26/09/2025
আলহামদুলিল্লাহ, গণতান্ত্রিক সিস্টেমে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত!
খুলনায় সুষ্ঠু ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহানগরীর আওতাধীন চারটি থানার কাউন্সিল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর শিববাড়ি মোড়ের বাপুস অডিটরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে চারটি থানার নতুন নেতৃত্ব নির্বাচিত হন।
ভোট গ্রহণ শেষে প্রধান সহকারী নির্বাচন কমিশনার মোঃ বিদার শিকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
★খুলনা সদর থানা যুব অধিকার পরিষদ
সভাপতি পদে নজরুল ইসলাম (৫১ ভোট) নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ আল মামুন (৫৭ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইমন শেখ (৪৯ ভোট) বিজয়ী হয়েছেন।
★সোনাডাঙ্গা মডেল থানা যুব অধিকার পরিষদ
সভাপতি পদে মাহবুবুর রহমান মিলন (১৭ ভোট), সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিঠু শেখ (১৮ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওবাইদুল (১৯ ভোট) নির্বাচিত হন।
★লবণচরা থানা যুব অধিকার পরিষদ
সভাপতি পদে মোঃ দিদারুল ইসলাম (১৪ ভোট), সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম (১৭ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে আজহারুল গাজী (১৬ ভোট) জয়ী হয়েছেন।
★আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদ
সভাপতি পদে রবিউল ইসলাম রবি মল্লিক (২১ ভোট), সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ মোড়ল (২১ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে কাইয়ুম আহমেদ রবিন (১৯ ভোট) নির্বাচিত হন।
কাউন্সিল পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল আজিজ শেখ রুবেল এবং প্রধান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম পলাশ। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ বিদার শিকদার, খাইরুল ইসলাম, জুবায়দ শেখ সম্রাট ও তানভীর হোসেন। প্রিজাইডিং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন শাহিন আহমেদ, রাকিব হোসেন, মোঃ মেহেদী তরফদার ও মোঃ রাকিবুল ইসলাম।
নির্বাচনী প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন।
কাউন্সিল শেষে নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও তরুণদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।