আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ

  • Home
  • Bangladesh
  • Khulna
  • আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ

আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ, Video Creator, খুলনা মহানগর, Khulna.

"আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ" — তরুণদের অধিকার, সমাজসেবা ও ন্যায়ের পক্ষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একতা, সততা ও দায়িত্ববোধই আমাদের শক্তি। ✊🇧🇩
#যুবঅধিকার #আরংঘাটা #সমাজসেবা #ন্যায় "আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ" একটি অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন, যা যুব সমাজকে একত্রিত করে তাদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ের পক্ষে সোচ্চার হওয়া এবং সমাজে নৈতিকতা ও সচেতনতা গড়ে তোলার জন্য কাজ করে। এই প্ল্যাটফর্মের মাধ্যম

ে আমরা তরুণদের নেতৃত্ব, মানবতা ও দায়িত্বশীলতার চেতনায় উদ্বুদ্ধ করি। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা সর্বদা প্রস্তুত। আমাদের কার্যক্রমে স্বেচ্ছাসেবা, সচেতনতা মূলক ক্যাম্পেইন, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত।

আসুন, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করে গড়ি এক ন্যায়ের সমাজ।
#যুবঅধিকার #সমাজসেবা #আড়ংঘাটা #মানবিকতা #নেতৃত্ব

30/09/2025
আলহামদুলিল্লাহ, গণতান্ত্রিক সিস্টেমে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত! খুলনায় সুষ্ঠু ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ...
26/09/2025

আলহামদুলিল্লাহ, গণতান্ত্রিক সিস্টেমে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত!
খুলনায় সুষ্ঠু ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহানগরীর আওতাধীন চারটি থানার কাউন্সিল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর শিববাড়ি মোড়ের বাপুস অডিটরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে চারটি থানার নতুন নেতৃত্ব নির্বাচিত হন।

ভোট গ্রহণ শেষে প্রধান সহকারী নির্বাচন কমিশনার মোঃ বিদার শিকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

★খুলনা সদর থানা যুব অধিকার পরিষদ
সভাপতি পদে নজরুল ইসলাম (৫১ ভোট) নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ আল মামুন (৫৭ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইমন শেখ (৪৯ ভোট) বিজয়ী হয়েছেন।

★সোনাডাঙ্গা মডেল থানা যুব অধিকার পরিষদ
সভাপতি পদে মাহবুবুর রহমান মিলন (১৭ ভোট), সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিঠু শেখ (১৮ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওবাইদুল (১৯ ভোট) নির্বাচিত হন।

★লবণচরা থানা যুব অধিকার পরিষদ
সভাপতি পদে মোঃ দিদারুল ইসলাম (১৪ ভোট), সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম (১৭ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে আজহারুল গাজী (১৬ ভোট) জয়ী হয়েছেন।

★আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ
সভাপতি পদে রবিউল ইসলাম রবি মল্লিক (২১ ভোট), সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ মোড়ল (২১ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে কাইয়ুম আহমেদ রবিন (১৯ ভোট) নির্বাচিত হন।

কাউন্সিল পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল আজিজ শেখ রুবেল এবং প্রধান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম পলাশ। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ বিদার শিকদার, খাইরুল ইসলাম, জুবায়দ শেখ সম্রাট ও তানভীর হোসেন। প্রিজাইডিং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন শাহিন আহমেদ, রাকিব হোসেন, মোঃ মেহেদী তরফদার ও মোঃ রাকিবুল ইসলাম।

নির্বাচনী প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন।

কাউন্সিল শেষে নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ প্রথম কাউন্সিল এর প্রাথীবৃন্দ আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছে। আপনাদের জন্য দোয়া ও...
25/09/2025

আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ প্রথম কাউন্সিল এর প্রাথীবৃন্দ আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছে।

আপনাদের জন্য দোয়া ও শুভকামনা করছি।

আগামী ২৬ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের আওতাধীন ( খুলনা সদর, সোনাডাঙ্গা, লবণচড়া ও...
25/09/2025

আগামী ২৬ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের আওতাধীন ( খুলনা সদর, সোনাডাঙ্গা, লবণচড়া ও আরংঘাটা) থানা সময়ের প্রথম কাউন্সিলের ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ।

ভোট গ্রহণ: সকাল০৯:০০টা থেকে বিকাল ৪:৩০টা।
ফলাফল প্রকাশ : সন্ধ্যা ০৭: ৩০ টা

স্থান : বাপুস অডিটরিয়াম, শিববাড়ি মোড় খুলনা।
আপনারা সকলেই আমন্ত্রিত

আরংঘাটা থানার প্রথম কাউন্সিল এ সভাপতি প্রার্থী, সকল ভোটারের ভোট এবং সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সমর্থন আশা করছি
24/09/2025

আরংঘাটা থানার প্রথম কাউন্সিল এ সভাপতি প্রার্থী, সকল ভোটারের ভোট এবং সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সমর্থন আশা করছি

22/09/2025
[১৮/৯ ১১:৩৬ PM] রবি মল্লিক: আরংঘাটা থানার যুব অধিকার পরিষদ ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করছে , মডেল জার্সি পরিহিত অবস্থায়...
18/09/2025

[১৮/৯ ১১:৩৬ PM] রবি মল্লিক: আরংঘাটা থানার যুব অধিকার পরিষদ ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করছে , মডেল জার্সি পরিহিত অবস্থায় সদস্য সচিব আবদুল্লাহ মোড়ল
[১৮/৯ ১১:৩৭ PM] রবি মল্লিক: ভিপি নুর ভাই ও রাশেদ খান ভাইয়ের ছবি সহ আরংঘাটা থানা যুব অধিকার পরিষদের জার্সি

Address

খুলনা মহানগর
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category