20/01/2025
হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার পাইকগাছা উপজেলা , পাইকগাছা পৌরসভা ও কয়রা উপজেলা কমিটি গঠন।
আজ সকাল দশটায় হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার পাইকগাছা উপজেলা , পাইকগাছা পৌরসভা ও কয়রা উপজেলার কমিটি গঠন সম্পন্ন হয়।পৃথক পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সভাপতি মুফতী ইউনুস আহমাদ, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ ও মুফতী আব্দুল কাইয়ুম জমাদ্দার, জেলা শাখার দপ্তর সম্পাদক মুফতী রকিবুদ্দিন ও মুফতী আবদুল্লাহ মুখতার। স্মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রব, মাওঃ আরাফাত হুসাইন, মাওঃ হারুনুর রশিদ, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ সাইফুল ইসলাম, মুফতী খায়রুল ইসলাম, মুফতী জামিরুল ইসলাম, মুফতী আব্দুল কুদ্দুস,মুফতী মফিজুল ইসলাম, মাওঃ আব্দুর রব, মাওঃ ফয়সাল,মাওঃ হালিমুল হক,মাওঃ সুলাইমান প্রমুখ।
পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতী কুদরত উল্লাহ ও সেক্রেটারী
মুফতী উয়াইস আহমাদ ।
পাইকগাছা পৌরসভা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুনিরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রঈসুল ইসলাম।
কয়রা উপজেলা কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম ।