Israt's Life Style

Israt's Life Style Be yourself, but always your better self
(1)

কোথায় ও যাইতে পারবে না ইনশাআল্লাহ ❤️❤️❤️
09/09/2025

কোথায় ও যাইতে পারবে না ইনশাআল্লাহ ❤️❤️❤️

31/08/2025

কেউ প্যারা দিচ্ছে? চুপ হয়ে যান, কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি? চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে? চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে? চুপ হয়ে যান॥
কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে? চুপ হয়ে যান। কেউ বিশ্বাস ঘাতকতা করছে? চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রমিসটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করে আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।

কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই চুপ হয়ে যান। এরপরও যদি তাদের পতন দেখতে ইচ্ছে করে তবে সৃষ্টিকর্তার কাছে জানিয়ে রাখুন। আপনার অভিযোগ সঠিক হলে অবশ্যই সঠিক বিচার পাবেন চুপ থেকেই।

~ মাসুমা ইসলাম নদী
📷 Instagram
(রিপোষ্ট) ইনশাআল্লাহ🤲 আল্লাহ ধৈর্য ধরা মানুষকে পছন্দ করেন। ঠিক সময়ে আল্লাহ যার যার অবস্থান বুঝিয়ে দেন 🤲

আপনি কেন সত্যি কথা গুলো বারবার বলেন🤗🤗
11/08/2025

আপনি কেন সত্যি কথা গুলো বারবার বলেন🤗🤗

আল্লাহ আমার বাচ্চাকে মাফ করে দিয়েন 🙏🙏🙏
08/08/2025

আল্লাহ আমার বাচ্চাকে মাফ করে দিয়েন 🙏🙏🙏

Address

Khulna
9201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israt's Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share