সুন্দরবন নিউজ

সুন্দরবন নিউজ 'সুন্দরবন নিউজ'/সুন্দরবন উপকূলবর্তী গণমানুষের দুঃখ,হাহাকার ও বঞ্চনার কথা বলে এবং পথ দেখায় সত্যের। Bangladesh and Khulna,Bagerhat local news publisher.

We published national and local video/media news and news, We publish original fact in news committed our flowers. Bangla news for all.. Love for all flowers.

রাস উৎসব উপলক্ষে খুটাখালী খেয়াঘাট সংলগ্ন গঙ্গা দেবীর মন্দিরে উৎসব আয়োজন চলছে,ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পূজা-আর্চন...
05/11/2025

রাস উৎসব উপলক্ষে খুটাখালী খেয়াঘাট সংলগ্ন গঙ্গা দেবীর মন্দিরে উৎসব আয়োজন চলছে,ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পূজা-আর্চনা।।
আগামীকাল বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি গানের আয়োজনে সবার উপস্থিতি কামনা করেছেন কমিটি।।

#দাকোপউপজেলা

খুলনার ৬টি আসনের ৫ টিতে দলের প্রার্থী ঘোষণা করা হয়। শুধুমাত্র খুলনা ১ আসনের প্রার্থী ঘোষণা হোল্ডল করা হয়েছে । ঘোষণা মোতা...
03/11/2025

খুলনার ৬টি আসনের ৫ টিতে দলের প্রার্থী ঘোষণা করা হয়। শুধুমাত্র খুলনা ১ আসনের প্রার্থী ঘোষণা হোল্ডল করা হয়েছে ।

ঘোষণা মোতাবেক খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে আলী আসগর লবী এবং খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী প্রার্থী চুড়ান্ত হয়েছেন।

#খুলনাবিএনপি #আসনপ্রার্থী #তালিকাচুড়ান্ত

02/11/2025

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবে যাওয়ার অনুমতির অপেক্ষায় চাঁদপাই ফরেস্ট অফিসে সামনে হাজার পুণ্যার্থীরা

আগামীকাল ভোর থেকে অনুমতি পাবে পুণ্যার্থীরা,
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব ৩ নভেম্বর থেকে প্রতিবছরের মতো পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোর কোলে অনুষ্ঠিত হবে তিন দিনের রাস উৎসব।

ভিডিও - অলোকেশ রায়।

#সুন্দরবনের #দুবলার #চর #রাসউৎস

নির্বাচনের আগে গণ-ভোট, আপনি কোনটার পক্ষে?
31/10/2025

নির্বাচনের আগে গণ-ভোট, আপনি কোনটার পক্ষে?

বাজুয়া চড়া নদীতে পাওয়া গেলো ৭ হাত গোল-বাহার (অজগর) সা-প ...
31/10/2025

বাজুয়া চড়া নদীতে পাওয়া গেলো ৭ হাত গোল-বাহার (অজগর) সা-প ...

সূত্র - Prio Krishno. fb #নিখোঁজসংবাদ   #খুলনা
30/10/2025



সূত্র - Prio Krishno. fb
#নিখোঁজসংবাদ #খুলনা

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবে শুধু পুণ্যার্থীরাই যেতে পারবেনসুন্দরবনের দুবলার চরের রাস উৎসবের সময় শুধু সনাতন ধর্মাবলম...
29/10/2025

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবে শুধু পুণ্যার্থীরাই যেতে পারবেন

সুন্দরবনের দুবলার চরের রাস উৎসবের সময় শুধু সনাতন ধর্মাবলম্বী পূন্যার্থী ছাড়া কোনো টুরিস্ট যাওয়ার অনুমতি পাবেন না। সেখানে বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পুণ্যার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ। উৎসবকে কেন্দ্র করে বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তাও বাড়িয়েছে।সূত্র জানায়, আগামী ৩ নভেম্বর থেকে প্রতিবছরের মতো পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোর কোলে অনুষ্ঠিত হবে তিন দিনের রাস উৎসব।

আলোর কোলে নির্মিত অস্থায়ী মন্দিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মের মানুষ এসে এখানে পূজা করবেন তাদের ধর্মের বিধান অনুযায়ী।

ভরা পূর্ণিমায় ৫ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে লোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্ত হবে মেলা।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরি গণমাধ্যমকে জানান, চলতি বছরের রাস উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই যেতে পারবেন। এর বাইরে রাশ উৎসবের উদ্দেশ্যে কোনো পর্যটক যেতে পারবে না। রাস পূজায় টুরিস্টদের নেওয়ার জন্য কোনো ট্যুর অপারেটরকে অনুমতি দেওয়া হয়নি।
জানা যায়, রাস উৎসব প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি প্রধান উৎসব। শ্রী কৃষ্ণের রাসলীলার অনুকরণে পালিত হয় এই উৎসবটি।রাস শব্দের অর্থ রস বা আনন্দ, যা শ্রীকৃষ্ণের মধুর রসকে বোঝায়।

দাকোপে ৫০ কেজি হরিণের মাংসসহ আটক দুই যুবকখুলনার দাকোপে হরিণের মাংস সহ দুই যুবক আটক। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক...
26/10/2025

দাকোপে ৫০ কেজি হরিণের মাংসসহ আটক দুই যুবক

খুলনার দাকোপে হরিণের মাংস সহ দুই যুবক আটক। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর শনিবার আনুমানিক ভোর ০৪:০০ টায় খুলনা রেঞ্জের কালাবগী ফরেস্ট স্টেশনের স্টাফদের টহলকালীন সময় কালাবগী খাল এলাকা থেকে ডিঙ্গি নৌকা- ০১ টি, হরিণের মাংস আনু.- ৫০ কেজি ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা সহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীরা হলো সুতারখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আবদুল মজিদ গাজীর ছেলে কালাবাগি ৮ নং ওয়ার্ডের অধিবাসী ইয়াসিন আরাফাত মিলন গাজী (৪০) ২/ একই ওয়ার্ডের হাসান গাজীর ছেলে মাসুম গাজী (৪২)। ফরেস্ট স্টেশন কর্মকর্তারা জানান আটককৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সুন্দরবন রক্ষায় বন বিভাগের অভিযান অব্যহত থাকবে।

মহানবীকে নিয়ে কুটক্তিকর মন্তব্যের ঘটনায় অভিযুক্ত পূর্বায়ন মন্ডল কে ২৩ শে অক্টোবর রাতে দাকোপ থানা পুলিশের বিশেষ টিম গ্রেফ...
23/10/2025

মহানবীকে নিয়ে কুটক্তিকর মন্তব্যের ঘটনায় অভিযুক্ত পূর্বায়ন মন্ডল কে ২৩ শে অক্টোবর রাতে দাকোপ থানা পুলিশের বিশেষ টিম গ্রেফতার করেছে।
এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ' এর খুলনার দাকোপ উপজেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

22/10/2025

প্রথম সেমিফাইনালে শ্বাস-রুদ্ধকর ট্রা-বেকার
বাজুয়া এসএন ডিগ্রী কলেজ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট।

#বাজুয়াএসএনডিগ্রীকলেজ #ফুটবল #টুর্নামেন্ট

আজ বাজুয়ার দাকোপ ব্রিজের কাছে, (রঘুনাথ বাবুর) বাড়ির কাছে একটি চারোর ভিতর এই বিষধর সাপটি পাওয়া গিয়েছে, #সাপ  #দাকোপ
19/10/2025

আজ বাজুয়ার দাকোপ ব্রিজের কাছে, (রঘুনাথ বাবুর) বাড়ির কাছে একটি চারোর ভিতর এই বিষধর সাপটি পাওয়া গিয়েছে,

#সাপ #দাকোপ

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when সুন্দরবন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্দরবন নিউজ:

Share