সুন্দরবন নিউজ

সুন্দরবন নিউজ 'সুন্দরবন নিউজ'/সুন্দরবন উপকূলবর্তী গণমানুষের দুঃখ,হাহাকার ও বঞ্চনার কথা বলে এবং পথ দেখায় সত্যের। Bangladesh and Khulna,Bagerhat local news publisher.

We published national and local video/media news and news, We publish original fact in news committed our flowers. Bangla news for all.. Love for all flowers.

সুন্দরবনের পর্যটন স্পটে চলে এলো বাঘসুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের অভ্যন্তরের ফুট টেইলর বা কাঠের তৈরি পায়ে হাঁটার...
12/10/2025

সুন্দরবনের পর্যটন স্পটে চলে এলো বাঘ

সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রের অভ্যন্তরের ফুট টেইলর বা কাঠের তৈরি পায়ে হাঁটার পথে একটি বাঘের বিচরণ দেখা গেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা বাঘটিকে ফুট টেইলরে দেখতে পান। বনপ্রহরীরা হাঁকডাক দিলে কিছুক্ষণ পর বাঘটি নেমে বনের গহিনে চলে যায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাড়বাড়িয়া অংশে আগে থেকেই বাঘের অবাধ বিচরণ রয়েছে। বিশেষত হাড়বাড়িয়ার দিঘির পাড়ে প্রায়ই বাঘ দেখা যায়। তবে এভাবে সরাসরি ফুট টেইলরে বাঘ দেখা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

সুন্দরবনের রাস পুণ্য স্নান- ২০২৫ #সুন্দরবন  #রাসমেলা
12/10/2025

সুন্দরবনের রাস পুণ্য স্নান- ২০২৫



#সুন্দরবন #রাসমেলা

10/10/2025

বটিয়াঘাটা,মোংলা,রামপাল পাশের সব উপজেলায় খাদ্য বান্ধব সরকারী ৩০ কেজি চাল বিতরণ ডিলার পরিবর্তন হলেও দাকোপ উপজেলা কেন পরিবর্তন হচ্ছে না,জানতে চায় জনগণ ??

10/10/2025

দাকোপ উপজেলার ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের দোলখোলা ১৮ তম লক্ষী পূজায় উপলক্ষে ৯ অক্টবর রাতে যাত্রাপালা অনুষ্ঠিত হয়।।

গ্রাম বাংলার ঐতিহ্য বাহী যাত্রাপালা দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়।।

#দাকোপউপজেলা #কৈলাশগঞ্জ #ইউনিয়ন #দোলখোলা #লক্ষীপূজা

09/10/2025

সনাতন ধর্মাবলম্বী'র মানুষ ভোট না দিলে বি-এন-পি ৪ বার সরকার গঠন করতো না- আজিজুল বারি হেলাল

#সনাতনধর্মাবলম্বী #ভোট #বিএনপি #আজিজুলবারিহেলাল

08/10/2025

দাকোপের বটবুনিয়া বাজারে ওয়াবদার রাস্তা ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে নদীর পানি আতংকিত এলাকাবাসী।

ভিডিও-রুমান আহম্মেদ

#দাকোপউপজেলা #বটবুনিয়াবাজার #ওয়াবদাররাস্তা #ভেঙে #লোকালয়ে #প্রবেশকরেছে #নদীরপানি

কৃষক ধান কেটে পলিথিনের উপরে আনার দৃশ্য জীবনে প্রথম দেখেছিলাম।।  #ধানকেটে  #পলেথিনেরনৌকা
06/10/2025

কৃষক ধান কেটে পলিথিনের উপরে আনার দৃশ্য জীবনে প্রথম দেখেছিলাম।।

#ধানকেটে #পলেথিনেরনৌকা

06/10/2025

দাকোপের পানখালী ইউনিয়নের খোনা গ্রামের মৃত্যু দিলীপ বাগচীর পুত্র ১ সন্তানের জনক মিল্টন বাগচী আজ সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

৯৯৯-এ ফোন, সুন্দরবন থেকে দুই শ্রমিক উদ্ধারমংলার সুন্দরবনের হিরণ পয়েন্ট সংলগ্ন খালে ডুবন্ত নৌযান থেকে দুই ড্রেজার শ্রমিকক...
03/10/2025

৯৯৯-এ ফোন, সুন্দরবন থেকে দুই শ্রমিক উদ্ধার

মংলার সুন্দরবনের হিরণ পয়েন্ট সংলগ্ন খালে ডুবন্ত নৌযান থেকে দুই ড্রেজার শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (০৩ অক্টোবর) ভোররাতে নুর হোসেন নামে এক ড্রেজার শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি ও আরও একজন শ্রমিক এমভি সাফিন নামের একটি লাইটার জাহাজে করে কয়েকদিন ধরে খাল খননকাজে যুক্ত ছিলেন। এ সময় নিম্নচাপজনিত বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি একপাশে কাত হয়ে যায় এবং ড্রেজারমেশিন পানিতে ডুবে যায়।

দুই শ্রমিক প্রথমে কাছের একটি চরে আশ্রয় নিলেও পানি বৃদ্ধি পেয়ে সেটিও তলিয়ে যায়। পরে তারা একটি গাছের ডালে বসে জরুরি সেবা নম্বরে ফোন করে উদ্ধারের আবেদন জানান।

খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করে। পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক দুজনকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

ধানের-শীষ নিয়ে যে আসবে, আমরা তাকেই গ্রহন করবো
03/10/2025

ধানের-শীষ নিয়ে যে আসবে, আমরা তাকেই গ্রহন করবো

আলামীন রিংকুঃ’ধর্ম যার যার বাংলাদেশ সবার’,এই কথার উজ্জ্বল উদাহরণ খুলনা জেলার দাকোপ উপজেলা।মোট জনসংখ্যার ৫৪% হিন....

ধানের-শীষ নিয়ে যে আসবে, আমরা তাকেই গ্রহন করবোআলামীন রিংকুঃ 'ধর্ম যার যার বাংলাদেশ সবার',এই কথার উজ্জ্বল উদাহরণ খুলনা জেল...
03/10/2025

ধানের-শীষ নিয়ে যে আসবে, আমরা তাকেই গ্রহন করবো

আলামীন রিংকুঃ
'ধর্ম যার যার বাংলাদেশ সবার',এই কথার উজ্জ্বল উদাহরণ খুলনা জেলার দাকোপ উপজেলা।মোট জনসংখ্যার ৫৪% হিন্দু ধর্মালম্বী মানুষের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা বিসর্জন এর মাধ্যমে শেষ হয়েছে গত ২ ই অক্টোবর, ৭৬ পূজা মন্দিরে ধর্মীয় ভাব গম্ভীর্যে সাথে পালিত হয়েছে উৎসব। কোন রকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়া শেষ হয়েছে দূর্গাপূজা।

দূর্গা পূজার উৎসব আমেজে আসন্ন ত্রয়োদশ নির্বাচন সামনে তাই, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের প্রচারনা ছিল চোখে পড়ার মত।ব্যানার,পোস্টার লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে দিন-রাত জুড়ে। সব দলের চেষ্টা করছে, জনগণের কাছাকাছি যেতে। বিএনপি একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় তাদেরই পাওয়া গেছে বেশি, তারেক রহমানের নির্দেশে পূজা কমিটিকে সার্বিক সহযোগিতা করেছন তারা,কোথায় কোথায় সেচ্ছাসেবী কমিটি ও করেছিলেন তারা।

ফ্যাসিস্ট আওয়ামীলীগের শক্ত ঘাটি দক্ষিণ এই জনপদে, এবার ভোটের হিসাব পাল্টে যাবে। ২০১৮ সাথে নির্বাচনে খুলনা-১ আসনে নিকট প্রতিদ্বন্দী হিসাবে বিএনপি ভোট পেয়ে ছিলেন ৬৮ হাজার। বটিয়াঘাটা দাকোপ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামি সংগঠন গোছানোর কাজ করছেন, মাত্র ছয় মাস আগেও উপজেলার সব ইউনিয়ন কমিটি ছিলনা, এখন দাকোপের প্রতিটি ইউনিয়ন কমিটি আছে ,মুসলিম ধার্মিক মানুষ যুক্ত হচ্ছেন তাদের সাথে,সবে সংগঠন দাড় করিছেন।এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ ও এসিপি মাঝে মাঝে জনসংযোগ করছে।

ঘুরে ঘুরে দূর্গাপূজা মন্দির পরিদর্শন কালে কথা হয়, আইনশৃঙ্খলা বর্তমান পরিস্থিতি ও রাজনীতি নিয়ে, কমিটি ও সাধারন মানুষের সাথে,দাকোপের সনাতন ধর্মাবলম্বী মানুষ জানিয়েছেন,আওয়ামীলীগ না থাকায়,ধানের শীষ প্রতীক যে নিয়ে আসবে,তাকেই আমরা জয়ী করবো,এভাবেই বলেছেন ধর্মীয় নেতৃবৃন্দ।

#দাকোপউপজেলা #দূর্গাপূজা #রাজনীতি

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ ধরাইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২...
03/10/2025

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ইলিশ ধরা

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে।

মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন-শৃঙ্খলাবাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। এসময় নদী-সাগরে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ।

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when সুন্দরবন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্দরবন নিউজ:

Share