বাবুই পাখির সংসার

বাবুই পাখির সংসার This is my place where i can share my emotions❤️/ Ideas 😇/ Crafts🖇️/ Art🖼️/ cooking🍲

ভালো থেকো পরপারে 😭
19/12/2025

ভালো থেকো পরপারে 😭

02/12/2025

এই ছোট্ট জীবনের সমাপ্তি হবে একদিন, ছোট্ট ছোট্ট শখ পূরণের মাধ্যমে।
আলহামদুলিল্লাহ 🤍

হে নবী! আমার বান্দারা যদি তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে তাদের বলে দাও যে, আমি তাদের অতি নিকটে;আমাকে যে ডাকে আমি ত...
30/11/2025

হে নবী! আমার বান্দারা যদি তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে তাদের বলে দাও যে, আমি তাদের অতি নিকটে;

আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি;

কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে ঈমান আনা তাদের একান্ত কর্তব্য। আশা করা যায় তারা প্রকৃত সত্য পথের সন্ধান পাবে।”

[সূরা বাকারা ২:১৮৬]

আলহামদুলিল্লাহ, 🤍🤍 🤍

দুপুর 🧡
29/11/2025

দুপুর 🧡

28/11/2025

সকালের এই নিস্তব্ধতা আমাকে মুগ্ধ করে🤍
এই সময়টাতে পাখির কলকাকলীতে ভরে উঠে মন।
শতো ক্লান্তি, অভিমান নিমিষেই মিলিয়ে যায় প্রকৃতির সাথে। 🐦🤍
মা শা আল্লাহ 💙💙

💙💜অপরাজিতা💜💙(Asian Pigeonwings) 💙অপরাজিতা ফুলের চা শরীর ও মনে শান্তি এনে দেয় এবং নানা ভেষজ গুণে ভরপুর ।চলুন এর উপকারিতা...
14/11/2025

💙💜অপরাজিতা💜💙
(Asian Pigeonwings)

💙অপরাজিতা ফুলের চা শরীর ও মনে শান্তি এনে দেয় এবং নানা ভেষজ গুণে ভরপুর ।
চলুন এর উপকারিতা সম্পর্কে আলোচনা করা যাক 😊

# #মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে-
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যাসিটাইলকোলিন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
# #চাপ ও উদ্বেগ কমায়-
অপরাজিতা চা প্রাকৃতিকভাবে মানসিক চাপ কমাতে সাহায্য করে।
# #রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হতে পারে

# #ত্বক ও চুলের জন্য ভালো।
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সজনিত ক্ষতি কমায় এবং চুল মজবুত করে।

# #চোখের জন্য খুবই ভালো,ফুলের মধ্যে থাকা প্রাকৃতিক রঞ্জক (anthocyanin) চোখের রক্তসঞ্চালন ভালো রাখে।।

"জীবনানন্দ দাশের কবিতার মতো_
'আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে/ অপরাজিতার মতো নীল হয়ে—আরো...'।"🤍

22/10/2025

Gentle Breeze with POSITIVITY🤍

এই স্বার্থপর এর দুনিয়ায় আমরা কেউ সেইফ না। কিছু হাসিমুখের পেছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সত্য।  তাই এই দুনিয়ায় কাউকে সহজে বি...
21/10/2025

এই স্বার্থপর এর দুনিয়ায় আমরা কেউ সেইফ না।
কিছু হাসিমুখের পেছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সত্য।
তাই এই দুনিয়ায় কাউকে সহজে বিশ্বাস করবেন না।

In sha Allah 🤍
09/10/2025

In sha Allah 🤍

Address

Khustia

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবুই পাখির সংসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share