B, Banda Bazar, Mukta Sarak
Khulna
9201

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801909001060

Alerts

Be the first to know and let us send you an email when New Digital It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Digital It:

Share