
13/09/2025
কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ই সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কোটচাঁদপুর পৌর বাস টার্মিনালে প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই প্রেসক্লাব কার্যালয় ও টার্মিনাল এলাকা সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও নবচিত্র প্রতিনিধি খোন্দকার আব্দুল্লাহ বাশার এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লিখনি সংবাদ প্রতিনিধি রমজান আলী।
সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি সোহেল চৌধুরী ও দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি মুস্তাফিজুর রহমান আপেল। প্রেসক্লাবের ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে জয়ী হন মুস্তাফিজুর রহমান আপেল এবং ৭ ভোট পান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহেল চৌধুরী। নির্ধারিত সময় শেষে বেলা ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মর্তুজা আলী আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচন পরিচালনায় সহায়তা করেন সহকারী নির্বাচন কমিশনার কোটচাঁদপুর পৌর কাশিপুর কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গণমাধ্যমকর্মী রেজাউল করিম। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে ন্যায্য অধিকার আদায় ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করবেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণের পর আগামী ১৯ সেপ্টেম্বর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্টজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উৎসবমুখর এ নির্বাচনের মধ্য দিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা নতুন নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।