M Mesbah Uddin

M Mesbah Uddin If you want something done right, do it yourself. Charles-Guillaume Étienne
(1)

21/07/2025
এক অভিবাসী তরুণী আমেরিকার এক  মলে ৭ ঘণ্টা সময় কাটিয়ে চু*রি করলেন ১৩০০ ডলারের পণ্য ।সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি পেশাদা...
20/07/2025

এক অভিবাসী তরুণী আমেরিকার এক মলে ৭ ঘণ্টা সময় কাটিয়ে চু*রি করলেন ১৩০০ ডলারের পণ্য ।সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি পেশাদার কায়দায় ব্যাগে ঢুকিয়ে নিচ্ছিলেন ব্র্যান্ডেড জুতো, পারফিউম, ঘড়ি, কসমেটিক্স।

দোকানের কর্মীরা স*ন্দেহ করে লাইভ নজরদারি চালিয়ে সবকিছু ধরে ফেলেন। পুলিশ এসে তাকে হাতেনাতে ধরে এবং বর্তমানে তিনি হেফাজতে আছেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তার পরিচিত কমিউনিটিতে সৃষ্টি হয় বিতর্ক।

তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধের অবক্ষয় কি এখানেই?

মনোবিজ্ঞানীরা বলছেন, সোশ্যাল মিডিয়া সেলিব্রিটির চাপ অনেক সময় এমন কাজের দিকে ঠেলে দেয়।যেহেতু পণ্যের মূল্য ৯৫০ ডলারের বেশি, এটি ‘গ্র্যান্ড থে*ফট’ — কঠিন সাজা হতে পারে।

মজার ব্যাপার হলো -ওই ৭ ঘণ্টায় তিনি দোকানের ভিতর ১১ বার মোবাইলে সেলফি তুলেছেন। চু*রি করতে করতে এমন স্বাভাবিক ছিলেন, যেন অফার দেখে শপিং করছেন!

: India Today

24/05/2025

good Night

বাকেরগঞ্জ বা বাখরগঞ্জ ব্রিটিশ ভারতের একটি পূরাতন জেলা।এটা ছিল ঢাকা বিভাগের দক্ষিণে অবস্থিত একটি জেলা। জেলাটি গঙ্গা ও ব্র...
19/05/2025

বাকেরগঞ্জ বা বাখরগঞ্জ ব্রিটিশ ভারতের একটি পূরাতন জেলা।এটা ছিল ঢাকা বিভাগের দক্ষিণে অবস্থিত একটি জেলা। জেলাটি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বিস্তীর্ণ ব-দ্বীপের জলাভূমিতে অবস্থিত ছিল।
#সময়কাল : ১৭৬০- ১৯৪৭ সাল

 #আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন, "আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার ...
19/05/2025

#আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন, "আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে।"

আইনস্টাইন তো অবাক! উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।"

এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন। এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন।

সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন?"

আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন।

ড্রাইভার উত্তর দিল, "এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে।

এখান থেকে শিক্ষা: জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।

এই জন্যে কথায় আছে,

"সৎ সঙ্গে স্বর্গ বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ"।

বাংলা নববর্ষের শুভেচ্ছা।
13/04/2025

বাংলা নববর্ষের শুভেচ্ছা।

Emni❤
17/09/2024

Emni❤

Today Best Photo🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹        • 
10/10/2023

Today Best Photo

🔹🔹
🔹🔹
🔹🔹
🔹🔹
🔹🔹














07/10/2023

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when M Mesbah Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Mesbah Uddin:

Share