Wasi's Dream

Wasi's Dream সত্যই সুন্দর, সুন্দরই সত্য।
(13)

22/07/2025

বাংলাদেশের জন্য জুলাই যেন রক্তাক্ত মাস।
এমন জুলাই আর ফিরে না আসুক
আমাদের জীবনে।

মুছে যাক সব গ্লানি,রয়ে যাক সব স্মৃতি হয়ে, আমাদের স্মৃতির পাতায়।
21/07/2025

মুছে যাক সব গ্লানি,রয়ে যাক সব স্মৃতি হয়ে, আমাদের স্মৃতির পাতায়।

আল্লাহ সবাইকে হেফাজত করো। একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক টা ঘটনা। মানসিক সমস্যা হয়ে যাচ্ছে। এতটা ট্রমাটাইজ লাগে যে ...
21/07/2025

আল্লাহ সবাইকে হেফাজত করো। একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক টা ঘটনা। মানসিক সমস্যা হয়ে যাচ্ছে। এতটা ট্রমাটাইজ লাগে যে বলে বুঝানোর মত না। নিউজফিডে চোখ রাখা মানেই আজকাল ট্রমার মধ্যে দিয়ে যাওয়া।

আমাদের রাজকন্যা🥰🥰🥰। দেখতে দেখতে জীবন থেকে কয়েক বছর পেরিয়ে গেলো। আল্লাহ যেন ময়না পাখিটাকে সঠিক পথে হাসি- খুশিতে ভরিয়ে রাখ...
21/07/2025

আমাদের রাজকন্যা🥰🥰🥰। দেখতে দেখতে জীবন থেকে কয়েক বছর পেরিয়ে গেলো। আল্লাহ যেন ময়না পাখিটাকে সঠিক পথে হাসি- খুশিতে ভরিয়ে রাখেন।সবাই ময়না পাখিটার জন্য দোয়া করবেন।

আগে গ্রামের বিয়ে গুলোতে অনেক আনন্দ ছিলো। লাউডস্পিকাররে গান ছিলোনা,ছিলোনা জমকালো স্টেজ সাজানোর হুড়োহুড়ি। দাদি-নানিরা মুখে...
20/07/2025

আগে গ্রামের বিয়ে গুলোতে অনেক আনন্দ ছিলো। লাউডস্পিকাররে গান ছিলোনা,ছিলোনা জমকালো স্টেজ সাজানোর হুড়োহুড়ি। দাদি-নানিরা মুখে মুখে গান গীত বলে নাচানাচি করতো। আর দাওয়াত না পাওয়া গ্রামবাসীরাও ভীড় করে সেই নাচা গানা দেখতো। মন যেন কাচের মত পরিষ্কার ছিলো। বিয়ের দাওয়াত পাক বা না পাক ক্ষীর /থুবড়া খাওয়ার দাওয়াত পুরো গ্রামের মানুষই পেত।আশেপাশের প্রতিবেশী রা বাড়িতে ডেকে ক্ষীর খাইয়ে গামছা, লুঙ্গি, শাড়ি যে যা পারতো তাই দিতো। ক্ষীর খাওয়ার সময় টাকা ছাড়া খেতে দিবেনা বলে গামছা /তোয়ালে দিয়ে মুখ ধরার ব্যাপারটা বেশ ছিলো।ছিলোনা বড় বড় নোটের চকচকানি। যে যা পারতো ২, ৫,১০,২০,৫০,১০০টাকা নিয়ে ক্ষীর খাওয়াতে বসে টাকার পরিমাণ পছন্দ না হওয়ায় ঘন্টার পর ঘন্টা বর/বউয়ের মুখ ধরে বসে থাকার ব্যাপারটা আরও জোশ ছিলো। ক্ষীর খাওয়া শেষে পুরো গুষ্টি ধরে তেল-হলুদ মাখানো যেন বিয়েবাড়ির ট্রেডিশন ছিলো। নানি-দাদির কত শত অঙ্গভঙ্গি, বহুরূপী সেজে সবাইকে আনন্দ দেওয়া আরও কত কি❗ কোথায় হারিয়ে গেলো সেই দিন? আধুনিকতার আড়ালে হারিয়ে গেছে সেই সোনালী দিনগুলো 😭😭

বি:দ্র: প্রত্যন্ত গ্রামে আমার ফুফাতো ভাইয়ের ক্ষীর ক্ষাওয়ার ছবি।

ছোটবেলা থেকেই ছবি তোলার সময় আমার চোখ বন্ধ হয়ে যায়।🧐 আর এই ব্যাটায় কি সুন্দর স্টাইলে ছবি তুলেছে🤓বি:দ্র:আমার বরের হাতে কয়ে...
19/07/2025

ছোটবেলা থেকেই ছবি তোলার সময় আমার চোখ বন্ধ হয়ে যায়।🧐
আর এই ব্যাটায় কি সুন্দর স্টাইলে ছবি তুলেছে🤓

বি:দ্র:আমার বরের হাতে কয়েক বছর আগের তোলা ছবিটি।

যারা সময়ের গুরুত্ব কম দেয়, তাদের নাকি হার্ট অ্যাটাকের ঝুকি কম থাকে।সেইদিক থেকে আমি রিস্কে আছি😜 🍀শুভ সকাল🍀
19/07/2025

যারা সময়ের গুরুত্ব কম দেয়, তাদের নাকি হার্ট অ্যাটাকের ঝুকি কম থাকে।সেইদিক থেকে আমি রিস্কে আছি😜
🍀শুভ সকাল🍀

আমার লিলিপুট দুইটা🥰🥰
18/07/2025

আমার লিলিপুট দুইটা🥰🥰

আসসালামুয়ালাইকুম। 🍽️প্লেট আর কাটা চামচ নিয়া তাড়াতাড়ি চলে আসেন🍽️🌿শুভ সন্ধ্যা 🌿
17/07/2025

আসসালামুয়ালাইকুম।
🍽️প্লেট আর কাটা চামচ নিয়া তাড়াতাড়ি চলে আসেন🍽️
🌿শুভ সন্ধ্যা 🌿

শিয়ালের থেকে বেশি বুদ্ধি  রাখেন কোন সমস্যা নেই। তবে কাউকে ঠকানো বা ক্ষতি করার জন্য সেই বুদ্ধি ব্যাবহার কইরেন না। 🤓ব্যাটা...
17/07/2025

শিয়ালের থেকে বেশি বুদ্ধি রাখেন কোন সমস্যা নেই। তবে কাউকে ঠকানো বা ক্ষতি করার জন্য সেই বুদ্ধি ব্যাবহার কইরেন না।
🤓ব্যাটায় তাকায় ক্যামনে😜

আসসালামুয়ালাইকুম। 💐☘️শুভ সকাল সবাইকে☘️💐   ゚
17/07/2025

আসসালামুয়ালাইকুম।
💐☘️শুভ সকাল সবাইকে☘️💐

Address

Khustia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wasi's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share