12/08/2025
👋 প্রাইমারি সর্বশেষ !
🫵 আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশের পরের দিনই প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
🫵 নারী কোটা, পোষ্য কোটা বাতিলসহ নিয়োগবিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে।
🫵 প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে ৯৩% মেধায় এবং মাত্র ৭% কোটায়।
🫵 সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি এই আগস্ট মাসের শেষ সপ্তাহে।
🫵 প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক পদে প্রায় ১৭০০০ প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
🫵 শিক্ষকগণের মধ্যে যোগ্য প্রার্থীরা সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন।
🫵 প্রধান শিক্ষকগণ ১০ গ্রেডভুক্ত হবেন ।
🫵 শিক্ষকগণ সরাসরি শিক্ষক অর্থাৎ ১১তম গ্রেডভুক্ত হওয়ার সুযোগ পাবেন। (পিটিআই কোর্স থাকলে)
🫵 পূর্বের ন্যায় বিভাগ ভিত্তিক বিজ্ঞপ্তি, পরীক্ষা ও নিয়োগ হবে।
🫵পরীক্ষা পদ্ধতি অপরিবর্তিত থাকবে অর্থাৎ প্রিলি ও ভাইভা অনুষ্ঠিত হবে।
👉যাদের টার্গেট প্রাইমারি শিক্ষক হওয়া তাদের জন্য উপযুক্ত সময় এখন থেকেই প্রস্তুতি শুরু করা।