Hafsa's Mini Vlog

Hafsa's Mini Vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafsa's Mini Vlog, Khustia.

16/11/2025
22/10/2025

অফার কিন্তু সীমিত সময়ের জন্য

20/10/2025

হাসলে কিন্তু খবর আছে

18/10/2025

😏😏😏🥴😜🫣🤭😊😊

17/10/2025

আলু দিয়ে টেংরা মাছের ঝোল

17/10/2025

#সাবিকুন নাহারের পুরো কথা শুনলাম এইমাত্র। মনে একটাই প্রশ্ন ঘুরছে, এত বড় মাপের আলেমের স্ত্রী হয়ে, নিজেও একজন আলেমা হয়ে, তিনি কেন নিজের স্বামীর বিষয়ে মিথ্যাচার করবেন?

যা রটে তার কিছুটা হলেও ঘটে, এটা সবারই জানা কথা। এখানে তো শত্রুতা বা বিদ্বেষের কোনো কারণই নেই যে মিথ্যার আশ্রয় নেবেন! নিজের স্বামীর ব্যাপারে কেউ মিথ্যা বলবে কেন? নিজের ঘরে কী ঘটে, তা স্বামী-স্ত্রী আর আল্লাহ ছাড়া কেউ জানে না।

তিনি যদি অনেক অত্যাচারের শিকার হয়ে থাকেন, কিংবা স্বামীর পরনারী আসক্তি বা পরকীয়ার অভিযোগ করে থাকেন, তবে মিথ্যা বলে তাঁর লাভ নেই। মানুষ মিথ্যা বলে সাধারণত কোনো লাভের জন্য, বা নিজের জীবন বাঁচানোর জন্য।

আদনান সাহেব হয়তো কিছু লুকোচ্ছেন, হয়তো নিজের সম্মান রক্ষার জন্য মিথ্যা বলছেন, হয়ত।।
কিন্তু তাঁর স্ত্রী কেন মিথ্যা বলবেন, এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না।

ঘরোয়া কলহ শুধু সাধারণ মানুষের হয়, আলেমদের হয় না.. এমন ভাবা ভুল। আলেমরাও মানুষ, তাদের জীবনেও সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে।

পুরো ভিডিও শুনে আমার বিবেকে যা আলো জ্বেলেছে, তাতে মনে হয়েছে, যদি এসব সত্য হয়, তাহলে কাজটা সত্যিই অমানবিক। আর যদি মিথ্যাও হয়, তাহলে প্রশ্ন:- তিনি কেন মিথ্যা বললেন?!!!!

এই ছবিটি নিয়ে খুব ঠাট্টা বিদ্রুপ হচ্ছে!আমাদের মনে হয় এই বিষয় নিয়ে বিদ্রুপ করা উচিৎ নয় । কারণ কওমি মাদ্রাসার মেয়েরা ৮/৯ ব...
16/10/2025

এই ছবিটি নিয়ে খুব ঠাট্টা বিদ্রুপ হচ্ছে!
আমাদের মনে হয় এই বিষয় নিয়ে বিদ্রুপ করা উচিৎ নয় । কারণ কওমি মাদ্রাসার মেয়েরা ৮/৯ বছর থেকে খাস পর্দা করে। ফলে তাদের মধ্যে কিশোরী মনের উচ্ছ্বাস ও আবেগ সবই ত থাকে।ফলে এরকম করতেই পারে।
আমরা কালো বোরকা দেখছি কিন্তু ভিতরের জীবন্ত উচ্ছ্বাসকে দেখছিনা! ম্যাচিউরিটি কম বলে ছবিটা প্রদর্শনী করে ফেলেছে। বিষয়টি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি। এটাকে নিয়ে ঠাট্টা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। তাছাড়া ভাল বা মন্দ কোন মানুষকে নিয়ে ঠাট্টা, তুচ্ছ,তাচ্ছিল্য করা আল্লাহ পছন্দ করেন না। গোপনে শুধরে দিতে হয়।
কেবল মাত্র অন্যকে বুঝানোর জন্য দৃষ্টান্ত সরূপ শাসক, দায়িত্বশীল ও ব্যক্তির প্রতি জুলুমকারীর সমালোচনা করা জায়েজ আছে।

ধন্যবাদ সবাইকে।
আস সালামু আলাইকুম।

15/10/2025

ওয়াও আর কিছুদিন পর শীতকাল। উইন্টার লাভার হওয়ার কারণ গুলো 👇👇

11/10/2025

Address

Khustia
7032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafsa's Mini Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share