Sojib Khan

Sojib Khan হে প্রভু তুমি যে ভাবে চাও আমি সেইভাবে তোমার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। আমাকে কবুল করে নাও

আমার পৃথিবী আলো ঝলোমলআমার মায়ের কারণেস্নেহ ভালোবাসা আর মায়া মমতায় আগলে রাখে যতনেমা যে আমার হীরা পান্নামা যে আমারই জান্না...
24/07/2025

আমার পৃথিবী আলো ঝলোমল
আমার মায়ের কারণে
স্নেহ ভালোবাসা আর মায়া মমতায়
আগলে রাখে যতনে
মা যে আমার হীরা পান্না
মা যে আমারই জান্নাহ/জান্নাত

শুভ সকাল
24/07/2025

শুভ সকাল

গত ১৬ তারিখ থেকে অসুস্থ, অসুস্থ অবস্থায় পরিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তবে আজকের পরিক্ষা টা স্থগিত হয়ে মন টা খারাপ।দোয়া ...
23/07/2025

গত ১৬ তারিখ থেকে অসুস্থ, অসুস্থ অবস্থায় পরিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তবে আজকের পরিক্ষা টা স্থগিত হয়ে মন টা খারাপ।দোয়া করিয়েন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে🥲আমিন

23/07/2025

আমরা কতশত প্ল্যান করে রাখি,
অথচ জীবন কতটা অনিশ্চিত।

21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

20/07/2025

বিকালের ধানের চারার বেডের মুগ্ধকর দৃশ্য!

যাদেরকে করতে চেয়েছিল শূন্য তারা আজকে পরিপূর্ণ ❤️
19/07/2025

যাদেরকে করতে চেয়েছিল শূন্য
তারা আজকে পরিপূর্ণ ❤️

19/07/2025

এদেশের একমাত্র গণতান্ত্রিক দলের নাম জামায়াত!!

কিছু সত্য ভীষণ তিতা, কিন্তু হজম করতে পারলে মনের সব রোগ সেড়ে যায়।

এই দলটা চেয়ার বা পদবীর আনুগত্য করে, কোন ব্যক্তির নয়। আমীরে জামায়াত গোলাম আযম, নিজামী কিংবা ডা. শফিকুর রহমান; যে-ই হোক না কেন, নেতা হিসেবে মেনে নিতে বিরাট কর্মী বাহিনী এক মুহুর্ত চিন্তা করে না। ডাক্তার শফিকুর রহমানের পর যিনি আমীরের আসনে বসবেন, তাঁকেও দলের প্রত্যেক নেতাকর্মী অকুণ্ঠচিত্তে মেনে নিবেন। এটাই এই দলের কেন্দ্র থেকে ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যন্ত প্রত্যেক নেতা নির্বাচনের আসল ধারা। এই দলটায় কেউ নেতা হতে পারে না, বা চাইলেই হতে পারবেন না, বরং যোগ্যতা অনুযায়ী তাঁকে কর্মীবাহিনী নির্বাচন করেন।

খেয়াল করে দেখেন তো গোলাম আযমের পুত্র কিংবা নিজামী সাহেবের কাছের আত্মীয়স্বজন কি কখনো শুধুমাত্র পারিবারিক কারণে বড় নেতা হতে পেরেছেন?? পারেননি। এই দলটায় সেই সুযোগ নাই।

এই যে, ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশের আয়োজন, যেখানে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন; এখানে যদি সমাবেশ শুরু হওয়ার এক ঘণ্টা আগেও 'আমীর' বা চেয়ারম্যান পরিবর্তন হয়েও যাও, তবুও এই আয়োজনের কোন ব্যাঘাত ঘটবে না! এটাই এই দলটার সবচেয়ে বড় সৌন্দর্য!

পরিবারতন্ত্র নয়, গণতন্ত্র কিংবা প্রকৃত জনগণের দল এমন-ই হওয়া উচিত।

ও হ্যাঁ, একটা কথা বলে দেই,
দেশের পু*কি মেরে দেওয়া কথিত মুক্তিযোদ্ধা পরিচয়ধারীর চেয়ে, আমার কাছে দেশপ্রেমিক, দেশের কোন ক্ষতি না করা এই কথিত 'রাজাকার' মানুষগুলো অনেক প্রিয়।
Tutul Jahirul Islam

মেয়াদোত্তীর্ণ গাঞ্জা সেবন করলে যা হয়। ৫ আগস্টের আগে বাংলাদেশর রিজার্ভ ছিল কত? আর এই প্রবাসীরাই ৫ আগস্টের পর থেকে এখন প...
18/07/2025

মেয়াদোত্তীর্ণ গাঞ্জা সেবন করলে যা হয়। ৫ আগস্টের আগে বাংলাদেশর রিজার্ভ ছিল কত? আর এই প্রবাসীরাই ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত রিজার্ভ 30 বিলিয়নের উপরে নিয়ে গেছে।এরা হচ্ছে বুদ্ধিহীন প্রাণী।

18/07/2025

আপনি যদি জামায়াতকে পাকিস্তানপন্থী ট্যাগ দিয়ে স্বাধীনতা বিরোধী বলেন তাহলে আপনি নিজেই স্বাধীনতার শত্রু। কারণ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে পাকিস্তান আর কোনভাবেই বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি নয়। এই সত্য কথাটা সবাই জানে কিন্তু বলবেনা, কারণ এসব কথা বললে রাজনীতি করার আর কিছুই থাকবেনা।

জামায়াত যদি কখনো ভারতের সাথে আঁতাত করে, তখনই তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা যুক্তিসঙ্গত হবে, কিন্তু এই সম্ভাবনা একেবারেই শূন্য। আমাদের স্বাধীনতার শত্রু বামপন্থী শাহবাগী এবং আওয়ামীরা। সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর মধ্যে ছায়ানট, উদীচী, মিডিয়ার মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার ইত্যাদি।

শত্রু চিনতে ভুল করলে স্বাধীনতা বিপন্ন হবে।

17/07/2025

Address

Khustia

Alerts

Be the first to know and let us send you an email when Sojib Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sojib Khan:

Share