হাসিবুল ইসলাম

হাসিবুল ইসলাম পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।
▂ ▄ ▅ ▆ ▇ █ � * ধন্যবাদ * � █ ▇ ▆ ▅ ▄

03/05/2025
09/02/2025

একটি শিক্ষনীয় উদাহরণ মুখস্থ রাখবেন কাজে লাগবে।
মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

12/01/2025

মুফতি আমির হামজা

"সায়্যিদুল ইসতিগফার" (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا...
18/09/2023

"সায়্যিদুল ইসতিগফার" (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)

اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ

হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।

(আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা,)

وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।

(ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু,)

أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ

আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ।

(আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী)

فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।

(ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা)

যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি (‘সায়্যিদুল ইসতিগফার’) অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে।

বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬।

31/08/2023

দায়িত্ববান স্বামী একজন স্ত্রীর অহংকার। আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার।”

28/06/2023

পুরুষকে
অর্ধেক কষ্ট দেয় টাকা, বাকি অর্ধেক দেয় নারী।

জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স।******★ পরিদর্শন সময়সূচী ★******** #গ্রীষ্মকালীনঃ ( মার্চ - আগস্ট )০৯:০০ ঘটিকা হতে ১৮:০...
25/06/2023

জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স।

******★ পরিদর্শন সময়সূচী ★********

#গ্রীষ্মকালীনঃ ( মার্চ - আগস্ট )
০৯:০০ ঘটিকা হতে ১৮:০০ ঘটিকা পর্যন্ত।

#শীতকালীনঃ (সেপ্টেম্বর-ফেব্রুয়ারি)
০৯:০০ ঘটিকা হতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত।

বৃষ্টি নামলে মনে সব সময় ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি। আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা ...
20/06/2023

বৃষ্টি নামলে মনে সব সময় ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি। আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা হয় না।

Address

Khustia

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাসিবুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category