Alor Poth - আলো

Alor Poth - আলো Welcome to Alor Poth "The Peace of Islam" Main aim of this page is to spread islamic messages to all. In the Name of Almighty Allah. Our Services :

1. videos.

May the peace and blessings of Allah be upon on Holy Prophet Muhammad (SH) his family members, and his companions. Welcome to the official page of Alor Poth "The Peace of Islam". Objectives of this Page :

1. To spread the Da’wah Activities.
2. Preaching islam in online platform.
3. To educate the audience more about the
balanced approach of Islam.
4. To raise mass awareness about th

e
beauty of Islamic messages.
5. To spread The Peace of Islam. Bringing the word's scholars to you.
2. Publishing Islamic and social books.
3. Publishing Islamic photos, audios, and. Our Mission :

1. Protecting the faith of Muslims.
2. Propagating the true truth of Islam to Muslims and Non-Muslims.
3. Working for global peace, unity, love, and humanity. Jazak Allah Khayr ( جزاك اللهُ خيراً)

শুধু টাকা থাকার নাম রিজিক নয়....
30/08/2023

শুধু টাকা থাকার নাম রিজিক নয়....

29/08/2023

নবীজী বলেছেন "মজলুমের বদ দোয়া কে ভয় করো"



29/08/2023

ফেসবুকে স্ত্রীর ছবি তারাই আপলোড দেয়,যারা মনে করে বউটা শুধু নিজের না, গোটা দেশের সম্পদ।
⚠️ বেহায়া, নির্লজ্জ স্বামী।

06/08/2023

বাংলাদেশ নিয়ে কিছু কথা, ❤️‍🩹❤️‍🩹
মিজানুর রহমান আজহারী সমর্থক ✅
Mizanur Rahman Azhari ❤


#আলহামদুলিল্লাহ

09/07/2023

“ সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো হতে চায় না॥ ”
—জোনাথন সুইফট।

যদি জিগ্যেশ করি— আজকের দিনে আল্লাহর কাছে কী কী চেয়েছেন?আমাদের অধিকাংশ-ই হয়তো বলবো— ‘ওরকম তো কিছু চাওয়া হয়নি। মসজিদে গিয়ে...
08/07/2023

যদি জিগ্যেশ করি— আজকের দিনে আল্লাহর কাছে কী কী চেয়েছেন?

আমাদের অধিকাংশ-ই হয়তো বলবো— ‘ওরকম তো কিছু চাওয়া হয়নি। মসজিদে গিয়েছি, সালাত আদায় করেছি, চলে এসেছি’।

কিন্তু যদি পুনরায় জিগ্যেশ করি— আপনার জীবনে কি আল্লাহর কাছে চাওয়ার মতো কোন উপলক্ষ নেই? কোন সমস্যা? কোন আবদার বা আহ্লাদ?

এই জিজ্ঞাসার জবাবে আমাদের উত্তর হবে— আল্লাহর কাছে চাওয়ার কি আর অভাব আছে? কোন জিনিসটা না চেয়ে পারা যায় যেখানে আমরা জানিই না আমাদের চাকরিটা আগামিকাল থাকবে কী না, আমাদের ব্যবসা আজ ভালো যাচ্ছে, আগামিকাল ভালো যাবে কী না, আমাদের সন্তান-সন্তনির ভালো থাকা, নিজেদের ভালো থাকা, সংসারে সুখ শান্তি, সময়ে বারাকাহ ইত্যাদি।

সত্যই তা-ই। আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা সত্যিই চান যে— প্রত্যেকটা বিষয়, একেবারে খুঁটিনাটি ধরে ধরে যেন আপনি আল্লাহর কাছে চান। আপনার বাজারে যাওয়া লাগবে, আগে আল্লাহর কাছে চান। তাঁকে বলেন— ইয়া আল্লাহ, বাজারে যাচ্ছি। আমি যেন ভালো খাবার কিনে আনতে পারি। রাস্তায় যদি কোন বিপদ থাকে, তা থেকে আমাকে হেফাযত করুন।

ক্লাশে যাচ্ছেন? আগে আল্লাহকে বলুন— আমার আল্লাহ, আমি ক্লাশে যাচ্ছি। আমাকে জ্ঞান অর্জনে সহায়তা করুন। উপকারি জ্ঞান দান করুন। এমন জ্ঞান আমাকে দিবেন না যা আমাকে আপনার রাস্তা থেকে বিচ্যুত করে দেবে।

অফিস থেকে ফিরছেন? আল্লাহকে বলুন— মাবুদ, ক্লান্ত-শ্রান্ত দেহে ঘরে ফিরছি। কষ্ট করছি হালালভাবে বেঁচে থাকতে। সবকিছুই আপনার সন্তুষ্টির জন্যে। আপনি কবুল করে নিন। সহজ করে দিন।

প্রতিটা উপলক্ষকে সামনে রেখে তাঁকে ডাকুন, তাঁর কাছে চান। নিজের মতো করে আল্লাহর সাথে কথা বলুন। যদি এই অভ্যাসটা করতে পারেন, দেখবেন জীবনটা কতো সুন্দর, কতো সহজ আর আনন্দময় হয়ে উঠবে।

কী চমৎকারভাবেই না বলেছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন:

‘বান্দার কাছে কিছু চাইতে গেলে তারা রাগ করে। আর, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা রাগ করেন যখন বান্দা আল্লাহর কাছে চায় না’।

চলুন না, আমরা আমাদের প্রয়োজনগুলো আল্লাহর সাথে ভাগাভাগি করি...

Coppied from Sakib Shaikat vai.💖💖

08/07/2023

শুরাইহ আল ক্বাদী রাহিমাহুল্লাহ বলেছেন:

‘যখন কোন বিপদে পড়ি, আমি চারবার আল্লাহর প্রশংসা করি।

প্রথম প্রশংসা এই কারণে যে— যে বিপদ আমার ওপর আপতিত হয়েছে তা এরচেয়েও বেশি করুণ হতে পারতো আমার জন্যে, কিন্তু আল্লাহর অপার অনুগ্রহে তা হয়নি।

দ্বিতীয় প্রশংসা এই কারণে যে— এই বিপদে ধৈর্য্য ধারণ করার তাওফিক তিনি আমাকে দান করেছেন।

তৃতীয় প্রশংসা করি, কারণ— বিপদে পড়ামাত্র আমি পড়তে পারি ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন’। অর্থাৎ— আমরা আল্লাহর এবং তাঁর কাছেই আমরা ফিরে যাবো।' বিপদে এটা পড়ার কারণে আল্লাহর কাছে আমি বিশেষ পুরস্কার লাভের আশা রাখতে পারি।

চতুর্থ প্রশংসা করি এই কারণে যে— যে বিপদ আমার ওপর আপতিত হয়েছে তা অন্তত আর যা-ই হোক আমার ঈমানকে হুমকির মুখে ফেলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা ইচ্ছা করলে আমাকে ঈমানের পরীক্ষাতেও ফেলতে পারতেন।

[ সিয়ারু আলামীন নুবালা। ৪/১০৫। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ।]

© আরিফ আজাদ

27/06/2023
27/06/2023

এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়েই চলে যায়।

একদিন রেষ্টুরেন্টে যখন সে (ভিক্ষুক) খাচ্ছিল তখন এক ব্যক্তি রেষ্টুরেন্টের মালিককে গিয়ে বলল, ঐ যে লোকটা খাচ্ছে সে ভিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়েই চলে যাবে।

তার কথা শুনে রেষ্টুরেন্টের মালিক হেসে বললেন, কেবল আপনিই নন, আরো অনেকেই ঐ লোকটার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে। তবুও আমি জেনে-শুনে, দেখেও না দেখার ভান করে কখনও তাকে বাধা দেইনি।

কারন, আমি মনে করি আমার রেষ্টুরেন্টে ভিড় এই লোকটার জন্যই হয়।

সে যখন ক্ষুধার্ত থাকে তখন আমার রেষ্টুরেন্টের আশেপাশেই অবস্থান করে এবং স্রষ্টার কাছে প্রার্থনা করে যেন আমার দোকানে ভিড় হয় এবং এই ভিড়ের সুযোগে সে খেতে পারে।

এজন্য অহংকার করতে নেই যে, আমি কাউকে খাওয়াচ্ছি, সাহায্য করছি বরং এটাও হতে পারে যে, আমিই কারো ভাগ্যে খাচ্ছি বা অন্য কারো উপকারের কারনে আমার আজকে এই রকম ভালো অবস্থা।

-সংগৃহীত-

27/06/2023

আরাফাতের দিনে দো‘আঃ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “শ্রেষ্ঠ দো‘আ হচ্ছে আরাফাত দিবসের দো‘আ। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَی كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

 #সুবহানাল্লাহ    ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।। গরুজবাইয়ে...
23/06/2023

#সুবহানাল্লাহ

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।। গরু
জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়।

পরীক্ষায় দেখা যায়,
*জবাইয়ের প্রথম ৩সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যাথা পায় না।
*পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়।
*এই প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরু কোনো ব্যাথা পাচ্ছিলো না।
*গরুর যে খিচুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য হয় না।

(এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।)

সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবে।

-সংগ্রহীত

Address

Khustia

Telephone

+8801764741829

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Poth - আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alor Poth - আলো:

Share