
26/05/2025
ভাই, এই রান্না করা, প্রতিদিন! কি যে কষ্টের! সবার আগে ভাবতে হবে ঘরে কি আছে? কিসের সাথে কি রান্না করা যায়? কার কি পছন্দ? তারপর সেগুলো কাট, পরিষ্কার করো। পেঁয়াজ, রসুন, মরিচ কাট, মশলা বাটো। তারপর খাও, বাসন পরিষ্কার করো। শুধু কি তাই! আর একবেলা হলে হয়, তিন - চার বেলা রান্না। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাকস, মাঝে চা - বিস্কুট, রাতের খাবার। এগুলো তো শুধু রান্না আর খাওয়াতে গেলো। বাকি তো হাজার কাজ আরো আছে। গৃহিণী হওয়া কি খুব সহজ!
না, কিছুই সোজা না। Housewife বলে যে সে আর কিছুই না, তা কিন্তু নয়।
ইদানিং একটা বিষয় খুব আমার সাথে হয়। চাকরিজীবী নারীরা ঘরে থাকা মায়েদের এক রকম তাচ্ছিল্য করেই বলে। ঘরের আর কি কাজ, আমাদের তো ঘরে বাইরে সব সামলাতে হয়। আসলেই কি তাই!
আমিও চাকরিজীবী ছিলাম। কিন্তু সময়ের প্রেক্ষিতে সংসার আর বাচ্চার প্রয়োজনে এখন আমি HOUSEWIFE। এতে কোনো আফসোস নেই। আমি আমার পথ আমার ইচ্ছেই বদলাছি। চাকরি করি না বলে অস্তিত্ব দিয়ে দিই নি। আমি এখনো মা, বউ, মেয়ে, বোন। যারা চাকরি করে সংসার করছেন তাদের Salute জানাই। কিন্তু আমিও কম প্রশংসার দাবিদার নয়। একজন আরেকজনকে নিচু করার কোনো জায়গা নেই। আমি উচ্চশিক্ষিত, লেখাপড়া জানা মা। চাকরি করি না বলে আমার শিক্ষা বৃথা যায় নি। যেখানে লাগার ঠিক লেগে যাবে। টাকা উপার্জন করি না বলে যে আমি আমি না তা কিন্তু নয়। আমার উপার্জনের ব্যবস্থা করাই আছে।