Mufti Rakibuddin

Mufti Rakibuddin আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে

আবনায়ে মারকাযুল উলূম খুলনার সকল সদস্য আমন্ত্রিত
02/04/2025

আবনায়ে মারকাযুল উলূম খুলনার সকল সদস্য আমন্ত্রিত

17/03/2025

সম্মানিত ভাই ও বোনেরা! আমরা আমাদের প্রিয় মাদরাসা "জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা"র লিল্লাহ ফান্ড ও এতিমখানার ব্যয় নির্বাহের জন্য যাকাত ফিতরার অর্থ প্রদান করতে পারি।
আর যারা সাধারণ দানের মাধ্যমে মাদরাসার উন্নয়নমূলক কাজে অর্থ প্রদান করে সদকায়ে যারিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক,পবিত্র এ মাস তাদের জন্য সুবর্ণ সুযোগ।
সার্বিক যোগাযোগ :-
মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ
নায়েবে মুহতামিম জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা। +8801611442910
বিকাশ/নগদ :- 01937228579

14/03/2025

জুমার আলোচনার শুরুতেই আছিয়ার জন্য দোয়া ও অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

✨ পবিত্র রমজান ২০২৫ ✨আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান আমাদের মাঝে সমাগত। এই মহান মাসে ইবাদত-বন্দেগিতে ...
24/02/2025

✨ পবিত্র রমজান ২০২৫ ✨
আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান আমাদের মাঝে সমাগত। এই মহান মাসে ইবাদত-বন্দেগিতে আরও মনোযোগী হতে, শাইখুল হাদীস আল্লামা মুফতি গোলাম রহমান দা.বা. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ— জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম, খুলনা-এর পক্ষ থেকে সাহরি ও ইফতারের সময়সূচি, ক্যালেন্ডার।
🌙 পবিত্র রমজানে আমাদের প্রতিটি রোজা হোক কবুলের সোপান।
📖 কুরআন তেলাওয়াত, ইবাদত ও দোয়ায় কাটুক প্রতিটি মুহূর্ত।
🤲 আল্লাহ তাআলা আমাদের তাওফিক দিন, রহমতের ছায়ায় রাখুন।
💠 সকলের রমজান হোক বরকতময় ও নূরানী।
#রমজান_২০২৫ #সেহরি_ইফতার_সময়সূচি #জামিয়া_ইসলামিয়া_মারকাজুল_উলুম

17/02/2025

রিজিক বৃদ্ধির ছয়টি আমল।(আলোচনার সারসংক্ষেপ)
১) ইমানদার ও তাকওবান হত্তয়া ২) বেশি বেশি ইস্তেগফার পড়া ৩) শুকরিয়া আদায় করা ৪) দান সদকাহ করা
৫) আত্নীয়তার সম্পর্ক রক্ষা করা ৬) এক প্লেটে খাবার খাওয়া।

16/02/2025

জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার ২০২৫ সনের হিফজ ফারেগীন ছাত্রদের "বিদায়ী অনুষ্ঠানে" বিদায়ী হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি ও গর্বিত অভিভাবকদের মেডেল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ
এবং হযরতকে ক্রেস্ট প্রদান করেন ২০২৫ সালের বিদায়ী হাফেজ ছাত্রবৃন্দ

হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার ফুলতলা উপজেলা কমিটি গঠন।আজ দুপুর তিনটায় হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার ফুলতলা উপ...
06/02/2025

হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার ফুলতলা উপজেলা কমিটি গঠন।
আজ দুপুর তিনটায় হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার ফুলতলা উপজেলা কমিটি গঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার সহ সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ , মাওঃ আহমাদুল্লাহ ,জেলা শাখার দপ্তর সম্পাদক মুফতী রকিবুদ্দিন ও ফুলতলা উপজেলার স্থানীয় ওলামায়ে কেরাম।
ফুলতলা উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওঃ নুর উদ্দিন কাসেমী ও সেক্রেটারী মাওঃ আশেক এলাহী।

30/01/2025

মাগরিবের নামাজের পূর্বে সংক্ষিপ্তভাবে "নামাজের ভিতরের ছয় ফরজ" দলিল সহ ।

গরিব-অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লা...
30/01/2025

গরিব-অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ

27/01/2025

জামি'আ ইসলামীয়া মারকাযুল উলূম খুলনার খতমে বুখারী অনুষ্ঠান শেষে আল্লামা মা*মুনু*ল হক সাহেবের মুনাজাত

25/01/2025

জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার খতমে বুখারী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন দক্ষিণ বঙ্গের প্রধান মুফতী অত্র মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মুফতী গোলাম রহমান হাফিজাহুল্লাহ

24/01/2025

জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার খতমে বুখারী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ

23/01/2025

মাগরিবের নামাজের পূর্বে তিন মিনিটে সংক্ষিপ্তভাবে "নামাজের বাহিরের সাত ফরজ" দলিল সহ ।

জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার দাওরায়ে হাদীসের ছাত্ররা আল্লামা মা*মু*নুল হক সাহেব ও মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া স...
22/01/2025

জামিয়া ইসলামিয়া মারকাযুল উলূম খুলনার দাওরায়ে হাদীসের ছাত্ররা আল্লামা মা*মু*নুল হক সাহেব ও মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার পাইকগাছা উপজেলা , পাইকগাছা পৌরসভা ও কয়রা উপজেলা কমিটি গঠন।আজ সকাল দশটায় হেফাজতে ইসল...
20/01/2025

হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার পাইকগাছা উপজেলা , পাইকগাছা পৌরসভা ও কয়রা উপজেলা কমিটি গঠন।
আজ সকাল দশটায় হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার পাইকগাছা উপজেলা , পাইকগাছা পৌরসভা ও কয়রা উপজেলার কমিটি গঠন সম্পন্ন হয়।পৃথক পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি মুফতী ইউনুস আহমাদ, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ ও মুফতী আব্দুল কাইয়ুম জমাদ্দার, জেলা শাখার দপ্তর সম্পাদক মুফতী রকিবুদ্দিন ও মুফতী আবদুল্লাহ মুখতার। স্মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রব, মাওঃ আরাফাত হুসাইন, মাওঃ হারুনুর রশিদ, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ সাইফুল ইসলাম, মুফতী খায়রুল ইসলাম, মুফতী জামিরুল ইসলাম, মুফতী আব্দুল কুদ্দুস,মুফতী মফিজুল ইসলাম, মাওঃ আব্দুর রব, মাওঃ ফয়সাল,মাওঃ হালিমুল হক,মাওঃ সুলাইমান প্রমুখ।
পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতী কুদরত উল্লাহ ও সেক্রেটারী
মুফতী উয়াইস আহমাদ ।
পাইকগাছা পৌরসভা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুনিরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রঈসুল ইসলাম।
কয়রা উপজেলা কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম...
20/01/2025

হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ

12/01/2025

হেফাজতে ইসলাম বটিয়াঘাটা উপজেলার কমিটি গঠন ও আলোচনা সভা।

12/01/2025

হেফাজতে ইসলাম বটিয়াঘাটা উপজেলা কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ

Address

Khulna

Telephone

+8801937228579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Rakibuddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category