বাবুই পাখির সংসার

বাবুই পাখির সংসার This is my place where i can share my emotions❤️/ Ideas 😇/ Crafts🖇️/ Art🖼️/ cooking🍲

Best wishes for Bangladesh tigers... 🤍
13/07/2025

Best wishes for Bangladesh tigers... 🤍

অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —তা ধ্বংস করে...
06/07/2025

অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।

তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —
তা ধ্বংস করে দেবে তোমার মনকে,
তোমার মানসিক শান্তিকে,
এমনকি তোমার ভবিষ্যৎ সন্তানদের জীবনকেও।

জীবনসঙ্গী হিসেবে এমন একজন পুরুষকে বেছে নাও,
যার হৃদয়ে রয়েছে ধৈর্য, সহনশীলতা আর শান্তি।
প্রার্থনা করো এমন একজন মানুষের জন্য,
যার পাশে জীবনটা সহজ হবে, কঠিন নয়।

মনে রেখো, জীবন এমনিতেই যথেষ্ট কঠিন —
নিজ হাতে সেটাকে আরও কঠিন করে তুলো না।

রাসূল ﷺ এর চূড়ান্ত উপদেশ : রাগ করোনা

জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে আপনাকে। কখনো রাগ করবেন না।
আল-আহনাফ ইবনে কায়েস বর্ণনা করেছেন,
এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল, আমাকে এমন একটি কথা বলুন যা আমার উপকারে আসবে, তবে তা সংক্ষিপ্ত রাখুন যাতে আমি তা বুঝতে পারি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি সেই প্রশ্নটি পুনরাবৃত্তি করল এবং প্রতিবার নবি ﷺ বললেন, রাগ করো না। (মুসনাদে আহমাদ : ১৯৮৪৪)

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে,
এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। লোকটি বার বার রাসুলের নিকট উপদেশ চায় আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। (সহিহ বুখারি : ৬১১৬)

ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
আমি বললাম, হে আল্লাহর রাসুল ﷺ আমাকে একটি কথা বলুন এবং ছোট করে দিন যাতে আমি তা বুঝতে পারি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। আমি আমার প্রশ্ন দু'বার
পুনরাবৃত্তি করলাম এবং প্রতিবারই নবি জবাব দিলেন, রাগ করো না। (মুসনাদে আবি ইয়ালা : ৫৬৮৫)

হুমায়দ ইবনে আবদুর রহমান রাহিমাহুল্লাহ বর্ণনা করেন,
এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল, আমাকে নির্দেশ দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বলল, আমি নবিজি যা বলেছেন তা নিয়ে ভাবলাম এবং আমার মনে হল যে, ক্রোধই সব মন্দের জন্ম দেয়। (মুসনাদে আহমাদ : ২২৬৬০)

একাধিক হাদিস দ্বারা রাগ করার নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা জানতে পারলাম। আবু দাউদের হাদিসে রাগকে শয়তানী কুমন্ত্রনার ফল বলা হয়েছে। প্রকৃতপক্ষে হাদিসে এসবই বলা হয়েছে ব্যক্তিগত কারণে সৃষ্ট রাগ সম্পর্কে। কারণ দ্বীনের শত্রুদের বিরুদ্ধে মুমিনের অন্তরে যে ঘৃণা-রাগ-ক্রোধের উদ্রেক হয় তা হলো অন্তরে ঈমান থাকার বাস্তব নিদর্শন। যদি কেউ দ্বীনের ক্ষতি সাধনে তৎপর হয় সে ক্ষেত্রে মুমিনের অন্তরে পুষে রাখা ক্রোধের আগ্নেয়গিরি হতে যদি অগ্নুৎপাত শুরু না হয় তবে বুঝতে হবে তার ঈমানের দাবী মিথ্যা কিংবা সে দুর্বলতম ঈমানের অধিকারী।

বই : রাগ নিয়ন্ত্রণে রাখুন ,পৃ. ৯৫-৯৭।

#সীরাহ

©

অতিরিক্ত রাগ-জিদ নারী পুরুষ কেউর জন্যই ভালো না কল্যানকর না। সাধারণত অতিরিক্ত রাগ জিদ পুরুষ করে থাকে তাই সে ক্ষেত্রে পুরুষকে আলাদা করে বুঝানোর জন্য পুরুষের রাগ জিদ নিয়ে পোস্ট করা হয়েছে, পুরুষদের ডেডিকেটেড করে পোস্ট টা হলেও এখানে শিক্ষা সবার জন্য থাকবেই।

উপরে ও কমেন্টে হাদিস দেওয়া আছে আর হাদিস নারী-পুরুষ সবার জন্য।🤍🤍

06/07/2025
সত্যিই তাই🫥💔
17/06/2025

সত্যিই তাই🫥💔

🤍🖤
16/06/2025

🤍🖤

🙃
15/06/2025

🙃

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, কুরবানি হোক ঈমানের পরিপূর্ণ প্রতিফলন। ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ✨...
07/06/2025

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, কুরবানি হোক ঈমানের পরিপূর্ণ প্রতিফলন।
ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ
✨🌙 🤍

শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর তাকবিরে তাশরিক অন্তত একবার করে পাঠ করা ওয়াজিব। পুরুষগন শব...
05/06/2025

শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর তাকবিরে তাশরিক অন্তত একবার করে পাঠ করা ওয়াজিব। পুরুষগন শব্দকরে এবং নারীরা নীচু কন্ঠে তাকবিরটি পাঠ করুন।

তাকবিরে তাশরিক হচ্ছে :

‎اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

উচ্চারণ : আল্লাহু আকবর আল্লাহু আকবর লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ।

04/06/2025

ইয়া রাব্বুল আল-আমিন 🤍
কোন একদিন এভাবেই ডেকে নিও তোমার আঙ্গিনায় 🤍🤍🤍

শেষ বিকেলে ⛅
02/06/2025

শেষ বিকেলে ⛅

02/06/2025

⛔ রিমাইন্ডারঃ আজ বছরের শ্রেষ্ঠ ১০ দিনের মধ্যে ৫ম দিন।

বছরের শ্রেষ্ঠ ১০ দিন হলো এই যিলহজ্ব মাসের প্রথম ১০ দিন। রসূল ছ্বল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
আল্লাহর কাছে যিলহজ্ব মাসের প্রথম দশকের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো আমল নেই।
সুতরাং তোমরা সেই দিবসগুলোতে অধিক পরিমাণে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবির পাঠ করো। [ আহমাদ- ৫৪৪৬ ]

তাই প্রিয় বোনেরা, আসুন আমরা ফজিলতপূর্ণ দিনে নিচের যিকিরগুলো করতে থাকি এবং নিজেদের আমলনামা ভারী করি ইনশাআল্লাহ্।

১. [তাসবিহ] সুবহান-আল্লহ। (৫০০/১০০০ বার)
২. [তাহমিদ] আলহামদুলিল্লাহ। (৫০০/১০০০ বার)
৩. [তাকবির] আল্লহু আকবর। (৫০০/১০০০ বার)
৪. [তাহলিল] লা ইলাহা ইল্লাল্লহ। (৫০০/১০০০ বার)

৫. ছোট ইস্তেগফার অর্থাৎ শুধু আস্তাগফিরুল্লহ কয়েক হাজার বার।
এছাড়া যাদের সাইয়্যেদুল ইস্তেগফার মুখস্থ আছে তারা,
সাইয়্যেদুল ইস্তেগফার (১০০ বার)
اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْۢبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ.

উচ্চারণঃ আল্লহুম্মা আংতা রব্বী লা ইলাহা ইল্লা আংতা খলাক্বতানী, ওয়া আনা 'আবদুকা, ওয়া আনা 'আলা 'আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বতু, আ'উযুবিকা মিং শাররি মাছ্বনাআতু, আবু'উ লাকা বি'নিমাতিকা 'আলাইয়া, ওয়া আবুউ বিযাম্বী ফাগফিরলীয় ফাইন্নাহু লা ইয়াগফিরুয যূনুবা ইল্লা আংতা।

৬. যেকোনো ছোট দুরুদ
কয়েক হাজার বার।
এবং,
দুরুদে ইবরাহিম কমপক্ষে ১০০ বার।

اللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى اٰلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَ إِبْرَاهِيْمَ، وَعَلَى اٰلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ،
اللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى اٰلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى اٰلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
উচ্চারণঃ আল্লহুম্মা ছ্বল্লি 'আলা মুহাম্মদ। ওয়া 'আলা আলি মুহাম্মদ। কামা ছ্বল্লাইতা 'আলা ইবরহিম। ওয়া 'আলা আলি ইবরহিম। ইন্নাকা হামিয়দুম মাজীদ।
আল্লহুম্মা বারিক 'আলা মুহাম্মদ। ওয়া 'আলা আলি মুহাম্মদ। কামা বারকতা 'আলা ইবরহিম। ওয়া 'আলা আলি ইবরহিম। ইন্নাকা হামিয়দুম মাজীদ।

৭. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (১০০/২০০ বার)
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ

৮. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী সুবহানাল্লহিল আযীম। (১০০/২০০ বার)
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللّٰهِ الْعَظِيمِ
৯. সূরা ইখলাস -
'ক্বুল হুওয়াল্লহু আহাদ। আল্লহুস ছ্বমাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ (১০০ বার)
قُلْ هُوَ اللّٰهُ أَحَدٌ اللّٰهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَهُۥۤ كُفُوًا أَحَدٌ

১০. লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিয়-কালাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া 'আলা কুল্লি শাইয়্যিং 'ক্বদীর (১০০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

১১. জান্নাতের গুপ্তধন-
লা হাওলা ওয়ালা 'ক্বুওয়্যাতা ইল্লা বিল্লাহ (১০০/২০০ বার)
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ

১২. দোয়া ইউনুস-
লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায য্বলিমীন (১০০/২০০ বার)
لَا إِلٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

১৩. ইয়া যালজালালী ওয়াল ইকরম (১০০/২০০ বার)
يَا جل جَلاَله وَالإكْرَامُ

১৪. ইয়া আরহামার রহিমীন (১০০ বার)
يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

১৫. জান্নাত চাওয়ার জন্য দোয়া-
আল্লহুম্মা আজিরনি মিনান্নার
اللّهُمَّ اجِرْنَا مِنَ النَّارِ

১৬. জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া-
আল্লহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'ঊযুবিকা মিনান্নার
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ

১৭. পিতামাতার জন্য দোয়া-
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি ছ্বগীরা
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ رَبِّ ارْحَمْهُما كَمَا رَبَّيَانِي صَغِيرًا

১৮. উত্তম মৃত্যুর দোয়া-
আল্লহুম্মা ইন্নী আসআলুকাল হুসনাল খতিমাহ
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِمَةِ

১৯. সুস্থতা কামনার জন্য দোয়া-
আল্লহুম্মা ইন্নী আসআলুকাল 'আফিয়াহ
اللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ

২০. বিশ্বের সমস্ত মুসলিম নর-নারীর জন্য দোয়া -
আল্লহুম্মাগফিরলি ওয়ালিল মু'মিনিনা ওয়াল মু'মিনাত, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
اللّهُمَّ اغْفِرْ لِي وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ

উক্ত যিকির আযকারগুলো সুবিধামতো বাড়িয়ে কমিয়ে পড়তে পারেন ইনশাআল্লাহ।

Address

Khustia

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবুই পাখির সংসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category