সুন্দরবন নিউজ

  • Home
  • সুন্দরবন নিউজ

সুন্দরবন নিউজ 'সুন্দরবন নিউজ'/সুন্দরবন উপকূলবর্তী গণমানুষের দুঃখ,হাহাকার ও বঞ্চনার কথা বলে এবং পথ দেখায় সত্যের। Bangladesh and Khulna,Bagerhat local news publisher.

We published national and local video/media news and news, We publish original fact in news committed our flowers. Bangla news for all.. Love for all flowers.

22/07/2025

দাকোপের চালনা বেল্লালিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান সাহেব বলেন-

ভিডিও -রোমান আহম্মেদ।

#দাকোপউপজেলা #বেল্লালিয়াআলিমমাদ্রাসা #প্রাঙ্গণে #বাংলাদেশজামাতইসলাম #আমির #শফিকুররহমান

আজ মধ্যরাত থেকে খুলনা রেঞ্জ এর সকল থানায় সম্পূর্ণরুপে অনলাইন জিডি চালু হতে যাচ্ছেকোনো ধরনের জিডি করতে আপনাকে থানায় আসা ল...
20/07/2025

আজ মধ্যরাত থেকে খুলনা রেঞ্জ এর সকল থানায় সম্পূর্ণরুপে অনলাইন জিডি চালু হতে যাচ্ছে

কোনো ধরনের জিডি করতে আপনাকে থানায় আসা লাগবে না। ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনেই করতে পারবেন।
অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার জন্য প্রথমে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে যেতে হবে অথবা অনলাইন জিডি মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নিবন্ধন করে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি দাখিল করে জিডি করা যাবে।

বিস্তারিত প্রক্রিয়া:

১. ওয়েবসাইটে প্রবেশ: বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি পোর্টালে যান অথবা "Online GD" অ্যাপ ডাউনলোড করুন।
২. নিবন্ধন: যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে নিবন্ধন করুন। আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করুন।
৩. লগইন: নিবন্ধিত হলে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে লগইন করুন।
৪. জিডি ফরম পূরণ: জিডি করার জন্য ফরমটি যথাযথভাবে পূরণ করুন। এখানে আপনার নাম, ঠিকানা, ঘটনার তারিখ ও সময়, ঘটনার বিবরণ, ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৫. প্রমাণাদি আপলোড: প্রয়োজনীয় প্রমাণাদি (যেমন- ছবি, ভিডিও, ইত্যাদি) আপলোড করুন।
৬. জমা দিন: সমস্ত তথ্য পূরণ করা হয়ে গেলে, "জমা দিন" বাটনে ক্লিক করে জিডি জমা দিন।
৭. জিডি নম্বর ও স্ট্যাটাস: জিডি জমা দেয়ার পর একটি জিডি নম্বর ও স্ট্যাটাস দেখতে পাবেন। এই নম্বর দিয়ে আপনি পরবর্তীতে জিডির অগ্রগতি জানতে পারবেন।
৮. থানার সাথে যোগাযোগ: জিডি করার পর, সংশ্লিষ্ট থানা আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

গুরুত্বপূর্ণ বিষয়:

জিডি করার সময় প্রদত্ত তথ্য সঠিক হওয়া বাঞ্ছনীয়।

জিডি করার পর, জিডি নম্বর ও স্ট্যাটাস সবসময় নজরে রাখুন।

কোনো সমস্যায় পড়লে, বাংলাদেশ পুলিশের হেল্পলাইন অথবা স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন।

সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাকোপের জামায়াত আমীর নিহতঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলন...
19/07/2025

সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাকোপের জামায়াত আমীর নিহত

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ। শুক্রবার (১৮ জুলাই) রাত তিনটার সময় ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরের পিছনে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আনিসুর রহমান ও মো. কামাল হোসেন নামের আরও দু’জন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আনিসুর রহমানের অবস্থা আশংকাজনক।

খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে রওনা দেন। রাত ৩টার দিকে ভাঙ্গায় গাড়িবহর যাত্রী বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাড়িয়েছিলেন। পেছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ মারা যান। আরও দুই জন আহত হন।

নিহত আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখেছেন। জানাযা ও দাফনের সময় পরে জানানো হবে।

18/07/2025

কুমিরের আক্রমণের শিকার হচ্ছে গবাদি-পশু সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে

সুন্দরবন বনের পাশে জনবসতি হত দরিদ্র মানুষের বসবার,গরু ছাগল পালন করে জীবিকা নির্বাহ করে।
নতুন করে কুমিরের আক্রমণের আতংক শুরু হয়েছে।

ভিডিও - Arif Hossen

#কুমিরের #আক্রমণের #শিকার #হচ্ছে #গবাদি #পশু #সুন্দরবন #উপকূলবর্তী #অঞ্চলে

18/07/2025

খুলনার দাকোপ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০৪ আগষ্ট। ২০ জুলাই রবিবার মনোনয়ন সংগ্রহ করার শেষ তারিখ এবং ২৩ জুলাই বুধবার মনোনয়ন দাখিলের শেষ তারিখ।

১৮ জুলাই (শুক্রবার) ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন দেশের সব মোবাইল ফোন গ্রাহক১৮ জুলাই "জুলাই" গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ‘...
17/07/2025

১৮ জুলাই (শুক্রবার) ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন দেশের সব মোবাইল ফোন গ্রাহক

১৮ জুলাই "জুলাই" গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

যেভাবে পাবেন
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807 #, রবি *4*1807 #, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807 # নম্বরে।

16/07/2025

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দাকোপ সদর চালনা ডাকবাংলার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সড়ক অবরোধ করে বিক্ষোভ।

ভিডিও - আজগর হোসেন।

#গোপালগঞ্জ #দাকোপউপজেলা #বৈষম্যবিরোধীছাত্রআন্দোলন
#অবরোধ

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন নলিয়ান স্টেশনের মারকির খালে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় পা...
15/07/2025

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন নলিয়ান স্টেশনের মারকির খালে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার সময় পাঁচটি নৌকা জব্দ করা হয়েছে। এই অভিযানে বনবিভাগের কর্মীরা কাঁকড়া এবং নৌকাগুলো আটক করে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

#দাকোপউপজেলা #সুন্দরবন

দাকোপে ভারতে পাচারের প্রস্তাব প্রত্যাখান,স্বামীর বেদম প্রহারে স্ত্রী হাসপাতালেদাকোপ প্রতিনিধি : ভারতে পাচারের প্রস্তাব প...
14/07/2025

দাকোপে ভারতে পাচারের প্রস্তাব প্রত্যাখান,স্বামীর বেদম প্রহারে স্ত্রী হাসপাতালে

দাকোপ প্রতিনিধি : ভারতে পাচারের প্রস্তাব প্রত্যাখান এবং জমি লিখে দিতে রাজি না হওয়ায় স্বামীর বেদম প্রহারে গৃহবধু হাসপাতালে ভর্তি।
ঘটনাটি ঘটেছে উপজেলার বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া এলাকায়। ভুক্তভোগী সুত্রে জানা গেছে, গত ১৫ বছর পূর্বে উপজেলার উত্তর বানীশান্তা এলাকার মৃঃ আমির হোসেন গাজীর কন্যা নাজমা বেগমকে মোংলা উপজেলার শেলাবুনিয়া এলাকার শহিদ মিয়ার ছেলে কামাল মিয়ার বিয়ে হয়। বর্তমানে স্বামী স্ত্রী উভয় বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া এলাকায় নিজ বাড়িতে বাস করে। বিয়ের পর কামাল তার স্ত্রীকে নিয়ে দু’দফা ৫ বছর ভারতের বেঙ্গলোরে অবস্থান করে। সেখানে স্ত্রীকে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে বাধ্য করে। সর্ব শেষ গত দুই মাস আগে তারা স্বামী স্ত্রী দেশে ফিরে আসে। সম্প্রতি কামাল আবারো ভারতে যাওয়ার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাত ৮টার দিকে স্ত্রীর নামে থাকা দুই বিঘা জমি নিজ নামে লিখে নেওয়া এবং ভারতে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
স্বামীর প্রস্তাবে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমা বেগমকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এক পর্যায়ে গুরুত্বর আহত হয়ে পড়লে নাজমার ভাই নুর আলম কাজী তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার চোখের কোনে গুরুত্বর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। জানা গেছে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। এ ঘটনায় নাজমার ভাই নুর আলম বাদী হয়ে আদালতে নারী নির্যাতন মামলা দায়ের করবেন বলে তিনি এ প্রতিবেদকে জানান।

দাকোপের বানিশান্তায় ঘাড়ে করে রোগী বহন সড়ক সংস্থকারের দাবীরোমান আহম্মেদঃখুলনার দাকোপ উপজেলার জনগুরুত্বপূর্ণ বানিশান্তা ইউ...
11/07/2025

দাকোপের বানিশান্তায় ঘাড়ে করে রোগী বহন সড়ক সংস্থকারের দাবী

রোমান আহম্মেদঃ
খুলনার দাকোপ উপজেলার জনগুরুত্বপূর্ণ বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজার থেকে খ্রিষ্টান পল্লী পর্যন্ত সংযোগ সড়কের করুণ অবস্থা এখন এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি এখন হাঁটাচলারও অযোগ্য। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়। সাধারণ মানুষ বিশেষ করে রোগীদের পরিবারের সদস্যদের কষ্ট যেন সীমা ছাড়িয়েছে। স্থানীয়রা জানায়, জরুরি চিকিৎসার প্রয়োজনে অসুস্থ রোগীদের ঘাড়ে তুলে হাঁটুসমান কাদার মধ্য দিয়ে বাজার পর্যন্ত নিয়ে আসতে হয়। যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই, নেই কোনো বিকল্প পথ।
বানিশান্তা এলাকার এক বাসিন্দা বলেন, "আমার মায়ের হঠাৎ অসুস্থতা দেখা দিলে তাঁকে ঘাড়ে করে তিন কিলোমিটার হেঁটে বাজারে এনে চিকিৎসা নিতে হয়েছে। এটা কষ্টের চেয়ে লজ্জার বিষয়।" এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগীসহ শত শত মানুষ চলাচল করে। এলাকাবাসীর জোর দাবী—বানিশান্তা বাজার থেকে খ্রিষ্টান পল্লী পর্যন্ত সড়কটি দ্রুত পাকা করাসহ টেকসই সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক। এতে যেমন মানুষের জীবনমান উন্নত হবে, তেমনি স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপই পারে এই জনদুর্ভোগ লাঘব করতে।

11/07/2025

পানখালী নদীর ফেরীর পল্টন থেকে ড্রাইভারের ভূল বসত কারনে একটি মটর বাইক নদীতে পড়ে যায়।

ভিডিও -সাইফুল ইসলাম রুবেল।

#পানখালী #নদীর #ফেরীর #পল্টন #মটর #বাইক #নদীতে #পড়ে #যায়

বাজুয়ার বেড়েরখালের রাস্তার বেহাল অবস্থা,অচল জনজীবনঅতনু চৌধুরী(রাজু) নিউজঃখুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের ৭'নং ওয়ার্...
08/07/2025

বাজুয়ার বেড়েরখালের রাস্তার বেহাল অবস্থা,অচল জনজীবন

অতনু চৌধুরী(রাজু) নিউজঃ
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের ৭'নং ওয়ার্ডের বেড়েরখাল এলাকার মানুষ বছরের পর বছর ধরে অবহেলিত এই রাস্তাটি নিয়ে দুর্ভোগ বয়ে চলেছেন। সামান্য বৃষ্টি হলেই এই সড়ক কাদায় একাকার হয়ে যায়। কোথাও আবার বড় বড় গর্ত যার ফলে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ সবাই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা এলেই যেন তাদের জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা।

এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয়রা জানান, আনুমানিক প্রায় ৪' কিলোমিটার দীর্ঘ এই ইটের সলিং এর রাস্তাটি দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামের যাওয়ার একমাত্র যাতায়াতের পথ। রাস্তার দুই পাশে প্রায় ১০'হাজার মানুষ বসবাস করেন। এই রাস্তা দিয়েই এলাকার লোকজন বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল'সহ নানা স্থানে যাতায়াত করেন। কিন্তু বছরের বেশির ভাগ সময়ই এই রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তায় ফসল নিয়ে বাজারে যাওয়া খুব কষ্টের। কাদা আর গর্তে জন্য গাড়ি চলে না। ফলে সময়মতো ফসল বিক্রি করতে পারি না। এতে লোকসান হয়। কতবার মেম্বার চেয়ারম্যানকে বলেছি, কেউ আমাদের কথা শোনেন নাই।

এ বিষয়ে রঞ্জন সরকার নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, বর্ষাকালে এই রাস্তা চলাচল করতে খুব কষ্ট হয়। জুতা পরে বের হলেও কিছুদূর যেতেই পা কাদায় আটকে যায়। অনেক সময় অসাবধানতার জন্য পড়ে যাই। জামাকাপড় ভিজে যায়। কোন রোগী অসুস্থ হলে কোন যানবাহন পাওয়া যায়না।

অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে দীনবন্ধু মন্ডল নামের স্থানীয় এক ব্যক্তি বলেন,একদিন রাতে বৃষ্টির মধ্যে স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়েছিল। ইজিভ্যান তো চলেই না, কাঁধে করে নিয়ে যেতে হয়েছিল। পথেই দুবার পড়ে গেছি। এখনো সেই ভয়ের কথা মনে পড়লে গা শিউরে উঠে।

এ বিষয়ে কামাল হাওলাদার নামের স্থানীয় এক শিক্ষক বলেন, এলাকার জনগণের একটাই প্রশ্ন আর কতদিন এই খানাখন্দভরা রাস্তায় হেঁটে, পড়ে, দুঃখ নিয়ে চলতে হবে। আমরা এইটার দ্রুত সমাধান চাই এবং একটি নিরাপদ ও চলাচলের উপযোগী রাস্তা চাই।

এ বিষয়ে বিচিত্র মন্ডল নামের স্থানীয় এক চাকুরীজীবী বলেন, প্রতিদিন অফিসে যেতে ও আসতে এই রাস্তায় হাঁটতে হয়। কাদায় পা আটকে যায়। অফিসে যাওয়ার আগেই কাপড় নোংরা হয়ে যায়। এত কষ্ট আমরা কেন করবো? রাস্তা পাকা মেরামত করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ করা হলেও দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বর্ষা ছাড়াও শুকনো সময়েও চলাচলে দুর্বিষহ। কেউ সাইকেল চালাতে পারে না, মোটরসাইকেল চলাচলও ঝুঁকিপূর্ণ। স্কুলপড়ুয়া শিশু, বৃদ্ধ,বৃদ্ধা, গর্ভবতী নারী, রোগী সবাইকে এই পথে চলাচল করতে হয় রোজ।

স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তা পাকা না করলে গ্রামীণ জনপদের জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে পড়বে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি, তিন খাতেই এর প্রভাব পড়ছে মারাত্মকভাবে। এখন প্রয়োজন সরকারি জরুরি বরাদ্দ ও উদ্যোগে এই কাঁচা রাস্তাটি পাকা করা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when সুন্দরবন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্দরবন নিউজ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share