Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি

Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি জ্ঞানই শক্তি - শিক্ষার শেকড় তেঁতো কিন্তু ফল মিষ্টি
(3)

30/09/2025

ব্রেকিং নিউজ :
শিক্ষক নিবন্ধনের পরীক্ষা পদ্ধতিতে এলো পরিবর্তন :
১.জেনারেল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বিষয়ভিত্তিক ১৪০টি MCQ +৬০টি MCQ জেনারেল(বাংলা,ইংরেজি,জিকে,ম্যাথ)
২.ভাইভা নম্বর থাকবে ২০।(সার্টিফিকেট এর উপর কোনো নম্বর থাকবে না।
৩.আলাদা করে কোনো গণবিজ্ঞপ্তি হবে না।
৪.শূন্য পদের দ্বিগুণ টিকানো হবে প্রিলি.পরীক্ষায়।(কোনো লিখিত পরীক্ষা হবে না)
৫.শূন্য পদের তুলনায় ২০% প্রার্থীকে ভাইভায় টিকানো হবে।কেউ যোগদান না করলে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেয়া হবে।

31/08/2025

👉২১৬৯ পদের প্রধান শিক্ষকঃ

পরীক্ষা ৯০ MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।টিকলে ১০ ভাইভা। বাংলা+ইংরেজি:২৫+২৫ এবং গণিত,বিজ্ঞান+সাধারণ জ্ঞান:২০+২০ মোট:৯০।

সবাই আবেদন করতে পারবেন।কোনো বিভাগীয় কোটা নেই সবার জন্য উন্মুক্ত বয়সসীমা ৩২ এর ভিতর।

আগ্রহী প্রার্থীদের বয়স ০১.০৮.২০২৫ তারিখে সংশ্লিষ্ট পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৩২ বয়সসীমার মধ্যে থাকতে হবে।

আবেদনের শুরু: ২১.০৯.২০২৫ খ্রিঃ, দুপুর ১২.০০টা
আবেদনের শেষ: ২০.১০.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা
আবেদনের ফি জমাদানের শেষ তারিখ (User ID প্রাপ্তদের জন্য): ২৩.১০.২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০টা।


🫵 বিগ ব্রেকিং 👉 প্রাইমারি প্রধান শিক্ষক নন ক্যাডার ২১৬৯টি সরাসরি নিয়োগযোগ্য পদে  সার্কুলার প্রকাশিত!!👉 আবেদনের শিক্ষাগত ...
31/08/2025

🫵 বিগ ব্রেকিং 👉 প্রাইমারি প্রধান শিক্ষক নন ক্যাডার ২১৬৯টি সরাসরি নিয়োগযোগ্য পদে সার্কুলার প্রকাশিত!!
👉 আবেদনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

🫵 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০২৫ প্রকাশ ২৮/০৮/২০২৫পরীক্ষা  ১০০ নাম্বারের।  ৯০ নাম্বারের লিখিত ...
29/08/2025

🫵 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০২৫ প্রকাশ ২৮/০৮/২০২৫
পরীক্ষা ১০০ নাম্বারের। ৯০ নাম্বারের লিখিত +ভাইভা ১০-১০০
মোট সাবজেক্ট চারটি.
নাম্বার বন্টন
বাংলা ২৫ ইংরেজি ২৫
গনিত ও সাধারণ বিজ্ঞান ২০
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি ২০

🫵 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আবারো নিজ উপজেলার মধ্যে অনলাইন বদলী চালু।অনলাইন  আবেদন চলবে ২৯/০৮/২০২৫ হতে...
27/08/2025

🫵 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আবারো নিজ উপজেলার মধ্যে অনলাইন বদলী চালু।অনলাইন আবেদন চলবে ২৯/০৮/২০২৫ হতে ০৬/০৯/২০২৫ পর্যন্ত।
゚ school job

24/08/2025

সাফল্যের পেছনে ছুটে বেড়ানোর চেয়ে, নিজের ভালোলাগার কাজে মনোনিবেশ করো। তখন সাফল্য নিজেই তোমার পিছনে ছুটবে।

23/08/2025

#প্রাথমিক #শিক্ষক #নিয়োগে বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ডিসেম্বরের মধ্যেই সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

মো. শামসুজ্জামান বলেন, ‘বর্তমানে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা সরকারের রয়েছে।’

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমার বাড়ি হাওরে, আমি জানি বাস্তব অবস্থা কী। শুধু হাওর নয়, দেশের চরাঞ্চল বা প্রত্যন্ত এলাকাতেও শিক্ষকরা থাকতে চান না, শহরে বদলি হতে চান।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী যেখানেই পোস্টিং সেখানেই থাকতে হয়। কিন্তু তদবির আর বদলির চাপে বস্তবতা অন্য রকম। এসব সমস্যা ওপর থেকেই সৃষ্ট। এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা।

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের নিয়ন্ত্রণকারী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারাও একই গ্রেডে আছে। এ ক্ষেত্রে এটিইওদের গ্রেড উন্নয়নে সরকার কী ভাবছে, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শিক্ষকদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা দশম গ্রেডে থাকলেও প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে যাব, এমন ধারণা সঠিক নয়। তবে তাদেরও (কর্মকর্তা) গ্রেডের উন্নয়ন দরকার।

23/08/2025

জীবনে সফল হতে চাইলে অজুহাত নয়, পথ খুঁজুন।

23/08/2025

GOOD EVENING

23/05/2025

♦বাংলা সাহিত্যের ইতিহাস♦
-
★বাংলা সাহিত্যকে তিনটি যুগে ভাগ করা যায় ।

1.প্রাচীন যুগ (৯৫০-১২০০)
2.মধ্যযুগ(১২০১-১৮০০)
3.আধুনিক যুগ (১৮০১-বর্তমান)
★ড.মুহম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উদ্ভব সপ্তম শতকে।
★ডঃ সুনীতিকুমারের মতে বাংলা ভাষার উদ্ভব দশম শতকে।
★১২০১-১৩৫০ খ্রিস্টাব্দের কোন সাহিত্য রচনার প্রমাণ পাওয়া যায় নি বলে এই যুগকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় ।
★১৭৬০-১৮৬০ খ্রিস্টাব্দ সময়কে বলা হয় বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ।।
-
-
***** প্রাচীন যুগ*****
-
★প্রাচীনযুগের একমাত্র নিদর্শন-চর্যাপদ।
★চর্যাপদ রচিত হয় পাল আমলে বৌদ্ধ সহজিয়াদের দ্বারা। এটি একটি গানের সংকলন।
★চর্যাপদ রচিত-মাত্রাবৃত্ত ছন্দে।
চর্যাপদে প্রবাদ-ছয়টি।
★ভাষা-সান্ধ্য ভাষা রচয়িতারা-দ্বাদশ শতাব্দীর।
★চর্যাপদের আদি কবি-লুইপা।
★চর্যাপদের বেশি পদ রচয়িতা-কাহ্নপা(১৩ টি পদ)।
★প্রাচীন কবি- শবরপা।
★মহিলা কবি-কুক্করীপা।
★মোট রচয়িতা-২৪ জন।
★চর্যাপদ আবিষ্কৃত হয় -১৯০৭ সালে। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন। আবিষ্কৃত পদসংখ্যা সাড়ে ৪৬ টি।
★মোট পদসংখ্যা-৫১ টি।।

23/05/2025

I gained 10,069 followers, created 86 posts and received 164 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bcs প্রশ্নোত্তর, Mp3,সাধারন ঞ্জান and সকল পরীক্ষার প্রস্তুতি:

Share

Category