03/10/2025
ধানের-শীষ নিয়ে যে আসবে, আমরা তাকেই গ্রহন করবো
আলামীন রিংকুঃ
'ধর্ম যার যার বাংলাদেশ সবার',এই কথার উজ্জ্বল উদাহরণ খুলনা জেলার দাকোপ উপজেলা।মোট জনসংখ্যার ৫৪% হিন্দু ধর্মালম্বী মানুষের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা বিসর্জন এর মাধ্যমে শেষ হয়েছে গত ২ ই অক্টোবর, ৭৬ পূজা মন্দিরে ধর্মীয় ভাব গম্ভীর্যে সাথে পালিত হয়েছে উৎসব। কোন রকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়া শেষ হয়েছে দূর্গাপূজা।
দূর্গা পূজার উৎসব আমেজে আসন্ন ত্রয়োদশ নির্বাচন সামনে তাই, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের প্রচারনা ছিল চোখে পড়ার মত।ব্যানার,পোস্টার লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে দিন-রাত জুড়ে। সব দলের চেষ্টা করছে, জনগণের কাছাকাছি যেতে। বিএনপি একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় তাদেরই পাওয়া গেছে বেশি, তারেক রহমানের নির্দেশে পূজা কমিটিকে সার্বিক সহযোগিতা করেছন তারা,কোথায় কোথায় সেচ্ছাসেবী কমিটি ও করেছিলেন তারা।
ফ্যাসিস্ট আওয়ামীলীগের শক্ত ঘাটি দক্ষিণ এই জনপদে, এবার ভোটের হিসাব পাল্টে যাবে। ২০১৮ সাথে নির্বাচনে খুলনা-১ আসনে নিকট প্রতিদ্বন্দী হিসাবে বিএনপি ভোট পেয়ে ছিলেন ৬৮ হাজার। বটিয়াঘাটা দাকোপ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামি সংগঠন গোছানোর কাজ করছেন, মাত্র ছয় মাস আগেও উপজেলার সব ইউনিয়ন কমিটি ছিলনা, এখন দাকোপের প্রতিটি ইউনিয়ন কমিটি আছে ,মুসলিম ধার্মিক মানুষ যুক্ত হচ্ছেন তাদের সাথে,সবে সংগঠন দাড় করিছেন।এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ ও এসিপি মাঝে মাঝে জনসংযোগ করছে।
ঘুরে ঘুরে দূর্গাপূজা মন্দির পরিদর্শন কালে কথা হয়, আইনশৃঙ্খলা বর্তমান পরিস্থিতি ও রাজনীতি নিয়ে, কমিটি ও সাধারন মানুষের সাথে,দাকোপের সনাতন ধর্মাবলম্বী মানুষ জানিয়েছেন,আওয়ামীলীগ না থাকায়,ধানের শীষ প্রতীক যে নিয়ে আসবে,তাকেই আমরা জয়ী করবো,এভাবেই বলেছেন ধর্মীয় নেতৃবৃন্দ।
#দাকোপউপজেলা #দূর্গাপূজা #রাজনীতি