Roaming reel

Roaming reel ❤️❤️This page is all about what I love to do, what makes me feel good. ❤️❤️

ভাই, এই রান্না করা, প্রতিদিন! কি যে কষ্টের! সবার আগে ভাবতে হবে ঘরে কি আছে? কিসের সাথে কি রান্না করা যায়? কার কি পছন্দ? ...
26/05/2025

ভাই, এই রান্না করা, প্রতিদিন! কি যে কষ্টের! সবার আগে ভাবতে হবে ঘরে কি আছে? কিসের সাথে কি রান্না করা যায়? কার কি পছন্দ? তারপর সেগুলো কাট, পরিষ্কার করো। পেঁয়াজ, রসুন, মরিচ কাট, মশলা বাটো। তারপর খাও, বাসন পরিষ্কার করো। শুধু কি তাই! আর একবেলা হলে হয়, তিন - চার বেলা রান্না। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাকস, মাঝে চা - বিস্কুট, রাতের খাবার। এগুলো তো শুধু রান্না আর খাওয়াতে গেলো। বাকি তো হাজার কাজ আরো আছে। গৃহিণী হওয়া কি খুব সহজ!
না, কিছুই সোজা না। Housewife বলে যে সে আর কিছুই না, তা কিন্তু নয়।
ইদানিং একটা বিষয় খুব আমার সাথে হয়। চাকরিজীবী নারীরা ঘরে থাকা মায়েদের এক রকম তাচ্ছিল্য করেই বলে। ঘরের আর কি কাজ, আমাদের তো ঘরে বাইরে সব সামলাতে হয়। আসলেই কি তাই!
আমিও চাকরিজীবী ছিলাম। কিন্তু সময়ের প্রেক্ষিতে সংসার আর বাচ্চার প্রয়োজনে এখন আমি HOUSEWIFE। এতে কোনো আফসোস নেই। আমি আমার পথ আমার ইচ্ছেই বদলাছি। চাকরি করি না বলে অস্তিত্ব দিয়ে দিই নি। আমি এখনো মা, বউ, মেয়ে, বোন। যারা চাকরি করে সংসার করছেন তাদের Salute জানাই। কিন্তু আমিও কম প্রশংসার দাবিদার নয়। একজন আরেকজনকে নিচু করার কোনো জায়গা নেই। আমি উচ্চশিক্ষিত, লেখাপড়া জানা মা। চাকরি করি না বলে আমার শিক্ষা বৃথা যায় নি। যেখানে লাগার ঠিক লেগে যাবে। টাকা উপার্জন করি না বলে যে আমি আমি না তা কিন্তু নয়। আমার উপার্জনের ব্যবস্থা করাই আছে।

26/05/2025
Bread egg toast. এমনি নাম মনে হয়। ইদানিং মেঘলা বর্ষার আকাশে মনটাও কেমন করে। কোনো কথা না বলা, দিগন্ত প্রান্তে তাকিয়ে অন...
24/05/2025

Bread egg toast.
এমনি নাম মনে হয়। ইদানিং মেঘলা বর্ষার আকাশে মনটাও কেমন করে। কোনো কথা না বলা, দিগন্ত প্রান্তে তাকিয়ে অনেক কিছু ভাবার অবকাশ পেতে মন চায়। বাড়ি ফিরতে,পুরোনো স্মৃতিতে ঘুরতে ইচ্ছে জাগে।

একটা মেঘলা আকাশ।আর হাজারো বৃষ্টির আমেজ।তারপর, টুপটাপ বৃষ্টি।
23/05/2025

একটা মেঘলা আকাশ।
আর হাজারো বৃষ্টির আমেজ।
তারপর, টুপটাপ বৃষ্টি।

18/05/2025

Pizza Bite আমার কন্যা খুব choosy special when it comes to pizza. আর বেশিরভাগ রেস্টুরেন্টে pizza customise করার সুযোগ থাকে না। বা spice level নিয়ে ইস্যু হয়, যেহেতু বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না। বা এই পিৎজা আমার মেয়ে পুরোটা খেয়েছে। মাশাআল্লাহ।
Pizza Bite was the best street pizza. Also they were quite good in behaviour which I admire the most.

Beauty in the street. এটা কি ফুল, কেউ কি জানে?!
17/05/2025

Beauty in the street.
এটা কি ফুল, কেউ কি জানে?!

শুভ সকাল।  আলহামদুলিল্লাহ।
14/05/2025

শুভ সকাল।
আলহামদুলিল্লাহ।

কারো সাথে যদি ভালো সম্পর্ক হয়, তবুও ভোলা যাবে না যে সুযোগ পেলে সেই তোমাকে সবচেয়ে বেশি ধোঁকা দেবে।Beware of humans.
12/05/2025

কারো সাথে যদি ভালো সম্পর্ক হয়, তবুও ভোলা যাবে না যে সুযোগ পেলে সেই তোমাকে সবচেয়ে বেশি ধোঁকা দেবে।
Beware of humans.

Address

Khustia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roaming reel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share