
04/10/2023
আজ ৫ই অক্টোবর "বিশ্ব শিক্ষক দিবস"। সকল শিক্ষকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় সেই সব শিক্ষকদেরকে, যাঁদের হাতেই হয়েছিল আমাদের শিক্ষার শুরু এবং যাঁদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করেছি ,জীবনের বেচা-কেনার হাটে আজ কে কোথায় আছে জানিনা তবে আজও আমাদের শিক্ষকরা আমাদের মাঝে বেঁচে আছে - তাঁদের দেয়া শিক্ষা আর আদর্শের মাধ্যমে... যেখানেই থাকেন ভালো থাকেন আমরা সেই দোয়াই করি 💓💕💞